West Bengal News Live Updates: কৃতজ্ঞতা ভুলে এখন ভারত 'শত্রু', বাংলাদেশের 'বন্ধু' পাকিস্তান
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
কৃতজ্ঞতা ভুলে এখন ভারত 'শত্রু', বাংলাদেশের 'বন্ধু' পাকিস্তান। পাকিস্তানের জন্য ভিসার শর্ত শিথিল, ভারতীয়দের জন্য কড়াকড়ি! পাকিস্তানিদের জন্য বাংলাদেশে অবাধে ভিসা, সরাসরি বিমান পরিষেবা। ভারতের প্রতি বিদ্বেষ বাড়িয়ে এবার 'ব্যান্ডউইথ ট্রানজিট' প্রত্যাহার। চিন-পাকিস্তানের সঙ্গে বিএনপির আরও সখ্য, এখন 'শত্রু' ভারত! হিন্দুদের উপর হামলার প্রতিবাদে ভারতে বিক্ষোভ, প্রতিবাদ ঢাকার! বাংলাদেশ ভারতের হাই কমিশনারকে তলব করে বার্তা ইউনূস সরকারের!
'এই স্বীকৃতির যোগ্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দলে অক্লান্ত পরিশ্রম, মজবুত করেছেন সংগঠন। সময় লাগলেও নিষ্ঠা, কঠোর পরিশ্রমের পুরস্কার পাওয়া যায়', ঋতব্রতকে রাজ্যসভায় প্রার্থী করা নিয়ে পোস্ট অভিষেকের।
রাজ্যসভার প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়কে মনোনয়ন তৃণমূলের। ৫ বছর পর ফের সিপিএমের বহিষ্কৃত নেতাকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়। জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন, ঋতব্রতকে প্রার্থী করল তৃণমূল।
বন্ধুদের নিয়ে জন্মদিনের পার্টি করে গঙ্গায় নামার পর, নিখোঁজ বরানগরের যুবক। ৩০ বছরের অভিনব হালদার। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৩টে নাগাদ নর্থ পোর্ট থানা এলাকার সর্বমঙ্গলা ঘাটে গঙ্গায় নেমে তলিয়ে যান অভিনব। বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে ডুবুরি নামিয়ে তাঁর খোঁজ চলছে।
সিনেমা প্রচার পায়, নাটক পায় না। সমাজের কাছে নাটক দুয়োরানি। নান্দীকারের বার্ষিক নাট্যোৎসবের আয়োজনের আগে অভিমানের সুর রুদ্রপ্রসাদ সেনগুপ্তর কণ্ঠে।
আবাসের তালিকা থেকে নাম বাদ পড়ার পিছনে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর হাত রয়েছে। সন্দেহবশে নিজের খুড়তুতো ভাইয়ের হাতেই খুন হলেন প্রাক্তন সদস্যার স্বামী। উলুবেড়িয়ার বিশ্বেশ্বরপুর গ্রামে আবাস যোজনাকে কেন্দ্র করে দাদাকে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। মৃত সমীরণ পণ্ডিতের স্ত্রী রেণুবালা ২০১৮ সালে তপনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা ছিলেন। প্রাক্তন সদস্যার দাবি, পাকা বাড়ি থাকায় আবাস-তালিকায় নাম ছিল না তাঁর খুড়তুতো দেওর বিকাশ পণ্ডিতের। সেই আক্রোশেই গতকাল রাতে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীকে বাড়ির সামনে রাস্তা আটকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই সপরিবারে পলাতক দাদা খুনে অভিযুক্ত ভাই।
ভারতের বিদেশসচিবের সফরের দুদিন আগে ঢাকায় ভারত বিরোধী মিছিল। ভারতীয় পণ্য বর্জনের ডাক।
বাংলাদেশে হিন্দুদের উপর হিংসার ঘটনার নিন্দা মার্কিন কংগ্রেসে। নিন্দায় সরব মার্কিন কংগ্রেসের সদস্য রাজা কৃষ্ণমূর্তি। 'বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা মেনে নেওয়া যায় না। অবিলম্বে এর শেষ হওয়া প্রয়োজন। দেশে হিংসার অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে উপযুক্ত পদক্ষেপ করুক বাংলাদেশ সরকার। মানবাধিকার, স্বাধিকার রক্ষা, শান্তিপূর্ণ আন্দোলন ও মানুষের আইনি অধিকার রক্ষায় ব্যবস্থা নিক সরকার', ইউনূস প্রশাসনের কাছে দাবি মার্কিন কংগ্রেসের সদস্য রাজা কৃষ্ণমূর্তির।
