West Bengal News Live Updates: 'আর একমাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন, বহু হনুমানের লেজ কাটা যাবে', হুঁশিয়ারি নারায়ণের

Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 12 Nov 2024 03:02 PM
Narayan Goswami: 'আর একমাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন, বহু হনুমানের লেজ কাটা যাবে', হুঁশিয়ারি নারায়ণের

এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে দলের একাংশকে হুঁশিয়ারি নারায়ণ গোস্বামীর। 'কিছু তালেবর নিজেদের বড় মনে করছেন। আর একমাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন। বহু হনুমানের লেজ কাটা যাবে। এই লেজ কাটা বাঁদরের দল রাস্তায় ঘুরবে', তৃণমূলে অভিষেকের রদবদল-সুপারিশের মধ্যেই দলেরই একাংশকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের।

RG Kar Protests: আর জি কর কাণ্ডে এখনও অধরা বিচার, ১৫ নভেম্বর মৌলালি যুব কেন্দ্রে কনভেনশনের ডাক

আর জি কর কাণ্ডের ৩ মাস পার, এখনও অধরা বিচার। ১৫ নভেম্বর মৌলালি যুব কেন্দ্রে কনভেনশনের ডাক। রাজ্য মেডিক্যাল সার্ভিস সেন্টারের আন্দোলনের আগামীর রূপরেখা ঠিক করতে গণকনভেনশনের ডাক জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি সমাজের প্রতিটি ক্ষেত্রের মানুষকে আহ্বান বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি।

RG Kar Case: আর জি কর মামলার সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে বেনজির ঘেরাটোপে সঞ্জয় রায়

আর জি কর মামলার সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিনে বেনজির ঘেরাটোপে সঞ্জয় রায়। গতকাল বিনীত গোয়েলের নাম করার পর নজিরবিহীন বেষ্টনীতে সঞ্জয়। ৫ গাড়ির কনভয়ের ঘেরাটোপে সঞ্জয় রায়কে আনা হল শিয়ালদা আদালতে। প্রিজন ভ্যানে নয়, সঞ্জয়কে আনা হল এসটিএফের কালো কালো কাচ ঘেরা গাড়িতে। কনভয়ে রাখা ছিল আরও দুটি ডামি গাড়ি। গ্রিন করিডর করে জেল থেকে শিয়ালদা কোর্টে আনা হল আর জি কর কাণ্ডের মূল অভিযুক্তকে।

Canning News: দিনহাটার পর এবার ক্যানিং, হাসপাতালেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি!

দিনহাটার পর এবার ক্যানিং, হাসপাতালেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি! থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলনের মধ্যেই ফের হাসপাতালে 'থ্রেট'! বহিরাগতদের সঙ্গে এনে হাসপাতালেই খুনের হুমকি দেওয়ার অভিযোগ! ডিউটি করতে নিরাপত্তাহীনতা, CMOH-কে চিঠি অ্যাসিস্ট্যান্ট সুপারের। 'কাজে না এলেও দেখানো যাবে না হাজিরা খাতায়',
একজনের ডিউটি অন্য করলেও, না দেখাতে হুমকি দেওয়ার অভিযোগ। 'বেতনের বিলেও চোখ বন্ধ করে সই করে দেওয়ার দাবিতে হুমকি', রোগীর না লাগলেও ওয়ার্ডে আয়া ঢুকতে দেওয়ার দাবিতে হুমকির অভিযোগ।

Kolkata News: এবার সাগর দত্ত মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ

এবার সাগর দত্ত মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের । কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট তলব বিচারপতি জয় সেনগুপ্তর
আগামী ১৯ নভেম্বরের মধ্যে রিপোর্ট তলব। 'অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মিলছে না। কলেজের অ্যান্টি র‍্যাগিং কমিটির কাছে জানিয়েও কোনও লাভ হয়নি' বলে দাবি অভিযোগকারীর। ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ মামলাকারীর।

Salt Lake News: সল্টলেক ২ নম্বর গেটের কাছে রেষারেষির জেরে দুর্ঘটনা, বাসের ধাক্কায় মৃত্যু পড়ুয়ার

বেহালা, বাঁশদ্রোণীর পর সল্টলেক। ফের বেপরোয়া গতির বলি খুদে পড়ুয়া। সল্টলেক ২ নম্বর গেটের কাছে দুটি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা। স্কুল থেকে ফেরার সময় বাসের ধাক্কায় মৃত্যু পড়ুয়ার। দেহ নিয়ে পথ অবরোধ উত্তেজিত জনতার, বাস ভাঙচুর। 

