West Bengal News Live Updates: নিষেধাজ্ঞা না মেনে দিঘির ওপর তৈরি প্যান্ডেল, হুড়মুড়িয়ে ভেঙে জলে পড়লেন শতাধিক

West Bengal News Live Updates: নিষেধাজ্ঞা না মেনে দিঘির ওপর তৈরি প্যান্ডেল, হুড়মুড়িয়ে ভেঙে জলে পড়লেন শতাধিক।

abp ananda Last Updated: 10 Nov 2021 10:11 PM

প্রেক্ষাপট

সৌভিক মজুমদার, কলকাতা: মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে দুর্নীতির অভিযোগের তদন্তভার কি এবার CBI’র হাতে যেতে চলেছে? আদালত নির্দেশ দিলে তদন্তে আপত্তি নেই বলে হাইকোর্টে জানাল সিবিআই। ১৬ ডিসেম্বর মামলার পরবর্তী...More

West Bengal News Live Updates: রাজ্যে জ্বালানীতে ভ্যাট কমানোর দাবীতে শ্রীরামপুর স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভ বিজেপির

রাজ্যে জ্বালানীতে ভ্যাট কমানোর দাবীতে শ্রীরামপুর স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভ বিজেপির।সেখানে উপস্থিত হয়ে শমীক ভট্টাচার্য বলেন, হাওড়া কলকাতায় যদি নির্বাচন হতে পারে বিধাননগর শিলিগুড়িতে কেন নয়? আমরা সব পুরসভায় একসঙ্গে ভোট চেয়ে আদালতে গেছি।রাজ্যে একশ কুড়িটার বেশি পুরসভায় নির্বাচন হয়নি।ভবানীপুরে যদি উপ নির্বাচন হতে পারে তাহলে পুরসভাগুলোতে কেন হতে পারেনা? আসলে দখলদারী ভোট লুটের ভোটের একটা পরিকল্পনা করা হয়েছে। এই সরকার দখলদারী রাজনীতি বিশ্বাস করে।গণতন্ত্রের প্রথমিক শর্ত বিরোধীতার অধিকার তাতে এই সরকারের কোনো আস্থা নেই। কয়লা তো কেন্দ্রের মাটির তলার কয়লা নরেন্দ্র মোদি তৈরী করেননি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৈরী করেননি। অধিগ্রহণের টাকা দেবে কেন্দ্র পরিকাঠামো তৈরী করবে কেন্দ্র। ওটা কোল ইন্ডিয়ার প্রজেক্ট আর মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন রাজ্যে শিল্পায়ন হচ্ছে। একটা শিল্প রাজ্যে আসছে না ছেড়ে চলে যাচ্ছে।