West Bengal News Live Updates: তিলজলা রোডে ৭ বছরের নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগ

West Bengal news live updates : স্বস্তির বৃষ্টিতে ভিজল শহর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি।

ABP Ananda Last Updated: 26 Mar 2023 11:16 PM
West Bengal News Live Update: শনিবার হাতাহাতি আর রবিবার তৃণমূল অফিসে তালা

শনিবার হাতাহাতি আর রবিবার তৃণমূল অফিসে তালা! তৃণমূল নেত্রীর কড়া বার্তার পরেও নানুরে তৃণমূলের কোন্দলে কার্যত বিরাম নেই! এই পরিস্থিতিতে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠকে সতর্ক করা হল নানুরের ব্লক সভাপতি ও স্থানীয় তৃণমূল বিধায়ককে। অনুব্রত মণ্ডলের দেখানো পথেই বীরভূমে পঞ্চায়েত ভোট করানোর ব্যাপারে একমত হয়েছে জেলা তৃণমূলের কোর কমিটি।   

WB News LIVE Updates: তিলজলা রোডে ৭ বছরের নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগ

তিলজলা রোডে ৭ বছরের নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগ। সকাল ৮টা থেকে নিখোঁজ ছিল, থানায় অভিযোগ দায়ের করে পরিবার। পাশের বাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল নাবালিকাকে, দেখা গেছে সিসিটিভিতে। তল্লাশির পরেও নাবালিকার খোঁজ পায়নি পুলিশ। পরে পাশের বিল্ডিংয়ের ১টি তালাবন্ধ ফ্ল্যাটে স্যুটকেসের ভিতরে গলা কাটা অবস্থায় উদ্ধার, স্থানীয় সূত্রে খবর। পুলিশের গাফিলতির অভিযোগে তিলজলা থানার বাইরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। 

West Bengal News Live Update: বগটুইয়ের 'মন কি বাত'

তৃণমূলের নেতারা একের পর এক দুর্নীতিতে জড়াচ্ছেন। তাই তৃণমূলের পাশে, নয় রয়েছেন বিজেপিতেই, স্পষ্ট করে জানালেন বগটুুইয়ের স্বজনহারা মিহিলাল শেখ। রবিবার তাঁর বাড়িতে গিয়ে মন কি বাত অনুষ্ঠান শোনাল বিজেপি নেতৃত্ব। সরকারি সুযোগ-সুবিধা, চাকরি নেওয়ার পরও অবস্থান বদল কেন? প্রশ্ন তুলেছে তৃণমূল। 

WB News LIVE Updates: পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা বিজেপির

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা বিজেপির। নন্দীগ্রামে ১ নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ১৪ আসনে প্রার্থী ঘোষণা। পঞ্চায়েত সমিতির ৩টি আসনে প্রার্থী ঘোষণা গেরুয়া শিবিরের। 'দলের অনুমোদন নিয়ে ঘোষণা', দাবি বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের। 

West Bengal News Live Update: স্বস্তির বৃষ্টিতে ভিজল শহর

স্বস্তির বৃষ্টিতে ভিজল শহর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি। অন্যদিকে, বাঁকুড়ার কোতুলপুর, জয়পুরে প্রবল ঝড়, শিলাবৃষ্টি। ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা কৃষকদের। 

WB News LIVE Updates: 'বাম আমলে যাঁরা অধ্যাপক পদে চাকরি পেয়েছেন, তাঁদের কারও ৬৫ শতাংশ নম্বর ছিল না'

বাম আমলে যাঁরা অধ্যাপক পদে চাকরি পেয়েছেন, তাঁদের কারও ৬৫ শতাংশ নম্বর ছিল না। শিক্ষায় নিয়োগ দুর্নীতির অভিযোগে এবার এভাষাতেই বামেদের নিশানা করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। একই সুরে পুরসভায় নিয়োগ নিয়ে বামেদের নিশানা করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। পাল্টা জবাব দিয়েছে সিপিএমও।

West Bengal News Live Update: দুর্নীতির দায় এবার অন্যদল থেকে তৃণমূলে আসা নেতা-কর্মীদের উপর চাপালেন তাপস রায়