Suvendu Adhikari: হাইকোর্টের নির্দেশে মন্দিরতলায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের অবস্থান, গেলেন শুভেন্দু

হাইকোর্টের নির্দেশে মন্দিরতলায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের অবস্থান শুরু। গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Mamata Banerjee: পূর্ণ মর্যাদায় মনোজ মিত্রের শেষকৃত্যের আয়োজনের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

মনোজ মিত্রর প্রয়াণ বড় ক্ষতি। ওনার পরিবারের সঙ্গে কথা বলে পূর্ণ মর্যাদায় শেষকৃত্যের আয়োজনের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দায়িত্ব দিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে।  

Biman Bose: অসুস্থ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু

অসুস্থ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সোমবার রাতে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হন শেক্সপিয়র সরণির বেসরকারি হাসপাতালে। তিনদিন ধরে জ্বর রয়েছে তাঁর শরীরে। হাসপাতাল সূত্রে খবর, ফুসফুস বিশেষজ্ঞ ও হৃদরোগ বিশেষজ্ঞর অধীনে কেবিনে চিকিৎসাধীন বিমান বসু।

Tab Scam: ট্যাব কেলেঙ্কারির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের সাইবার ক্রাইম শাখার পুলিশ

ট্যাব কেলেঙ্কারির অভিযোগে মালদার বৈষ্ণবনগর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের সাইবার ক্রাইম শাখার পুলিশ। ধৃতের নাম হাসান শেখ। বৈষ্ণবনগরে একটি ফোটোকপির দোকান ও সাইবার ক্যাফে রয়েছে হাসানের। রাজ্য সরকারের একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ট্যাব কেনার টাকা নয়ছয়ে মালদার এই সাইবার ক্যাফে মালিকের যোগ রয়েছে বলে পুলিশের দাবি। ট্যাব কেলেঙ্কারির নেপথ্যে বড় কোনও চক্র, খতিয়ে দেখা হচ্ছে।


 

Manoj Mitra: মনোজ মিত্রর প্রয়াণে গভীর শোকপ্রকাশ বিরোধী দলনেতার

মনোজ মিত্রর প্রয়াণে গভীর শোকপ্রকাশ বিরোধী দলনেতার। 'তপন সিংহর বাঞ্ছারামের বাগান, সত্যজিৎ রায়ের ঘরে বাইরে, গণশত্রুতে তাঁর অভিনয় চিরস্মরণীয়। তাঁর পরিবার, বন্ধু ও অনুগামীদের গভীর সমবেদনা জানাই', সোশাল মিডিয়ায় পোস্ট শুভেন্দু অধিকারীর।

Jalpaiguri News: সুশান্ত রায়ের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত খারিজ করল IMA-র সদর দফতর

IMA-র জলপাইগুড়ি শাখার সম্পাদক সুশান্ত রায়ের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত খারিজ করল IMA-র সদর দফতর। আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে গত সেপ্টেম্বরে উত্তরবঙ্গ লবির অন্য়তম মাথা হিসেবে পরিচিত সুশান্ত রায়ের সদস্যপদ বাতিল করা হয়েছে 
বলে জানায় IMA-র রাজ্য শাখা। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে
IMA-র কেন্দ্রীয় শাখায় আরবিট্রেশনের আবেদন জানান চক্ষু 
চিকিৎসক সুশান্ত রায়। নিয়ম অনুযায়ী আরবিট্রেটর ছিলেন IMA-র সর্বভারতীয় সভাপতি আর ভি অশোকান। IMA-র সদর দফতর
জানিয়েছে, IMA-র রাজ্য শাখা এইভাবে কারও সদস্যপদ বাতিল করতে পারে না। শুধুমাত্র সুপারিশ করতে পারে, এবং তাও IMA-র সদর দফতরকে জানিয়ে। এই মর্মেই চিকিৎসক সুশান্ত রায়ের
সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত খারিজ করেছে IMA-র কেন্দ্রীয় শাখা।


 

Mamata Banerjee: মনোজ মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মনোজ মিত্রর প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। লিখলেন, 'বঙ্গবিভূষণ মনোজ মিত্রর প্রয়াণে শোকাহত। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তাঁর অবদান ছিল অসামান্য। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের সমবেদনা জানাই'। সোশাল মিডিয়ায় পোস্ট করে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

