West Bengal News Live Updates: পাখির চোখ ২৬, ছাব্বিশের নির্বাচনের আগে বামেদের পাখির চোখ শ্রমজীবী মানুষ
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
কেন্দ্রে লুঠ বিজেপির। রাজ্যে তৃণমূলের। ব্রিগেডের মঞ্চ থেকে একযোগে পদ্ম ও জোড়াফুল শিবিরকে নিশানা বামেদের। দুই সরকারকে উৎখাতের ডাক। ২০ মে দেশজুড়ে শ্রমিক ধর্মঘটের ডাক।
২৬ হাজার চাকরি চলে গেল। অযোগ্যদের বাঁচাতে মরিয়া মুখ্যমন্ত্রী। দুর্নীতিগ্রস্ত, জনবিরোধী, ফ্যাসিস্ট সরকার চলছে। ব্রিগেড থেকে হুঙ্কার বামেদের।
দেশজুড়ে মেরুকরণে রাজনীতি। বিভাজনের চক্রান্ত বিজেপি-RSS-এর। মুর্শিদাবাদ নিয়ে বাম ব্রিগেডে নিশানায় গেরুয়া শিবির।
মিশন ২৬। পাখির চোখ মেহনতি মানুষ। তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে বামেদের ব্রিগেড সমাবেশ।
চাকরি বাতিলকাণ্ড থেকে দুর্নীতি। ছাব্বিশের আগে একাধিক ইস্যুকে হাতিয়ার করে বামেদের ব্রিগেড। কটাক্ষ কুণালের।
রাজ্য ও কেন্দ্রীয় একাধিক জনবিরোধী নীতির প্রতিবাদ। ভোটের আগে বামেদের হাতিয়ার ব্রিগেড।
হাতে পতাকা। মুখে স্লোগান। পায়ে পায়ে ব্রিগেড চলো। হাওড়া, শিয়ালদা থেকে ময়দানে মিশল মিছিল।
বাম-বিগ্রেডের দিন হাওড়ায় ফেরি পরিষেবা বন্ধ ঘিরে উত্তেজনা। চক্রান্তের অভিযোগ বাম কর্মী, সর্থকদের। কম সংখ্যক লঞ্চ থাকায় সার্ভিস বন্ধ, দাবি জলপথ পরিবহণ সমিতির।
দাঙ্গা করে বিভেদের রাজনীতি। মুর্শিদাবাদ নিয়ে বিজেপি-RSSকে নিশানা মুখ্যমন্ত্রীর। ভোটব্যাঙ্কের স্বার্থে ঘৃণার বিষ ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। NIA চেয়ে পাল্টা পোস্ট শুভেন্দুর।
সামশেরগঞ্জে সন্ত্রাস থেকে রেহাই পাননি মহিলারাও। নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য। অভিযোগ জাতীয় মহিলা কমিশনের। দিল্লি ফিরেই কেন্দ্রকে রিপোর্ট।
সামশেরগঞ্জে খুন বাবা-ছেলে, নিহতদের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল। ক্ষোভ উগরে দিল পরিবার।
সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনে গ্রেফতার আরও ১। চোপড়া থেকে গ্রেফতার জিয়াউল শেখ। জোড়া হত্যাকাণ্ডে ধৃত ৪। মাথা কে? কার কথায় হামলা? মোটিভি কি? এখনও ধন্ধ।
সামশেরগঞ্জ হত্যাকাণ্ডে জালে এলাকারই বাসিন্দা জিয়াউল। জমায়েত থেকে বাড়িতে হামলা, খুন। গোটা ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ধৃত। দাবি পুলিশ সূত্রে। ১০ দিনের পুলিশ হেফাজত।
ওয়াকঅফ অশান্তির প্রতিবাদে পথে শাসক দল। ভাঙড়ে মিছিলের ডাক। প্রচুর পুলিশ মোতায়েন।
দিনহাটায় দলীয় সম্মেলনে যুব নেতাদের অনুপস্থিতি, আক্রমণ শহর তৃণমূল নেত্রীর। সবাইকে তো ডাকা হয়নি, পাল্টা জেলা যুব সভাপতি।
West Bengal News Live: কাল মুর্শিদাবাদ যাচ্ছেন সুকান্ত মজুমদার
কাল মুর্শিদাবাদ যাচ্ছেন সুকান্ত মজুমদার। 'কংগ্রেস, সিপিএমকে ঢুকতে দিয়েছে, তাহলে পুলিশ কেন বাধা দেবে ?' 'তৃণমূলের বি টিম হয়ে কাজ করছে বলে কংগ্রেস-সিপিএমকে ঢুকতে দেওয়া হয়েছে ?' 'মহম্মদ সেলিম, শুভঙ্কর সরকার ঢুকতে পারলে কেন্দ্রীয় মন্ত্রীও ঢুকতে পারবেন', হুঙ্কার সুকান্ত মজুমদারের।
WB News Live: জাফরাবাদে নিহত দাস পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে কার্যত প্রত্যাখ্যানের মুখে পড়তে হল তৃণমূলের জনপ্রতিনিধিদের
জাফরাবাদে নিহত দাস পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে কার্যত প্রত্যাখ্যানের মুখে পড়তে হল তৃণমূলের জনপ্রতিনিধিদের। ক্ষতিপূরণের ১০ লক্ষ টাকা তাঁরা নেবেন না বলে জানিয়ে দিলেন নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সদস্যরা। যদিও তৃণমূলের সাংসদ-বিধায়কদের দাবি, ক্ষতিপূরণের টাকা তাঁরা পরে নেবেন বলে জানিয়েছেন। আর তৃণমূল বিধায়ক-সাংসদদের এই বক্তব্যে বেজায় ক্ষুব্ধ সদ্য স্বজন হারানো দাস পরিবারের অন্যান্য সদস্যরা।






