দুর্নীতির দায় এবার অন্যদল থেকে তৃণমূলে আসা নেতা-কর্মীদের উপর চাপালেন তাপস রায়। 'যারা সবসময় সরকারি দলের সঙ্গে থাকতে চায়, তাঁরা ঢুকে পড়েছে। তারা দলে ঢুকে তাঁদের কাজ করেছে'
'এই জায়গাটা আটকাতে পারলে আজ এই পরিস্থিতি হত না', দাবি তৃণমূল বিধায়ক তাপস রায়ের

WB News LIVE Updates: শোভনদেবকে কটাক্ষ সুজনের

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও শিক্ষামন্ত্রী কেন তালিকা প্রকাশ করছেন না, তৃণমূল জমানায় সবাই সৎ, একথা কেন বলছেন না, পাল্টা খোঁচা সুজন চক্রবর্তীর।

West Bengal News Live Update: ফের হাতির হানায় মৃত্যু জঙ্গলমহলে

ফের হাতির হানায় মৃত্যু জঙ্গলমহলে। আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত মুড়াকাটাতে হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম শিলা ঘোড়ই (৬০)। তার ছেলের দাবি আজ ভোরে যখন জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিল, সেই সময় হাতির সামনে পড়ে গেলে গুরুতর জখম হন তিনি। সকালেই তাকে মেদিনীপুর হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষন আগে সেখানেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। 

WB News LIVE Updates: নন্দীগ্রামে পঞ্চায়েত সমিতির আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এরই মাঝে নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মদ্ধ্যে ১৪টি আসনে ও তিনটি পঞ্চায়েত সমিতির আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের পনেরাটা আসনের মধ্যে চৌদ্দ টা আসনে পার্থী পদ ঘোষনা করল বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল।

West Bengal News Live Update: বাম আমলে যোগ্য হয়েও বঞ্চিত চাকরিপ্রার্থী কারা? তার তালিকা তৈরি করছে তৃণমূল

বাম আমলে যোগ্য হয়েও বঞ্চিত চাকরিপ্রার্থী কারা? তার তালিকা তৈরি করছে তৃণমূল। মেল আইডি জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ ও দলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। ২০০৭-২০১০ পর্যন্ত চাকরির পরীক্ষার নম্বর বিকৃত হয়েছে বলে যাঁরা মনে করেন, তাঁদের নিজেদের নাম, জেলা, ফোন নম্বর ও পরীক্ষার বৈধ নথি এই মেল আইডি-তে পাঠানোর আবেদন জানিয়েছেন দেবাংশু। অভিযোগকারী চাইলে তাঁর পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ। 

WB News LIVE Updates: চাকরির নামে 'প্রতারণা'

প্রায় ৭ লক্ষ টাকা দিলেও মেলেনি চাকরি, বীরভূমের এক বাসিন্দার অভিযোগে পশ্চিম বর্ধমান থেকে অভিযুক্তকে গ্রেফতার করল বোলপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তি আবার আসানসোল পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন প্রেসিডেন্ট। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

West Bengal News Live Update: হিরণের মন্তব্যে গুরুত্ব নয়, জানালেন দেব

দুর্নীতি ইস্যুতে বিজেপি বিধায়ক হিরণের নিশানায় তৃণমূল সাংসদ দেব, যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ ও অভিনেতা বনি সেনগুপ্ত। এবিষয়ে ঘনিষ্ঠ মহলে দেব জানিয়েছেন, হিরণের মন্তব্য তিনি কোনওরকম গুরুত্ব দিতে নারাজ।

WB News LIVE Updates: কমল গুহ বিতর্কে বাবার হয়ে ব্যাট ধরলেন উদয়নের ছেলে সায়ন্তন

কমল গুহ বিতর্কে বাবার হয়ে ব্যাট ধরলেন উদয়নের ছেলে সায়ন্তন । 'অনেক গরিব মানুষকে দাদু সাহায্য় করেছেন, প্রয়োজন মনে করলে চাকরি দিয়েও তাঁদের সাহায্য করেছেন। বাম নেতারা বুকে হাত রেখে বলুক, কোটা সিস্টেমে চাকরি হত না। বাম আমলে হোলটাইমারদের অগ্রাধিকার দেওয়া হত না, পারলে বলুক',  বাম নেতাদের চ্যালেঞ্জ উদয়ন-পুত্র সায়ন্তন গুহর