Murshidabad News: দুর্গাপুর থেকে মুর্শিদাবাদ, ট্যাবের টাকা নিয়ে শেষ নেই অভিযোগের

কখনও অ্যাকাউন্টে পৌঁছচ্ছেই না  টাকা। কখনও টাকা চলে যাচ্ছে অন্য জেলায় অন্য অ্যাকাউন্টে। দুর্গাপুর থেকে মুর্শিদাবাদ। ট্যাবের টাকা নিয়ে শেষ নেই অভিযোগের।

Kharagpur News: খড়গপুর শহরে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল, শহরে আতঙ্ক ছড়িয়েছে

খড়গপুর শহরে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। গতকাল রাতে মেদিনীপুরের দিক থেকে কংসাবতী নদী পেরিয়ে খড়গপুরে ঢোকে শাবক-সহ ৯ জনের দলটি। খড়গপুর সদর হাসপাতালের পিছনে চাঁদমারি ময়দানের জঙ্গলে আশ্রয় নিয়েছে হাতির দল। এই নিয়ে খড়গপুর শহরে আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তার কারণে জঙ্গলের চারদিক দড়ি দিয়ে ঘিরে দেওয়ার পাশাপাশি, মোতায়েন করা হয়েছে হুলা পার্টি। রয়েছেন বন দফতরের কর্মীরা। 


 

Krishnanagar News: জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ঘিরে কৃষ্ণনগরে ধুন্ধুমার

জগদ্ধাত্রী পুজোর বিসর্জন ঘিরে কৃষ্ণনগরে ধুন্ধুমার। দফায় দফায় লাঠিচার্জ করল পুলিশ। পাল্টা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান ক্লাবের সদস্যরা। বাঘাডাঙ্গা বারোয়ারি ক্লাবের সদস্যদের দাবি, কৃষ্ণনগর রাজ পরিবারের দেওয়া রুপোর ঘড়া নিয়ে শোভাযাত্রায় প্রথমে আপত্তি জানালেও পরে পুলিশের অনুমতি মেলে। অভিযোগ, এরপরও আজ ভোরে রুপোর ঘড়া নিয়ে শোভাযাত্রা চলাকালীন ক্লাবের সদস্যদের ওপর দু’দফায় লাঠিচার্জ করে পুলিশ। প্রতিবাদে ক্লাবের সদস্যরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। শেষে র‍্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। এরপর পুলিশের পাহারাতেই বিসর্জনের জন্য জলঙ্গি নদীতে নিয়ে যাওয়া হয় প্রতিমা। লাঠিচার্জ নিয়ে পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


 

Jetia News: ফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ উঠল, এবার জেটিয়ার একটি আবাসনে

ফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ উঠল। এবার জেটিয়ার একটি আবাসনে। ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে জেটিয়া থানার পুলিশ। স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরেই আবাসনে বিভিন্ন জিনিস চুরি যাচ্ছিল। অভিযোগ, গতকাল বাড়ি থেকে ডেকে এনে গণপিটুনি দেওয়া হয় সুরজ চৌধুরী নামে বছর
২৮-এর যুবককে। সংজ্ঞাহীন অবস্থায় কল্যাণীর JNM হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 


 

Manoj Mitra Demise: প্রয়াত অভিনেতা তথা নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র, সকাল ৮টা বেজে ৫০ মিনিটে জীবনাবসান

প্রয়াত অভিনেতা তথা নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র। সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। ১৯৮৫ সালে সঙ্গীত-নাটক অ্যাকাডেমি পুরস্কার পান। ২০০৫ সালে এশিয়াটিক সোসাইটির স্বর্ণপদক। সকাল ৮টা বেজে ৫০ মিনিটে জীবনাবসান।

Manoj Mitra: প্রয়াত অভিনেতা মনোজ মিত্র, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

প্রয়াত অভিনেতা মনোজ মিত্র। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। বয়স হয়েছিল ৮৫ বছর।

ED Raids in West Bengal: উপনির্বাচনের আগের দিন অনুপ্রবেশ ও হাওয়ালা মামলায় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ইডি-র হানা

উপনির্বাচনের আগের দিন অনুপ্রবেশ ও হাওয়ালা মামলায় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ইডি-র হানা। দুই রাজ্যের ১২টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, বিরাটি, ব্যারাকপুরেও হানা দিয়েছেন ইডি-র আধিকারিকরা। ইডি সূত্রে খবর, ঝাড়খণ্ডের একটি মামলায় কয়েকজন এজেন্টের হদিশ মেলে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এদের মাধ্যমে অনুপ্রবেশ এবং অনুপ্রবেশকারীদের মাধ্যমে হাওয়ালা কারবার, বিদেশি টাকার লেনদেনের তথ্য উঠে এসেছে। সেই সূত্রেই এদিন সকাল থেকে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি। 


