West Bengal News Live: মৃত্যুর পরেও শেষকৃত্য না করে শিশুর দেহ ঘরবন্দি করে শুরু হল প্রাথর্না, একরত্তির দেহ খুবলে খেল পিঁপড়ে

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Jul 2022 11:32 PM
WB News Live: অন্ধ বিশ্বাসের জের! মৃত্যুর পরেও শেষকৃত্য না করে শিশুর দেহ ঘরবন্দি করে শুরু হল প্রাথর্না, একরত্তির দেহ খুবলে খেল পিঁপড়ে

অন্ধ বিশ্বাসের জের! মৃত্যুর পরেও শেষকৃত্য না করে শিশুর দেহ ঘরবন্দি করে শুরু হল প্রাথর্না। একরত্তির দেহ খুবলে খেল পিঁপড়ে। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী পাথর প্রতিমার রাক্ষসখালি গ্রাম। দীক্ষাগুরুর বিরুদ্ধে ভুল বোঝানোর অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। এলাকায় সচেতনতামূলক প্রচার চালানোর আশ্বাস দিয়েছে বিজ্ঞান মঞ্চ।

WB News Live Updates: গরু পাচার মামলায় সায়গল হোসেনকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের CBI আদালত

ফের জামিনের আর্জি খারিজ। গরু পাচার মামলায় সায়গল হোসেনকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের CBI আদালত। অন্যদিকে কয়লা পাচারকাণ্ডে CBI-এর চার্জশিটে তৃণমূল নেতাদের নাম না থাকায়, দুর্গাপুরে বিক্ষোভ দেখাল CPM। তুঙ্গে রাজনৈতিক তরজা।

WB News Live: ব্যাঙ্ক অফিসারদের সাহায্য নিয়ে গোনা হচ্ছে টাকা, ইডি সূত্রে খবর

ব্যাঙ্ক অফিসারদের সাহায্য নিয়ে গোনা হচ্ছে টাকা, ইডি সূত্রে খবর। কলকাতা থেকে জেলায় দিকে দিকে ইডির তল্লাশি। উদ্ধার বিদেশি মুদ্রা, সোনা, গুরুত্বপূর্ণ নথি : ইডি। মিলেছে সন্দেহজনক সংস্থার হদিশ : ইডি।

WB News Live Updates: পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা, ইডি সূত্রে খবর

ইডির তল্লাশিতে উদ্ধার ২০ কোটি টাকা উদ্ধার : সূত্র। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার, ইডি সূত্রে খবর। উদ্ধার ২০টি মোবাইল ফোন, ইডি সূত্রে খবর। নিয়োগ দুর্নীতি তদন্তে উদ্ধার, ট্যুইট ইডির। স্কুল সার্ভিস কমিশন ও প্রাইমারি এডুকেশন বোর্ডের নিয়োগ-দুর্নীতি তদন্তে উদ্ধার।

WB News Live: বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় উদ্ধার সাড়ে ৪১ কেজি সোনা!

বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় উদ্ধার সাড়ে ৪১ কেজি সোনা! বনগাঁর গুনারমাঠে সাড়ে ৪১ কেজি সোনা উদ্ধার করল বিএসএফ। ইছামতীতে নৌকা করে পাচারের সময় উদ্ধার ২১ কোটি টাকার সোনা। বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ সোনা পাচারকারীদের। নৌকায় উদ্ধার ৩২১টি সোনার বিস্কুট, ৪টি সোনার বার, ১টি সোনার কয়েন। উদ্ধার সোনার বাজারমূল্য ২১ কোটি ২২ লক্ষ টাকা। বিএসএফের হাতে বাজেয়াপ্ত পাচারকারীদের মোবাইল ফোন।

WB News Live Updates: প্রতিহিংসায় নেতা-কর্মীর শারীরিক ও মানসিক ক্ষতি হলে দায়ী থাকবে সিবিআই-ইডি, হুঁশিয়ারি চন্দ্রিমার