West Bengal News Live Update: SSC কর্তাদের সঙ্গে মনোমালিন্যের জেরেই এর আগে গ্রেফতার হন নীলাদ্রি দাস

SSC কর্তাদের সঙ্গে মনোমালিন্যের জেরেই এর আগে গ্রেফতার হন নীলাদ্রি দাস। নিয়োগ-দুর্নীতিকাণ্ডে এবার প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, SSC কর্তাদের মনোনীত চাকরিপ্রার্থী ছাড়াও নিজস্ব প্রার্থীদের নামও তালিকায় ঢোকাতে শুরু করেন নীলাদ্রি। বিষয়টি ২০১৮-য় SSC কর্তাদের নজরে আসে। এক কথায় চোরের ওপর বাটপাড়ি। ফলে তারপর নীলাদ্রির সুপারিশে সেবার কারও চাকরি হয়নি। চাকরি না পাওয়ায় যাঁরা নীলাদ্রির টিমকে টাকা দিয়েছিলেন, তাঁরা অভিযোগ করেন। তার প্রেক্ষিতে তদন্তে নামে সিআইডি। নীলাদ্রির টিমের একাধিক সদস্য গ্রেফতার হন। সূত্রের খবর, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় জাল বিছিয়েছিল নীলাদ্রির টিম। চাকরি-বিক্রি চক্রের ওই সদস্যরা গ্রেফতার হওয়ার পর, নীলাদ্রির নাম সামনে আসে। তারপরই নীলাদ্রিকে গ্রেফতার করে সিআইডি। একমাসের মধ্যে হাইকোর্ট থেকে জামিন পান OMR শিট মূল্যায়নকারী সংস্থা, নাইসা-র ভাইস প্রেসিডেন্ট। 

WB News LIVE Updates: একই মঞ্চে পুরস্কৃত সুকান্ত মজুমদার ও অধীর চৌধুরী

দিল্লিতে বেসরকারি সংস্থার তরফে একই মঞ্চে পুরস্কৃত বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ও বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। গতকাল পুরস্কার পাওয়ার পর আজ কলকাতায় ফিরলেন সুকান্ত মজুমদার। আর এই প্রেক্ষাপটেই ফের আঁতাঁতের অভিযোগে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

West Bengal News Live Update:পাঁশকুড়া সমবায় সমিতির নির্বাচনে জয় সিপিএমের

কোলাঘাট, হলদিয়ার পর এবার পাঁশকুড়া সমবায় সমিতির নির্বাচনে জয় সিপিএমের। পাঁশকুড়া যশোড়া কোঅপারেটিভ এগ্রিচালচার ক্রেডিট সোশাইটির ভোটে জয়ী সিপিএম। ৯টি আসনের মধ্য়ে ৫টিতে জয় সিপিএমের। ৪টি আসনে জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ৪টি আসনে প্রার্থী দিলেও খাতাই খুলতে পারল না বিজেপি। একটি আসনে প্রার্থী দিয়েছিল সিপিআই

WB News LIVE Updates: ঐক্যবদ্ধ থাকার বার্তা নেত্রীর, তারপরেও বীরভূমে ফের তৃণমূলে কোন্দল

ঐক্যবদ্ধ থাকার বার্তা নেত্রীর, তারপরেও বীরভূমে ফের তৃণমূলে কোন্দল। গোষ্ঠীদ্বন্দ্বে নানুরে তালা ঝুলল তৃণমূলের পার্টি অফিসে। কীর্ণাহার অঞ্চল সভাপতির অনুগামীদের বের করে পার্টি অফিসে তালা ঝোলালেন বিধায়ক। দলেরই পার্টি অফিসে তালা ঝোলালেন নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি। অনুব্রত ঘনিষ্ঠ বলেই পার্টি অফিসে ঢুকতে দেবে না, দাবি কীর্ণাহার ২ নম্বর অঞ্চল সভাপতির। দলের জেলা কমিটি ও কোর কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হবে, জানালেন বিকাশ রায়চৌধুরী। 

West Bengal News Live Update: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার অয়ন শীল, এবার দুই কর্মীকে জিজ্ঞাসাবাদ ইডির

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার অয়ন শীল, এবার দুই কর্মীকে জিজ্ঞাসাবাদ ইডির। ধৃত শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের অফিসের দুই কর্মীকে ইডির জিজ্ঞাসাবাদ। ৩ ঘণ্টা পার, অয়ন শীলের দুই কর্মীকে জিজ্ঞাসাবাদ ইডির। খতিয়ে দেখা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি, ইডি সূত্রে খবর। 

WB News LIVE Updates: এবার রেলপথে জুড়ছে কলকাতা-কাশ্মীর

এবার রেলপথে জুড়ছে কলকাতা-কাশ্মীর। 'কলকাতা থেকে সরাসরি কাশ্মীর রেল পরিষেবায় জুড়ে যাবে। চলতি অর্থবর্ষেই শুরু হবে কলকাতা-কাশ্মীর সরাসরি রেল পরিষেবা', চিনাব ব্রিজ পরিদর্শনের পর জানালেন রেলমন্ত্রী

West Bengal News Live Update: বাম আমলের নিয়োগে দুর্নীতির অভিযোগে সরব মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

দুর্নীতি ইস্যুতে কোণঠাসা হয়ে পাল্টা আক্রমণের রাস্তায় তৃণমূল। এবার বাম আমলের নিয়োগে দুর্নীতির অভিযোগে সরব মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 'পলিটেকনিক কলেজে অন্তত ২০০ অধ্যাপককে বেআইনি ভাবে নিয়োগ। প্রয়োজনীয় নম্বর না থাকা সত্ত্বেও বাম আমলে নিয়োগ অধ্যাপকদের', দাবি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। একই সঙ্গে নিজের দলের হয়েও সাফাই মন্ত্রীর। 'মন্দিরে পুরোহিত চোর হলেও দেবতা চোর হতে পারে না', মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে মন্তব্য শোভনদেবের

WB News LIVE Updates: 'ঘাটালের তৃণমূল সাংসদ বড় দুর্নীতিতে জড়িত'

তৃণমূলে দুর্নীতির ইস্যুতে হিরণের নিশানায় দেব-বনি-সায়নী।  'ঘাটালের তৃণমূল সাংসদ বড় দুর্নীতিতে জড়িত, এনামুলের থেকে ৫ কোটি টাকা নিয়েছেন দেব'। 

West Bengal News Live Update: 'টলিউডের ৯৯ শতাংশ প্রযোজক, পরিচালক, অভিনেতা দুর্নীতিগ্রস্ত'

'টলিউডের ৯৯ শতাংশ প্রযোজক, পরিচালক, অভিনেতা দুর্নীতিগ্রস্ত', বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণের

শহরে ভুয়ো কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র, নাগেরবাজার থেকে গ্রেফতার ৫

ফের শহরে ভুয়ো কল সেন্টারের আড়ালে বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস। দমদম নাগেরবাজার থেকে ২ মহিলা-সহ ৫ জনকে গ্রেফতার করল সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ থানার পুলিশ। কাকদ্বীপের বাসিন্দা পরেশ রায়ের অভিযোগ ছিল, মাসকয়েক আগে ৩৭ লক্ষ ঋণ পাইয়ে দেওয়ার টোপে তাঁর কাছ থেকে অনলাইনে ৫ লক্ষ ২৩ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। ফেব্রুয়ারি মাসে কাকদ্বীপ থানায় অভিযোগ দায়ের হয়। শুক্রবার নাগেরবাজার থেকে অভিযুক্তদের গ্রেফতার করে কাকদ্বীপ থানার পুলিশ। গতকাল কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে, ধৃতদের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

শুরু হল উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের তরণীপুরে ইছামতী নদী সংস্কারের কাজ

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের তরণীপুরে ইছামতী নদী সংস্কারের কাজ শুরু হল। উদ্বোধন করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। উপস্থিত ছিলেন অন্তর্দেশীয় জলপথ পরিবহণের চেয়ারম্যান সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। 

SSC কর্তাদের সঙ্গে মনোমালিন্যের জেরেই গ্রেফতার নীলাদ্রি, নিয়োগ-দুর্নীতিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

SSC কর্তাদের সঙ্গে মনোমালিন্যের জেরেই এর আগে গ্রেফতার হন নীলাদ্রি দাস। নিয়োগ-দুর্নীতিকাণ্ডে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, SSC কর্তাদের মনোনীত চাকরিপ্রার্থী ছাড়াও নিজস্ব প্রার্থীদের নামও তালিকায় ঢোকাতে শুরু করেন নীলাদ্রি।

West Bengal News Live Update: বাকস্বাধীনতার পক্ষে জোরালো সওয়াল রাজ্যপালের

বাকস্বাধীনতার পক্ষে জোরালো সওয়াল রাজ্যপালের।'দেশের গণতন্ত্রে বাকস্বাধীনতার সঙ্গে আপোসের কোনও জায়গা নেই', প্রেস ক্লাবে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান শেষে মন্তব্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসের

WB News LIVE Updates: উন্নয়ন তহবিলের টাকা দিয়ে বিলাসবহুল স্পিডবোট কেনার অভিযোগ গোসাবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

উন্নয়ন তহবিলের টাকা দিয়ে বিলাসবহুল স্পিডবোট কিনেছেন গোসাবার তৃণমূল বিধায়ক। এই অভিযোগ তুলে বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছে দলেরই নেতা-কর্মীদের একাংশ। আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরাও। যদিও তৃণমূল বিধায়কের দাবি, ওই স্পিড বোট ওয়াটার অ্যাম্বুল্যান্স হিসেবে ব্যবহার করা হবে।

West Bengal Update: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে বৃষ্টি বাড়বে। বুধবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। উত্তরবঙ্গে ও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি।

WB News LIVE Updates: আগামীকাল কলকাতায় দ্রৌপদী মুর্মু, রাজ্যজুড়ে গণ ই-মেল কর্মসূচি নিল সংগ্রামী যৌথ মঞ্চ

আগামীকাল কলকাতায় আসছেন দ্রৌপদী মুর্মু। তার আগে রাষ্ট্রপতির দরবারে দাবি পেশ করতে রাজ্যজুড়ে গণ ই-মেল কর্মসূচি নিল সংগ্রামী যৌথ মঞ্চ। আগামীকাল মুখ্যমন্ত্রীকেও গণ-মেল পাঠানো হবে বলে DA-আন্দোলনকারীরা জানিয়েছেন। এদিকে, বকেয়া DA-র দাবিতে শহিদ মিনার চত্বরে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থানে ৫৯ দিনে পড়ল। ২৯ মার্চ শহিদ মিনার চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তার দায় পুলিশকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন DA-আন্দোলনকারীরা। এই মর্মে বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও বার্তা পাঠানো হবে বলে তাঁরা জানিয়েছেন। একই সঙ্গে আন্দোলনকারীরা জানিয়েছেন, বদলি ও বেতনে-কোপ নিয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। 

বীরভূমের সাঁইথিয়ায় ডাইনি অপবাদে দম্পতিকে পিটিয়ে মারার অভিযোগ মোড়ল ও সঙ্গীদের বিরুদ্ধে

বীরভূমের সাঁইথিয়ায় ডাইনি অপবাদে দম্পতিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল মোড়ল ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। হাসপাতাল থেকে দেহ আনার পর, তা পুড়িয়ে ফেলারও চেষ্টা হয় বলে অভিযোগ। জানতে পেরে মোড়লকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। পরে অভিযুক্ত মোড়লকে আটক করে সাঁইথিয়া থানার পুলিশ। ঘটনার সূত্রপাত মাসখানেক আগে। অভিযোগ, গ্রামে এক ব্যক্তির মৃত্যুতে ওই দম্পতিকে দায়ী করে ডাইনি অপবাদ দেন মোড়ল ও তাঁর সাঙ্গোপাঙ্গোরা। শুক্রবার দম্পতির বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম দম্পতিকে ভর্তি করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে। গতকাল তাঁদের মৃত্যু হয়। এই ঘটনায় মোড়ল-সহ কয়েকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। বাকি অভিযুক্তরা পলাতক। 