 

West Bengal Bypolls 2024: রাত পোহালেই রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন, ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

রাত পোহালেই রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন। মাদারিহাট, সিতাই, মেদিনীপুর, তালডাংরা, নৈহাটি ও হাড়োয়ায় ভোট। ৬ কেন্দ্রের মধ্যে ৫টিই তৃণমূলের দখলে
বিজেপির দখলে শুধু মাদারিহাট। ৬ কেন্দ্রে উপনির্বাচনে ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।

Naihati News: নৈহাটিতে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ উঠল

ফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ উঠল। এবার নৈহাটির একটি আবাসনে। ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে জেটিয়া থানার পুলিশ। স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরেই আবাসনে বিভিন্ন জিনিস চুরি যাচ্ছিল। অভিযোগ, গতকাল বাড়ি থেকে ডেকে এনে গণপিটুনি দেওয়া হয় সুরজ চৌধুরী নামে বছর
২৮-এর যুবককে। সংজ্ঞাহীন অবস্থায় কল্যাণীর JNM হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 


 

Basirhat News: বাড়ি থেকে ডেকে এনে বসিরহাটের সীমান্ত এলাকায় গুলি করে, কুপিয়ে খুনের অভিযোগ

বাড়ি থেকে ডেকে এনে বসিরহাটের সীমান্ত এলাকায় গুলি করে, কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম আনন্দ সরকার। ঘটনাটি ঘটেছে বসিরহাটের নাকুয়াদহ এলাকায়। অভিযোগ, গতকাল রাতে কয়েকজন এসে ঘুম থেকে তুলে ডেকে নিয়ে যায় বছর ৪৫-এর ওই ব্যক্তিকে। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে গুলি করে, ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। গুলির
শব্দ শুনে স্থানীয়রাই ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কী কারণে খুন, খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ। 

Malda News: মালদায় তিনটি স্কুলে ট্যাব কেলেঙ্কারির তদন্তে প্রশাসনিক আধিকারিকরা

মালদায় তিনটি স্কুলে ট্যাব কেলেঙ্কারির তদন্তে প্রশাসনিক আধিকারিকরা। হরিশ্চন্দ্রপুরে কনুয়া ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ে তদন্তে গেলেন চাঁচলের মহকুমা শাসক। 
রয়েছেন চাঁচল থানার আইসি এবং জেলা শিক্ষা দফতরের আধিকারিকরা। হবিবপুরেও তদন্তে স্কুলে গেছেন প্রশাসন আধিকারিকরা। ১৫০ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য একাউন্টে চলে গেছে বলে অভিযোগ। তিন স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।  জেলাশাসকের নির্দেশে ঘটনার তদন্ত আরম্ভ করলেন প্রশাসনিক আধিকারিকেরা।

West Bengal Government: হলদিয়া পেট্রোকেম মামলায় সুপ্রিম কোর্টে বিপাকে রাজ্য

হলদিয়া পেট্রোকেম মামলায় সুপ্রিম কোর্টে বিপাকে রাজ্য। বকেয়া প্রায় ২ হাজার কোটি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা রাখার নির্দেশ। 

RG Kar Trial: আর জি কর মেডিক্যালে খুন ও ধর্ষণের ঘটনায় সোমবার থেকে শুরু হয়ে গেল বিচার পর্ব

সোদপুরের বাড়িতে বসে দিনরাত মেয়ের খুনের বিচারের আশায় দিন গুনছেন অভয়ার মা-বাবা। আর জি কর মেডিক্যালে খুন ও ধর্ষণের ঘটনায় সোমবার থেকে শুরু হয়ে গেল বিচার পর্ব। এদিন শিয়ালদা আদালতে গিয়ে সাক্ষ্য দিয়ে এলেন নিহত চিকিৎসকের বাবা। আজ সাক্ষ্য দেবেন ২ জন জুনিয়র ডাক্তার। 

PC Sorcar Junior: ৩ মেয়ের বিবাহের জন্য আনন্দবাজার পত্রিকার পাত্র-পাত্রী চাই বিভাগে বিজ্ঞাপন জাদুকর পি সি সরকার জুনিয়রের