সন্দেশখালির ন্যাজাটে হাত-বাঁধা অবস্থায় উদ্ধার হল তরুণীর দেহ। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বছর কুড়ির তরুণী। ন্যাজাট থানায় নিখোঁজ ডায়েরি হয়। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে ভেসে ওঠে নিখোঁজ তরুণীর হাত বাঁধা
দেহ। দড়িতে ইট বেঁধে দেহ ফেলা হয়েছিল বলে স্থানীয়দের দাবি। কী কারণে খুন, খতিয়ে দেখছে ন্যাজাট থানার পুলিশ।
ভারত-বাংলাদেশ সীমান্তে দু'দিকেই দ্রুত বাড়ছে তৎপরতা। হঠাৎ গোপন নজরদারি বাংলাদেশের, গোয়েন্দা সূত্রে দাবি। সতর্ক BSF, সীমান্তে চালানো হচ্ছে বিশেষ নজরদারি। সীমান্তের পরিস্থিতি নজরে রাখছে কেন্দ্রীয় এজেন্সিগুলো। সীমান্তে জঙ্গি কার্যকলাপ বাড়তে পারে বলে আশঙ্কা, বলছে সূত্র।
বাংলাদেশে ফের মন্দিরে হামলা, সুনামগঞ্জের পর এবার নেত্রকোণা। নেত্রকোনার নসিবপুরে কালী মন্দির ভাঙচুর। কালী মন্দির ভাঙচুর করে আগুন লাগিয়ে দিল মৌলবাদীরা!
সন্দেশখালিতে এবার বিজেপি নেতাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ করলেন দলেরই মহিলা নেত্রী। লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে স্থানীয় ১ বিজেপি কর্মীকেও। যদিও বিষয়টিকে দলের মধ্যে ভুল বোঝাবুঝি বলে সাফাই দিয়েছে বিজেপি নেতৃত্ব। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
'বাংলাদেশে ইসকনের আরও একটি সেন্টারে আগুন। ঢাকায় ইসকনের আরও একটি সেন্টারে আগুন। জ্বালিয়ে দেওয়া হল লক্ষ্মী-নারায়ণের মূর্তি। 'মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা', দাবি কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের।
মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে জোরদার হল নিরাপত্তা। রাজাপুর সীমান্তে জিরো পয়েন্টে সরিয়ে নিয়ে যাওয়া হল বিএসএফ আউটপোস্ট। সীমান্তে নজরদারি বাড়াতে সিদ্ধান্ত বিএসএফ-এর। বিএসএফ আউটপোস্ট সরালেও এখনও সীমান্তের বিস্তীর্ণ এলাকায় কোনও কাঁটাতার নেই। চরম নিরাপত্তাহীনতায় সীমান্তপারের বাসিন্দারা ।
কবি ফারহাদ মজহারের পর এবার নাম না করে মহম্মদ ইউনূসকে রাজধর্ম মনে করালেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বললেন, "কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে। '৭১-এর মুক্তিযুদ্ধের শহিদদেরও স্মরণে রাখা দরকার। '৭১-এর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার জন্যই স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছি', বললেন তিনি।
পড়ুয়াদের আন্দোলনের জেরে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে ইস্তফা দিলেন অনুপম সেন। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তিনি। যদিও সংবাদমাধ্যমে অনুপম বলেন, "বার্ধক্যজনিত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছি।"
যে কোনও দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মান ও সমতার। কোনও দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি তিক্ততার হবে, সেটা ভারতই ঠিক করবে তাদের কাজের মাধ্যমে। ভারত যেভাবে বিগত ১৬ বছর আওয়ামি লিগকে দল হিসেবে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে, এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দেবে না। এবার ভারত-বিদ্বেষের সুর বাংলাদেশের জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ
সম্পাদক সারজিস আলমের। বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’ সূত্রে খবর।