রাজ্যে ফের কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ শুভেন্দুর

'কেন্দ্রের অন্ধত্ব দূরীকরণ কর্মসূচির নাম বদল করে 'চোখের আলো' করেছে রাজ্য সরকার। কেন্দ্রের নাম এড়িয়ে প্রকল্পের নাম 'চোখের আলো' রাখা হয়েছে। কেন্দ্রের আর্থিক সাহায্যেই রাজ্যের ১০ লক্ষ মানুষের ছানি অপারেশন হয়েছে। স্বাস্থ্য দফতরের অযোগ্যতায় এই প্রকল্পে কেন্দ্রের টাকাও খরচ হয়নি রাজ্যে। ২০২১-২২ অর্থবর্ষে কেন্দ্র ৪৬ কোটি বরাদ্দ করলেও খরচ হয়েছে মাত্র ৭ কোটি ৭৫ লক্ষ টাকা'। মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

দুর্নীতির দায় এবার অন্যদল থেকে তৃণমূলে আসা নেতা-কর্মীদের ওপর চাপালেন তাপস রায়

দুর্নীতির দায় এবার অন্যদল থেকে তৃণমূলে আসা নেতা-কর্মীদের ওপর চাপালেন তাপস রায়। যারা সবসময় সরকারি দলের সঙ্গে থাকতে চায়, তারা দলে ঢুকে তাদের কাজ করেছে। এই জায়গাটা আটকাতে পারলে আজ এই পরিস্থিতি হত না। দাবি তৃণমূল বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের। 

Live News Update: রাজঘাটে প্রিয়ঙ্কা গাঁধী, রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে দেশজুড়ে কংগ্রেসের সত্যাগ্রহ

রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজ, দেশজুড়ে কংগ্রেসের সত্যাগ্রহ। দিল্লির রাজঘাটে ১৪৪ ধারা জারির কারণ দেখিয়ে সংকল্প সত্যাগ্রহের অনুমতি দিল না পুলিশ। অনুমতি না মিললেও সংকল্প সত্যাগ্রহ হবে বলে জানিয়েছে পুলিশ। রাজঘাটে পৌঁছলেন প্রিয়ঙ্কা গাঁধী

Live News Update: ফের সিপিএমকে কার্যত বয়কটের ডাক বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের

ফের সিপিএমকে কার্যত বয়কটের ডাক দিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নিজের পুরোনো বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে আক্রমণ শানালেন তিন। যদিও তাঁর মন্তব্যের সঙ্গে একমত নন পুরমন্ত্রী। তাঁর দাবি, দল নয়, মানুষ আগে। বড় নেতা হওয়ার জন্য এসব বলছেন, কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী।

West Bengal Live Updates: বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে কটাক্ষ পুরমন্ত্রীর

বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে উদয়নের কাঠগড়ায় বাবা, ফিরহাদের কটাক্ষ। 'উদয়ন পাগলের মতো কী বলেছেন জানা নেই। চিরকুটে লোক ঢোকানো যায় না, অন্তত একটা অ্যাপ্লিকেশন লাগে। ৭০-এর দশকে হতে পারে, নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পরে আর হয় না।' বাম আমলে চিরকুটে চাকরি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে কটাক্ষ পুরমন্ত্রীর

West Bengal News: দুর্নীতি নিয়ে বাম আমলের মন্ত্রী বাবাকে কাঠগড়ায় তুললেন উদয়ন গুহ

দুর্নীতি নিয়ে এবার বাম আমলের মন্ত্রী বাবাকে কাঠগড়ায় তুললেন উদয়ন গুহ। বাম আমলে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক ও রাজ্যের কৃষিমন্ত্রী ছিলেন কমল গুহ। 'বাবা সেই সময় অনেককে চাকরি করে দিয়েছেন। বাবার সামনে তালিকা তৈরি করা হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করেছিলেন' মন্তব্য উদয়নের