৩ মেয়ের বিবাহের জন্য আনন্দবাজার পত্রিকার পাত্র-পাত্রী চাই বিভাগে বিজ্ঞাপন। বিজ্ঞাপন দিলেন জাদুকর পি সি সরকার জুনিয়র। ৩ মেয়ের বিবাহের জন্য গতকাল আনন্দবাজার পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন জাদুকর পি সি সরকার জুনিয়র। মানেকা, মুমতাজ, মৌবনীর নাম দিয়ে আনন্দবাজার পত্রিকার পাত্র-পাত্রী চাই বিভাগে বিজ্ঞাপন। '৩৮ থেকে ৪৫ বছর বয়সী পাত্র চাই, দীর্ঘকায় ও সুশ্রী হতে হবে', উল্লেখ বিজ্ঞাপনে। 'অস্বাভাবিকত্ব দেখছি না, সবার বাবা-মা করে থাকেন', প্রতিক্রিয়া জাদুকর পি সি সরকার জুনিয়রের। ৩ মেয়ের সম্মতি রয়েছে, জানালেন জাদুকর পি সি সরকার জুনিয়র। 

Abhishek Banerjee: অভিষেককে উপমুখ্যমন্ত্রী করা হোক, স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দিলে দলেরই মঙ্গল: হুমায়ুন কবীর

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করা হোক। তাঁকে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দিলে দলেরই মঙ্গল। এবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বের পক্ষে সওয়াল করে এভাবেই তাঁর হয়ে, ব্যাট ধরলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের পক্ষে জোরাল সওয়াল করেছিলেন সৌগত রায়, কুণাল ঘোষেরা।

প্রেক্ষাপট

১। দিনহাটার পর ক্যানিং। বেআইনি কাজে চাপ, তৃণমূল নেতার বিরুদ্ধে হাসপাতালেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকির অভিযোগ। খোঁজ নেওয়ার আশ্বাস সিএমওএইচ-এর। (TMC News) 


২। ক্যানিং হাসপাতালেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি, অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য। অভিযোগ সত্যি কিনা খতিয়ে দেখা উচিত, দাবি সওকত মোল্লার। 


৩। ট্যাবের টাকা নিয়ে এবার তোলপাড় আসানসোলে। ৭ পড়ুয়ার টাকা ঢুকল সুদূর উত্তর দিনাজপুরে একই ব্যাঙ্কের অন্য শাখায়! ঢুকতেই উধাও। থানায় নালিশ। (Tab Scam)


৪। মুর্শিদাবাদ থেকে ঝাড়গ্রাম। ট্যাবের জন্য বরাদ্দ টাকা উধাও! সালারে গায়েব ১৩ পডুয়ার টাকা। ঝাড়গ্রামে ৫০টি অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ। 


৫। জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারির মধ্যেই মুর্শিদাবাদে উলট পূরাণ। মুর্শিদাবাদের ১৭টি স্কুলের প্রায় ৫ হাজার পড়ুয়ার অ্যাকাউন্টে দুবার টাকা! 


৬। কীভাবে ট্যাবের লক্ষ লক্ষ টাকা উধাও? এবার নড়েচড়ে বসল নবান্ন। মুখ্যসচিব, ডিজিপির উপস্থিতিতে ডিএম-এসপিদের বৈঠক। তদন্তের নির্দেশ। 


৭। মাথার উপরে নেই ছাদ, তাও আবাসে বঞ্চিত। প্রতিবাদে এবার রতুয়ায় বিডিওকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ। গোঘাটে পঞ্চায়েত অফিস ঘেরাও। (Awas Yojana)


৮। আবাস প্রকল্পে বাড়ি পেতে মথুরাপুর বিডিও অফিসে লম্বা লাইন। আগের তালিকা ধরে বরাদ্দ, ফের সমীক্ষা হলেও আশঙ্কার কিছু নেই, আশ্বাস প্রশাসনের।


৯। কুণাল-সৌগতর পরে হুমায়ুন। অভিষেকের হয়ে এবার ব্যাটিং ভরতপুরের তৃণমূল বিধায়কের। বললেন, মুখ্যমন্ত্রী না হলে ডেপুটি করতে হবে..দায়িত্ব দিতে হবে স্বরাষ্ট্রের। (Abhishek Banerjee)


১০। লোকসভা ভোটের আগে হঠাৎ পদহারা, উপনির্বাচনের আগে নিঃশব্দে প্রত্যাবর্তন কুণালের। ফিরে পেলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ। (Kunal Ghosh)


১১। ১২-র বদলে ১৪। উপনির্বাচনের পরের দিন সিআইডির তলবে হাজিরা দিতেই হবে অর্জুন সিংহকে। জানিয়ে দিল হাইকোর্ট। করা যাবে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। (Calcutta High Court)


১২। পুলিশকে নিয়ে মন্তব্য-বিতর্কে সুকান্তকে কমিশনের শোকজ। জবাব তলব। সুকান্ত বললেন, "মনে হচ্ছে কমিশন একটু বেশি সুপারফাস্ট।" (West Bengaly Assembly By Elections)


১৩। উস্কানিমূলক ভাষণের অভিযোগে এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে তৃণমূল। সেন্সরের দাবি। ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে তো তৃণমূল, পাল্টা বিজেপি। (Suvendu Adhikari)


১৪। উপনির্বাচনে ভোট লুঠ হলেই জানান, কীভাবে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হয় দেখিয়ে দেব। তালডাংরায় গিয়ে হুঙ্কার শুভেন্দুর। 


১৫। টাকা দিয়ে তালডাংরায় ভোট কেনার চেষ্টার অভিযোগ। লকেট-লক্ষ্মণকে আক্রমণে অরূপ। ভয় পেয়ে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুমকির পাল্টা দাবি বিজেপির। 


১৬। হাড়োয়ার ভোটের প্রচারে বিজেপির রেখা পাত্রকে নিয়ে আপত্তিকর মন্তব্য। ববির বিরুদ্ধে এবার তদন্তে এসসি কমিশন। এসপির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। 


১৭। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মহারাষ্ট্রের বিজেপির জোট সরকারকে আক্রমণে মমতা। মিথ্যে প্রচারের অভিযোগ। তৃণমূলের জন্যেই তো বাংলা বঞ্চিত, পাল্টা শমীক।


১৮। আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, শিয়ালদা কোর্টে শুরু বিচার প্রক্রিয়া। আনা হল সঞ্জয়কে। প্রথম সাক্ষ্য নির্যাতিতার বাবার। সাক্ষ্য পারিবারিক বন্ধুরও। 


১৯। আর জি কর-কাণ্ডে তোলপাড়ের পরেও হাসপাতালে সিসি ক্যামেরার টেন্ডারে দুর্নীতি? শুভেন্দুর অভিযোগে তোলপাড়। বিজেপিই দুর্নীতির মদতদাতা, পাল্টা তৃণমূল। 


২০। প্রায় ১ বছর পরে ৩দিনের সফরে দার্জিলিঙে মুখ্যমন্ত্রী। বিভিন্ন উন্নয়ন পর্ষদ ছাড়াও আজ জিটিএ-র বৈঠক। কাল পাহাড়ে প্রথম সরস মেলার উদ্বোধন।


২১। শেষমুহূর্তে পিছিয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জেপিসির সফর। ১২ থেকে ১৪-থাকার কথা ছিল কলকাতা, পাটনা, লখনউয়ে। সফর স্থগিত, জানাল লোকসভার সচিবালয়। 


২২। সাংসদের শিশুকন্যা নিয়ে কুরুচিকর মন্তব্যকে সমর্থন-কাণ্ডে ধৃত মহিলাদের হেফাজতে মারধরের অভিযোগ। সিবিআই তদন্তে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ। 


২১। হলদিয়া পেট্রোকেম মামলায় সুপ্রিম কোর্টে বিপাকে রাজ্য। বকেয়া প্রায় ২ হাজার কোটি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা রাখার নির্দেশ। 


২৪। পুরুলিয়ার পারায় সরকারি বাসে পিষ্ট হয়ে সিভিক ভলান্টিয়ার-সহ ২ বাইকচালকের মৃত্যু। মালদার চাঁচলে অটোয় গাড়ির ধাক্কা, প্রাণ হারালেন মহিলা সিভিক ভলান্টিয়ার। 


২৫। ফেসবুকে গ্রুপ খুলে রমরমিয়ে শিশুপাচার। হোয়াটসঅ্যাপে ডিল। হাওড়ায় চক্রের পর্দাফাঁসে নতুন তথ্য। আন্তঃরাজ্য চক্রে আর কারা জড়িত, তদন্তে পুলিশ।


২৬। ৩ মেয়ের জন্য পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিলেন পিসি সরকার জুনিয়র। সম্মতি আছে মানেকা-মুমতাজ-মৌবনীর, সব বাবা-মা করে থাকেন, বললেন জাদুকর। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.