প্রতিহিংসায় নেতা-কর্মীর শারীরিক ও মানসিক ক্ষতি হলে দায়ী থাকবে সিবিআই-ইডি। হুঁশিয়ারি চন্দ্রিমার।

WB News Live Updates: 'ইডি-র আরও অনেক আগে ডাকা উচিত ছিল, অপরাধ করলে, জেলের ভাত খেতে হবেই' খোঁচা সুজন চক্রবর্তীর

SSC-নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। 'ইডি-র আরও অনেক আগে ডাকা উচিত ছিল। অপরাধ করলে, জেলের ভাত খেতে হবেই। কিন্তু, দার্জিলিঙের চায়ে পে চর্চায় কী ডিল হল?', খোঁচা সুজন চক্রবর্তীর।

WB News Live Updates: পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ সুকান্ত মজুমদারের

হিন্দি সিনেমা বা অন্যান্য সিনেমায় আমরা দেখতাম ভিলেনের বাড়ি ইডি-সিবিআই যখন যায় বা পুলিশ যায়, তখন তাঁরা অসুস্থ হয়ে যায়।' পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি-র জিজ্ঞাসাবাদ ও চিকিৎসকদের যাওয়া ঘিরে কটাক্ষ সুকান্ত মজুমদারের।

WB News Live Updates: নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বাড়িতে গেল ইডি

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে রাজ্যের ১৪টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পিংলায় তাঁর এক আত্মীয়র পর এবার নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়কের বাড়িতে গেল ইডি। অন্যদিকে, কোচবিহারের মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে যান ইডি অফিসাররা। সেখানে তাঁর স্ত্রী-মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়।  



অন্যদিকে, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, টেট দুর্নীতি মামলায় অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর যাদবপুরের বাড়ি এবং পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও যান ইডি অফিসাররা।

WB News Live Updates: হাওড়ায় মদের বিষক্রিয়ায় মৃত্যুর অভিযোগের ঘটনায় ক্ষোভ বাড়ছে মৃতের আত্মীয় ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে

হাওড়ায় মদের বিষক্রিয়ায় মৃত্যুর অভিযোগের ঘটনায় ক্ষোভ বাড়ছে মৃতের আত্মীয় ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পুলিশকে সব জানানো সত্ত্বেও আগেই কেন ব্যবস্থা নেওয়া হল না? বেআইনি মদের ব্যবসার নেপথ্যে আর কাদের হাত রয়েছে? কেন গ্রেফতার করা হচ্ছে না? উঠছে প্রশ্ন।

WB News Live Updates: হাওড়ায় মদের বিষক্রিয়ায় মৃত্যুর অভিযোগের ঘটনায় ক্ষোভ বাড়ছে মৃতের আত্মীয় ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে

হাওড়ায় মদের বিষক্রিয়ায় মৃত্যুর অভিযোগের ঘটনায় ক্ষোভ বাড়ছে মৃতের আত্মীয় ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পুলিশকে সব জানানো সত্ত্বেও আগেই কেন ব্যবস্থা নেওয়া হল না? বেআইনি মদের ব্যবসার নেপথ্যে আর কাদের হাত রয়েছে? কেন গ্রেফতার করা হচ্ছে না? উঠছে প্রশ্ন।

West Bengal News Live: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে রাজ্যের ১৪টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে রাজ্যের ১৪টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান। নাকতলার বাড়িতে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ। অন্যদিকে, কোচবিহারের মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে যান ইডি অফিসাররা। সেখানে তাঁর স্ত্রী-মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়।  
অন্যদিকে, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, টেট দুর্নীতি মামলায় অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর যাদবপুরের বাড়ি এবং পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও যান ইডি অফিসাররা

WB News Live Updates: এজলাসে উপস্থিত বাগদার চন্দন মণ্ডল ওরফে রঞ্জন

এজলাসে উপস্থিত বাগদার চন্দন মণ্ডল ওরফে রঞ্জন। ‘দু’বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই’, আদালতে জানালেন চন্দন। ‘এনাকে চেনেন ?’, উপেন বিশ্বাসকে প্রশ্ন বিচারপতির। ‘না, আমাদের কোনও দিন দেখা হয়নি, তাই চিনি না’, উত্তরে জানালেন উপেন বিশ্বাস।

West Bengal News Live: পিংলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর আত্মীয়ের বাড়িতেও ইডি অফিসাররা

এসএসসি-দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইডি জিজ্ঞাসাবাদ। পিংলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর আত্মীয়ের বাড়িতেও ইডি অফিসাররা। পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের মামার বাড়িতে ইডির ৭ অফিসার। কৃষ্ণ প্রসাদ অধিকারীর খিরিন্দার বাড়িতে ইডি।

WB News Live Updates: হাওড়ার ঘুসুড়িতে মদ খেয়ে, অসুস্থ হয়ে ১১ জনের মৃত্যু, বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার হাওড়ায়

হাওড়ার ঘুসুড়িতে মদ খেয়ে, অসুস্থ হয়ে ১১ জনের মৃত্যু। বিজেপির প্রতিবাদ মিছিল ঘিরে ধুন্ধুমার হাওড়ায়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিজেপি কর্মীদের। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি।

West Bengal News Live: খেজুরিতে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ আদালতে চার্জশিট পেশ এনআইএ-র

খেজুরিতে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ আদালতে চার্জশিট পেশ এনআইএ-র। তৃণমূল পঞ্চায়েত প্রধান সমর শঙ্কর মণ্ডল সহ ৩ জনের নামে চার্জশিট। রতন প্রামাণিক ও কঙ্কন করণের নাম উল্লেখ চার্জশিটে। গ্রেফতার হওয়া দুজনের নাম নেই চার্জশিটে। ‘পুরভোটে সন্ত্রাসের জন্য তৈরি করা হচ্ছিল বোমা’, উল্লেখ এনআইএ-র ২৫০ পাতার চার্জশিটে।

WB News Live Updates: এসএসসি দুর্নীতি মামলায় পরেশ-কন্যাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির

এসএসসি দুর্নীতি মামলায় পরেশ-কন্যাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির। শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির।কোচবিহারের মেখলিগঞ্জের বাড়ি গিয়ে পরেশ-কন্যাকে জিজ্ঞাসাবাদ ইডির। শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ ইডি অফিসারদের।

West Bengal News Live: এজলাসে উপস্থিত বাগদার চন্দন মণ্ডল ওরফে রঞ্জন

এজলাসে উপস্থিত বাগদার চন্দন মণ্ডল ওরফে রঞ্জন। ‘দু’বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই’, আদালতে জানালেন চন্দন। ‘এনাকে চেনেন ?’, উপেন বিশ্বাসকে প্রশ্ন বিচারপতির। ‘না, আমাদের কোনও দিন দেখা হয়নি, তাই চিনি না’, উত্তরে জানালেন উপেন বিশ্বাস। ‘বোর্ডের সভা কীভাবে ডাকা হত ?’, পর্ষদের সদস্যকে প্রশ্ন বিচারপতির। ‘সচিবের মাধ্যমে নোটিস দিয়ে’, আদালতে জানালেন পর্ষদের সদস্য। ‘কতগুলি সভায় উপস্থিত ছিলেন ?’ প্রশ্ন বিচারপতির। ‘এক দুটি বাদ দিয়ে সব কটিতেই ছিলাম’, আদালতে জানালেন পর্ষদের সদস্য

West Bengal News Live: ৮ ঘণ্টা পার, পার্থ চট্টোপাধ্যায়কে এখনও ইডি-জিজ্ঞাসাবাদ

৮ ঘণ্টা পার, পার্থ চট্টোপাধ্যায়কে এখনও ইডি-জিজ্ঞাসাবাদ। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইডি-জিজ্ঞাসাবাদ। বাড়ি গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ভবানীপুর থেকে পার্থর নাকতলার বাড়িতে পারিবারিক চিকিৎসক।