Live News Update: নিয়োগ-দুর্নীতিকাণ্ডে ধৃত নাইসা-র ভাইস প্রেসিডেন্টের মোবাইল ফোন 'গোপন তথ্যের ভাণ্ডার'

নিয়োগ-দুর্নীতিকাণ্ডে ধৃত OMR শিট মূল্যায়নকারী সংস্থা নাইসা-র ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাসের মোবাইল ফোন গোপন তথ্যের ভাণ্ডার বলে মনে করছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, SSC কর্তাদের সুপারিশ অনুযায়ী চাকরিপ্রার্থীদের তালিকা নীলাদ্রি মেসেজ করে নাইসা-র কর্মীদের কাছে পাঠাতেন। ওই কর্মীরাই সার্ভারে ঢুকে নম্বর কারচুপি করতেন। সেই মতো চাকরিপ্রার্থীর নম্বর কারচুপি করা বা বাড়ানো হত। চাকরিপ্রার্থীদের নামের বেশ কিছু তালিকা ও অ্যাডমিট কার্ডের রোল নম্বর পাওয়া গেছে নীলাদ্রির মোবাইল ফোনে। মিলেছে বেশ কয়েকজন SSC কর্তার ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপ চ্যাটও। নীলাদ্রির মোবাইল ফোনে লুকিয়ে থাকা তথ্য জানতে, আলিপুর আদালতের নির্দেশে তা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো হচ্ছে। 

West Bengal Live: বাম আমলে যোগ্য হয়েও বঞ্চিত চাকরিপ্রার্থী কারা? তার তালিকা তৈরি করছে তৃণমূল

বাম আমলে যোগ্য হয়েও বঞ্চিত চাকরিপ্রার্থী কারা? তার তালিকা তৈরি করছে তৃণমূল। মেল আইডি জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান ও দলের রাজ্য মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। ২০০৭-২০১০ পর্যন্ত চাকরির পরীক্ষার নম্বর বিকৃত হয়েছে বলে যাঁরা মনে করেন, তাঁদের নিজেদের নাম, জেলা, ফোন নম্বর ও পরীক্ষার বৈধ নথি এই মেল আইডি-তে পাঠানোর আবেদন জানিয়েছেন দেবাংশু। অভিযোগকারী চাইলে তাঁর পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছেন তৃণমূলের আইটি সেলের প্রধান।

West Bengal Live: কলকাতায় আজ জ্বালানির দাম অপরিবর্তিত

West Bengal Live: কলকাতায় জ্বালানির দাম অপরিবর্তিত। পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম ৯২.৭৬ টাকা।

West Bengal Updates: নিয়োগ দুর্নীতি নিয়ে বাম জমানাকে নিশানা করতে গিয়ে প্রয়াত বাবাকেই কাঠগড়ায় তুললেন উদয়ন

নিয়োগ দুর্নীতি নিয়ে বাম জমানাকে নিশানা করতে গিয়ে প্রয়াত বাবা কমল গুহকেই কাঠগড়ায় তুললেন উদয়ন! সতীর্থ উদয়নের বক্তব্য নস্যাৎ করে চিরকুটে চাকরির তত্ত্বও খারিজ ফিরহাদের।

প্রেক্ষাপট

কলকাতা:  শনির পর রবি। বিতর্কের পরও নিয়োগ দুর্নীতিতে বাম (CPIM) জমানাকে নিশানা করতে গিয়ে প্রয়াত বাবাকে নিয়ে করা মন্তব্যে অনড় উদয়ন (Udayan Guha)। বাবাকে ঢাল করে তৃণমূলের (TMC) দুর্নীতি ঢাকতে পারবেন না, উদয়নকে নিশানা বামেদের (CPIM)। পিসি-ভাইপোর কাছে ভাল থাকতে প্রয়াত বাবাকেও ছাড়ছেন না, কটাক্ষ শুভেন্দুর (Suvendu Adhikari)। 


বেলানগরে ইন্টারলকিংয়ের কাজ। সারাদিন হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বন্ধ লোকাল ট্রেন। জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার জন্য চলবে ২ জোড়া স্পেশাল ট্রেন। ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য কর্ড লাইনে সব লোকাল বন্ধ। শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত লোকাল বন্ধ। পূর্ব রেলের তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বেলানগর স্টেশনে ১১ ঘণ্টা ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। শনিবার মাঝরাত থেকে রবিবার সারা দিন হাওড়া-বর্ধমান ও বর্ধমান-হাওড়া কোনও লোকাল ট্রেন না চললেও যাত্রীদের কথা মাথায় রেখে ডানকুনি-বর্ধমান ও বর্ধমান-ডানকুনি কিছু স্পেশাল ট্রেন চালানো হবে। রবিবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা থাকায় হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ২ জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। বর্ধমান থেকে সেই ট্রেন ২টি ছাড়বে সকাল ৮টা ১০ ও সকাল ৯টা ১৫-এ। সেই ট্রেনে সাধারণ যাত্রীরাও উঠতে পারবেন।


কলকাতায় ফের করোনা আক্রান্তের মৃত্যু। পরিবারের অভিযোগ, করোনা পজিটিভ হওয়ার পরে, রোগীকে অন্যত্র স্থানান্তরের জন্য চাপ দেয় সল্টলেক আমরি কর্তৃপক্ষ। যদিও, সল্টলেক আমরি কর্তৃপক্ষের দাবি, আইসোলেশন বেড অপ্রতুল। সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য রোগীকে বেলেঘাটা আইডি-তে স্থানান্তরের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। 


ফের সিপিএমকে কার্যত বয়কটের ডাক দিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নিজের পুরোনো বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে আক্রমণ শানালেন তিন। যদিও তাঁর মন্তব্যের সঙ্গে একমত নন পুরমন্ত্রী। তাঁর দাবি, দল নয়, মানুষ আগে। বড় নেতা হওয়ার জন্য এসব বলছেন, কটাক্ষ করেছেন সুজন চক্রবর্তী। 


দলনেত্রীর বার্তার পরেও নানুরে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পার্টি অফিসের মধ্যেই অনুব্রত অনুগামী ও কাজল ঘনিষ্ঠদের হাতাহাতি। তৃণমূলের নানুর ব্লক সংখ্যালঘু সেলের সভাপতিকে মারধরের অভিযোগ। বাঁচতে পার্টি অফিস থেকে ছুটে গিয়ে নানুর থানায় আশ্রয় সংখ্যালঘু সেলের নেতার। মারধরের অভিযোগ অস্বীকার কাজল শেখের ঘনিষ্ঠ তৃণমূলের নানুর ব্লক সভাপতির। 


পঞ্চায়েত ভোটের আগে বারুদের স্তূপে বীরভূম। মল্লারপুরের জবুনি গ্রামে বিপুল পরিমাণ বোমা তৈরির মশলা, আগ্নেয়াস্ত্র 
ও গুলি উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে একজনকে। অন্যদিকে, নলহাটিতে উদ্ধার তাজা বোমা


নিয়োগ দুর্নীতি নিয়ে বাম জমানাকে নিশানা করতে গিয়ে নিজের প্রয়াত বাবাকেই কাঠগড়ায় তুললেন ছেলে!! প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহর বিরুদ্ধে বিস্ফোরক তাঁরই ছেলে উদয়ন গুহ। এই ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে কুলাঙ্গার বলে কটাক্ষ করেছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক। 


বাবা কমল গুহ প্রসঙ্গে বিস্ফোরক ছেলে উদয়ন গুহ। উনি পাগলের মতো কী বলেছেন জানা নেই, কটাক্ষ ফিরহাদের। চিরকুটে লোক ঢোকানো যায় না, অন্তত একটা অ্যাপ্লিকেশন লাগে। ৭০-এর দশকে হতে পারে, নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পরে আর হয় না। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে কটাক্ষ পুরমন্ত্রীর। 


সিপিএমে যোগ দেওয়ায় তুফানগঞ্জে একাধিক সোলার প্যানেল খুলে নিয়ে যাওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের অঞ্চল সভাপতি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.