খাস কলকাতায় জবরদখল রুখতে তৎপর হল কলকাতা পুরসভা। মাদুরদহে প্রায় ৭৪ একর সরকারি জমিতে সাইনবোর্ড লাগিয়ে চলল সরকারি জমি চিহ্নিতকরণ। তৃণমূল সরকারের আমলে অবাধে প্রোমোটারি রাজ ও লুঠের রাজত্ব চলছে বলে কটাক্ষ করেছে বিজেপি। প্রশাসন প্রশাসনের কাজ করছে। বললেন ফিরহাদ হাকিম।
বাংলাদেশে লাগাতার হিন্দু নিপীড়ন, এবার প্রধানমন্ত্রীকে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়ের। বাংলাদেশে হিন্দুদের ওপর সন্ত্রাস নিয়ে চরম উদ্বেগপ্রকাশ অবসরপ্রাপ্ত বিচারপতির। 'বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা বাড়ানো হোক', নরেন্দ্র মোদির পদক্ষেপ চেয়ে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়ের। বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, উদ্বিগ্ন বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি।
বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ চলছিলই, এবার খাগড়াছড়িতে বাড়িতে ঢুকে খুন করা হল চিন্ময়কৃষ্ণ দাসের ঘনিষ্ঠ বলে পরিচিত সনাতন জাগরণ মঞ্চের এক নেতার মা-কে। ঘটনার সময় ৫০ বছর বয়সি ওই মহিলা বাড়িতে একাই ছিলেন। কুপিয়ে খুনের পর সোনায় গয়না ও মূল্যবান জিনিস লুঠ করে পালায় হামলাকারীরা। অন্যদিকে, মন্দির ভাঙচুরের অভিযোগ উঠেছে নেত্রকোণায়।
যে বাংলাদেশ বহু গুরুত্বপূর্ণ পণ্য়ের জন্য় ভারতের ওপর নির্ভরশীল, সেখানে দাঁড়িয়েই এবার ভারতীয় পণ্য় বয়কটের ডাক দিলেন বিএনপির প্রবীণ নেতা রুহুল কবীর রিজভি। এদিন মানিকতলা চত্বরে বাংলাদেশি কোম্পানির খাবারের প্য়াকেট পুড়িয়ে, পানীয়র বোতল রাস্তায় ফেলে প্রতিবাদ দেখাল অখিল ভারত হিন্দু মহাসভা।
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সামিল হল অখিল ভারতীয় সন্ত সমাজ। বড়বাজারে সৎসঙ্গ ভবনে প্রতিবাদ সভা করলেন সাধু-সন্তরা। বাংলাদেশে পণ্য পাঠানো বন্ধের পক্ষে করলেন সওয়াল।
প্রেক্ষাপট
১। বিভীষিকার নাম বাংলাদেশ! খাগড়াগাছিতে সনাতন জাগরণ মঞ্চের নেতার মাকে বাড়িতে ঢুকে খুন। নৃশংসভাবে মহিলাকে কুপিয়ে, লুঠপাট করে চম্পট দুষ্কৃতীদের। (Bangladesh News)
২। বাংলাদেশে ফের মন্দিরে হামলা, সুনামগঞ্জের পর এবার নেত্রকোনা। নসিবপুরে কালী মন্দির ভাঙচুর। তাণ্ডবের পর আগুন লাগিয়ে দিল মৌলবাদীরা! (Bangladesh Situation)
৩। বাংলাদেশে এবার হিনদুদের সম্পত্তি দখলেরও অভিযোগ। রাজশাহিতে হিনদু মহিলার জমি কেড়ে নিল মৌলবাদীরা!
৪। শুধু নির্যাতন নয়, হামলার ঘটনা লাইভ স্ট্রিমিংয়ের জন্য এবার গ্রেফতার হিনদু যুবকও। সুনামগঞ্জের নীপিড়নের ছবি তুলে ধরায় ইউনূসের সেনার রোষে বিপ্র দাস।
৫। ইউনূস জমানায় জেলমুক্ত ১৭৪ জঙ্গি। মৌলবাদীরা মাথাচাড়া দিতেই কী আরও সক্রিয় সন্ত্রাসবাদীরা? সীমান্তে ঢাকার গোপন নজরদারির মধ্যেই সতর্ক ভারত। (Muhammad Yunus)
৬। হিংসার আগুনে জ্বলছে ওপার। এপারে সীমান্তে বাড়ল নিরাপত্তা। মুর্শিদাবাদের রাজাপুর সীমান্তে জিরো পয়েন্টে সরিয়ে নিয়ে যাওয়া হল বিএসএফ আউটপোস্ট।
৭। এখন ভারত 'শত্রু', 'বনধু' পাকিস্তান! পাকিস্তানের জন্য ভিসার শর্ত শিথিল। ভারতীয়দের জন্য কড়াকড়ি! কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনকে ভিসার সংখ্যা কমানোর নির্দেশ।
৮। বেছে বেছে টার্গেট করা হচ্ছে হিনদুদের। ভারতে এসেও আতঙ্কে খুলনা-ফরিদপুরের বাসিন্দারা।
৯। বিদ্বেষের বাংলাদেশ। ভয়াবহ অভিজ্ঞতা ওপারের বাসিন্দাদের। বলছেন, "বাংলাদেশ এখন পরাধীন। কোনও ব্যক্তি স্বাধীনতা নেই। অধিকার থেকে হিনদুদের বঞ্চিত করা হয়েছে।"