WB News Live Updates: বেলডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন ৩ জন

বেলডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ হারালেন ৩ জন। বাইকে করে ডাক্তার দেখিয়ে ফেরার পথে দুর্ঘটনা। পিছন থেকে ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা। শিশু রক্ষা পেলেও, প্রাণ হারিয়েছেন মা-বাবা ও শিশুর মাসি। কারও মাথায় হেলমেট ছিল না, খবর পুলিশসূত্রে।

West Bengal News Live: প্রায় ৭ ঘণ্টা ধরে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ ইডি-র, এলেন পারিবারিক চিকিৎসক

এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি। প্রায় ৭ ঘণ্টা ধরে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে ইডি, ভবানীপুর থেকে পার্থর নাকতলার বাড়িতে এলেন পারিবারিক চিকিৎসক

WB News Live Updates: গরু পাচার মামলায় সায়গল হোসেনের ফের ১৪ দিন জেল হেফাজত

গরু পাচার মামলায় সায়গল হোসেনকে আসানসোল সিবিআই আদালতে পেশ। ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ 

West Bengal News Live: কালী পুজো বিতর্ক বিশ্বভারতীতে

বিশ্বভারতীতে বিশ্ববিদ্যালয়েও কালী পুজো বিতর্ক। কালী পুজোর ধারণা নিয়ে আগামী ২৫ জুলাই বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরিতে আলোচনা সভার আয়োজন করেছে কর্তৃপক্ষ। সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন আশ্রমিক ও পড়ুয়ারা। 

WB News Live Updates: সকাল পৌনে ৬টায় ১৩ ঠিকানায় কড়া নাড়ে ইডি

আজ সকাল পৌনে ৬টায় একযোগে ১৩টি ঠিকানাতেই কড়া নেড়েছেন ইডি-র অফিসাররা।  

West Bengal News Live: বিষ্ণুপুরে নার্সিংহোমে আগুন

বাঁকুড়ার বিষ্ণুপুরে নার্সিংহোমে আগুন। রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন

WB News Live Updates: টেট দুর্নীতি মামলায় পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে ইডি

টেট দুর্নীতি মামলায় পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের যাদবপুরের বাড়িতেও গেছেন ইডি-র অফিসাররা

West Bengal News Live: বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের বাড়িতেও ইডি

বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের বাড়িতেও গেলেন ইডি আধিকারিকরা

WB News Live Updates: এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ইডি

SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার সার্ভে পার্কের বাড়িতে গেলেন ইডি’র অফিসাররা। মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়,  প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও হাজির ইডি।

West Bengal News Live: ৫০ লক্ষ টাকার মাদক উদ্ধার মালদহে

৫০ লক্ষ টাকার মাদক উদ্ধার মালদহে, চোরাকারবারি সন্দেহে গ্রেফতার ২

WB News Live Updates: পার্থ-পরেশের বাড়ি ইডি আধিকারিকরা

এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের দুই মন্ত্রীর বাড়িতে ইডি আধিকারিকরা

West Bengal News Live:বিনয় মিশ্র ও বিকাশ মিশ্রের একটি কোম্পানির নামে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র ও বিকাশ মিশ্রের একটি কোম্পানির নামে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

WB News Live Updates: জারভর্তি বোমা উদ্ধার মুর্শিদাবাদে

মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুর এলাকায় নৌকা ঘাটের সংলগ্ন একটি বাগান থেকে জারভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। 

West Bengal News Live: রাষ্ট্রপতি নির্বাচনে বাংলায় ক্রস ভোটিং

রাষ্ট্রপতি নির্বাচনে বাংলায় ক্রস ভোটিং। ২২১টির বদলে ২১৬ ভোট পেলেন বিরোধী প্রার্থী যশবন্ত সিন্হা।

WB News Live Updates: সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্যকে হুঁশিয়ারি তৃণমূলনেত্রীর

নিয়োগ দুর্নীতি নিয়ে গুচ্ছ অভিযোগ। হয়েছে একাধিক মামলা। আর এ’নিয়ে একুশের মঞ্চ থেকে আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্যকে কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূলনেত্রী। পারলে প্রমাণ করুন বলে, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিকাশ ভট্টাচার্য

West Bengal News Live: তারাতলার হাইড রোড লাগোয়া গোডাউন পাড়া এলাকা থেকে গুলিবিদ্ধ দেহ উদ্ধার

তারাতলার হাইড রোড লাগোয়া গোডাউন পাড়া এলাকা থেকে গুলিবিদ্ধ দেহ উদ্ধার। 

WB News Live Updates: ডানা ছাঁটা হল অমিতাভ চক্রবর্তীর?

ডানা ছাঁটা হল অমিতাভ চক্রবর্তীর? নজিরবিহীনভাবে ভিনরাজ্য থেকে আনা হল সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ধন্ডজিকে। বিজেপিতে ক্ষমতার দ্বন্দ্বের জের? উঠছে প্রশ্ন।

West Bengal News Live: গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ধর্মতলার সমাবেশে প্রতীকি সিলিন্ডার কর্মীদের

গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ধর্মতলার সমাবেশে উপস্থিত কর্মীরা একটি প্রতীকি সিলিন্ডার এনেছিলেন। বক্তৃতা দেওয়ার সময়, ওই প্রতীকি সিলিন্ডার মঞ্চে নিয়ে এসে, গ্যাসের লাগামছাড়া দামবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

প্রেক্ষাপট

রাষ্ট্রপতি ভোটেও বাংলায় ক্রস ভোট! ২৯১টি ভোটের মধ্যে শুভেন্দুর হিসেবের বাইরেও ১টি ভোট। ২২১টির বদলে ২১৬টি ভোট পেল তৃণমূল। (cross voting)


২২১টি ভোটের মধ্যে ২১৬টি তৃণমূলের, বাতিল ৪টি ভোট কাদের? যা বলেছিলাম, তাই হয়েছে, ট্যুইট শুভেন্দুর। খতিয়ে দেখবে দল, বললেন শান্তনু। (subhendu adhikari)


দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিরোধী শিবির থেকে ক্রস ভোটিংয়ের ঢল। বিরোধীদের ১০৪ জন বিধায়ক, ১৭ সাংসদের ভোট। (president)


ওড়িশার ময়ূরভঞ্জ থেকে রাইসিনা। দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু। বাসভবনে গিয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। অভিনন্দন সনিয়া-রাহুলের। (sonia gandhi)


ভয়-পক্ষপাত জয় করে রক্ষাকর্তা হোন সংবিধানের, হারের পর ট্যুইট যশবন্তের। মতভেদে জর্জরিত দেশ তাকিয়ে আপনার দিকে। দ্রৌপদীকে শুভেচ্ছা মমতার।(constitution)


উপ রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন করল না তৃণমূল।  বিরোধী ঐক্য অটুট থাকার দাবি করেও কটাক্ষ অভিষেকের। (Margaret alva)


উপ রাষ্ট্রপতি ভোটে আলভাকে সমর্থন করছে না তৃণমূল। বিজেপির সঙ্গে আঁতাঁত ফের প্রমাণিত, আক্রমণে বিরোধীরা। (tmc)


একুশের মঞ্চ থেকে ২৪-এর লক্ষ্য বুঝিয়ে দিলেন মমতা। (21 july)


ধর্মতলার সমাবেশে মমতার তোপ, জবাব বিজেপির। চব্বিশের ভোটে মোদিই ফের ফিরবেন বলে দাবি। জিএসটি বৈঠকে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন। (bjp)

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.