১০। চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশেই প্রশ্নের মুখে মহম্মদ ইউনূস। কেন গ্রেফতার করা হল সন্ন্যাসীকে? ইউনূসকে প্রশ্ন বাংলাদেশের কবি ফারহাদ মাজহারের।
১১। ইউনূসের নেতৃত্বে অশান্ত বাংলাদেশ। নোবেল শান্তি পুরস্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। নোবেল কমিটিকে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদের।
১২। এবার বাংলাদেশের পাঠ্যবই থেকেও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা ইউনূসের? প্রাথমিকের পাঠ্য থেকে বাদ মুজিবের জীবনী, গদ্য-পদ্যও। থাকছে না মুজিবের ছোট ছেলে রাসেলকে নিয়ে ইংরেজি গদ্যও।
১৩। বাংলাদেশে লাগাতার হিন্দু হামলা, এবার সরব যোগী আদিত্যনাথ। বললেন, "দেশভাগের মধ্যেই লুকিয়ে ছিল আজকের অশান্তির বীজ।"
১৪। বাংলাদেশের পরিস্থিতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়ের। হিন্দুদের ওপর হামলা নিয়ে উদ্বেগপ্রকাশ।
১৫। বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত, এবার সরব লালহলুদ। হিনদু সহ সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করুক ইউনূস সরকার। মোদির হস্তক্ষেপ চেয়ে চিঠি ইস্টবেঙ্গলের।
১৬। কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ-খুনের ২ মাসের মধ্যে সাজা ঘোষণা। দোষী সাব্যস্তকে মৃত্যুদণ্ডের নির্দেশ বারুইপুর পকসো কোর্টের। পুলিশের প্রশংসায় মমতা-অভিষেক। (Kultali Incident)
১৭। কুলতলিতে ৬২ দিনে ফাঁসির সাজা, আর জি কর-কাণ্ডে ৪ মাস হতে চললেও এখনও মেলেনি বিচার। ফের রাজপথে মিছিল।
১৮। দলীয় মুখপাত্র, নিরাপত্তা, রোগী কল্যাণ সমিতির পর আরও ডানা ছাঁটা হল শান্তনু সেনের। রাজ্য মেডিক্যাল কাউন্সিলে সরকারি প্রতিনিধি হিসেবে নাম বাদ।
১৯। নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় 'কালীঘাটের কাকু'র জামিন। হাইকোর্টে মুক্তি পেলেও সিবিআই মামলায় বিশেষ আদালতের প্রোডাকশন ওয়ারেন্ট। সোমবার সশরীরে হাজিরার নির্দেশ। (Kalighater Kaku)
২০। উপাচার্য নিয়োগে মুখ্যমন্ত্রীর তালিকাতেই রাজ্যপালের সিলমোহর। প্রেসিডেন্সি-সহ ৬ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের বিজ্ঞপ্তি। মমতার সঙ্গে বোসকেও ধন্যবাদ ব্রাত্যর।
২১। রাজ্যসভায় কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভির আসন থেকে ৫০ হাজার টাকা উদ্ধার। চাঞ্চল্যকর দাবি করে তদন্তের নির্দেশ ধনকড়ের। রাজনীতির ঊর্ধ্বে উঠে তদন্ত হোক, সিঙ্ঘভির।
২২। পঞ্চসায়রের অভিজাত আবাসনে চিকিৎসক দম্পত্তির ছেলের রহস্যমৃত্যু। বহুতলের নীচে রক্তাক্ত দেহ। ছাদের রেলিংয়ে চশমা। উপর থেকে পড়ে মৃত্যু, অনুমান পুলিশের।
২৩। ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগে উত্তাল স্কটিশচার্চ কলেজ। সাসপেন্ড নয়, অভিযুক্ত অধ্যাপককে চাকরি থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের।
১৪। কর্নাটকে কালো তালিকাভুক্ত সংস্থাকেই বাংলায় ওষুধের বরাত। ওষুধের মান নিয়ে প্রশ্ন বিজেপির চিকিৎসক নেতার। ওই সংস্থার উৎপাদন প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে, জানাল স্বাস্থ্য দফতর।
১৫। জমজমাট ইনফোকম ২০২৪। এবার তেইশ বছরে পা। ফের কলকাতার বুকে তথ্য ও প্রযুক্তির রাজসূয় যজ্ঞ। সম্মেলনে সামিল আড়াইশো বিশিষ্ট বক্তা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -