West Bengal News Live Updates: নিষেধাজ্ঞা না মেনে দিঘির ওপর তৈরি প্যান্ডেল, হুড়মুড়িয়ে ভেঙে জলে পড়লেন শতাধিক
West Bengal News Live Updates: নিষেধাজ্ঞা না মেনে দিঘির ওপর তৈরি প্যান্ডেল, হুড়মুড়িয়ে ভেঙে জলে পড়লেন শতাধিক।
রাজ্যে জ্বালানীতে ভ্যাট কমানোর দাবীতে শ্রীরামপুর স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভ বিজেপির।সেখানে উপস্থিত হয়ে শমীক ভট্টাচার্য বলেন, হাওড়া কলকাতায় যদি নির্বাচন হতে পারে বিধাননগর শিলিগুড়িতে কেন নয়? আমরা সব পুরসভায় একসঙ্গে ভোট চেয়ে আদালতে গেছি।রাজ্যে একশ কুড়িটার বেশি পুরসভায় নির্বাচন হয়নি।ভবানীপুরে যদি উপ নির্বাচন হতে পারে তাহলে পুরসভাগুলোতে কেন হতে পারেনা? আসলে দখলদারী ভোট লুটের ভোটের একটা পরিকল্পনা করা হয়েছে। এই সরকার দখলদারী রাজনীতি বিশ্বাস করে।গণতন্ত্রের প্রথমিক শর্ত বিরোধীতার অধিকার তাতে এই সরকারের কোনো আস্থা নেই। কয়লা তো কেন্দ্রের মাটির তলার কয়লা নরেন্দ্র মোদি তৈরী করেননি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৈরী করেননি। অধিগ্রহণের টাকা দেবে কেন্দ্র পরিকাঠামো তৈরী করবে কেন্দ্র। ওটা কোল ইন্ডিয়ার প্রজেক্ট আর মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন রাজ্যে শিল্পায়ন হচ্ছে। একটা শিল্প রাজ্যে আসছে না ছেড়ে চলে যাচ্ছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে পেট্রোল-ডিজেলের ভ্যাট কমানোর দাবিতে বুধবার বালুরঘাট শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। বালুরঘাট শহরের হিলি মোর পেট্রোল পাম্পের সামনে এই বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি কর্মীদের দাবি কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের দাম কমিয়েছে কিন্তু পশ্চিমবজ্ঞ সরকার এখনো পেট্রোল ডিজেলের উপর ভ্যাট কমায়নি।পশ্চিমবঙ্গ সড়কে পেট্রোল ডিজেলের উপর থেকে সেই ভ্যাট কমানোর জন্য এদিন তারা বিক্ষোভ দেখান।এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন, বিজেপির রাজ্যে সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বোস,বিজেপি নেতা রঞ্জন মন্ডল, বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সুমন বর্মন,সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
আজ বাঁকুড়া শহরের মাচানতলায় একাধিক পেট্রোলপাম্পে বিক্ষোভ দেখাল বিজেপি। আজ সকালে বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানার নেতৃত্বে বিজেপি নেতা কর্মীরা এই বিক্ষোভে সামিল হন। মাচানতলা এলাকায় পরপর তিনটি পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানা বলেন, কেন্দ্রের সরকার মানুষের কষ্টের কথা ভেবে পেট্রোল সহ অন্যান্য পেট্রোপণ্যের উপর শুল্ক হ্রাস করেছে। এরপর দেশের বহু রাজ্য শুল্ক হ্রাস করেছে। একমাত্র ব্যাতিক্রম পশ্চিমবঙ্গ। অবিলম্বে রাজ্যের শুল্ক কমানো না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দিয়েছেন বিধায়ক।
নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘির উপরই ছটপুজোর প্যান্ডেল। মালদার হরিশ্চন্দ্রপুরের বারদুয়ারিতে সেই প্যান্ডেল ভেঙে দুর্ঘটনা। প্যান্ডেল ভেঙে দিঘির জলে পড়লেন শিশু-মহিলা সহ শতাধিক মানুষ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, যান স্থানীয় বিডিও। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা চালিয়ে জল থেকে প্রত্যেককেই উদ্ধার করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আহত হয়েছেন ৭জন।
প্রায় ২০ বছর আগে শুরু হওয়া এক প্রকল্প। শেষ হয়নি এখনও! জমি জটে থমকে রয়েছে নদিয়ার কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ব্রডগেজ রেললাইন পাতার কাজ। নদিয়ার কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ব্রডগেজ রেললাইন তৈরির কাজ খতিয়ে দেখলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ও রানাঘাটের বিজেপি সাংসদ। দীর্ঘদিন ধরে ওই রেলপথের কাজ জমি জটে আটকে রয়েছে বলে অভিযোগ। বিজেপি সাংসদ ও রেল আধিকারিকের পরিদর্শন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
দুই বিজেপি কর্মীকে তৃণমূলে নেওয়ায় ক্ষোভ দলেরই একাংশের। বুধবার মাথাভাঙার বড় শোলমারি এলাকায় বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকদের অনেকে। তাঁদের অভিযোগ, লোকসভা নির্বাচনের পর যাঁদের অত্যাচারে তৃণমূলের লোককে ঘরছাড়া হতে হয়েছিল, তাঁদেরই ফের নেওয়া হচ্ছে দলে। মঙ্গলবার তৃণমূলের মাথাভাঙা ২ নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি হরিপদ মিত্রের নেতৃত্বে দলে যোগ দেন দুই বিজেপি কর্মী। তাঁর যুক্তি, ওঁদের শোধরানোর সুযোগ দেওয়া ও পঞ্চায়েতে ভাল ফলের লক্ষ্যেই এই সিদ্ধান্ত।
মঙ্গলবারের থেকে একধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেল সংক্রমণ। চিন্তা বাড়িয়ে অনেকটাই বাড়ল কোভিডের দাপট। মাঝে কিছুদিন আক্রান্তের সংখ্যা কমলেও বাংলায় করোনার বেলাগাম করোনা চিত্র এবার উদ্বেগ বৃদ্ধি করছে। বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮৫৩। মঙ্গলবার এই সংখ্যাটি ছিল- ৭৮৮। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ৬০৩। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৭৩২। শনিবার দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৬৭০ জন।
একে সময়ের আগে জন্মে, তারওপর ওজন কম। জন্মের পরই অসুস্থ হয়ে পড়েছিল যমজ সন্তান। দু’মাসের চেষ্টায় দুই সদ্যোজাতকে নবজীবন দিলেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসকরা। মায়ের সঙ্গে ঘরে ফিরল গঙ্গা-যমুনা।
বঙ্গোপসাগরে ফের ঘনীভূত নিম্নচাপ। তার জেরেই সামান্য বাড়ল তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে। উপকূলের জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব পড়বে না কলকাতায়। উত্সবের মরসুম শেষের মুখে। এখন এটাই প্রশ্ন নভেম্বরের শুরুতে হিমেল পরশ গায়ে মাখা রাজ্যবাসীর। উত্তুরে হাওয়ায় দাপটে টানা ক’দিন পারদ পতন হতেই যখন শীত নিয়ে যখন কৌতূহলী শহরবাসী, তখনই ক’পূবালি হাওয়ার দাপটে কোণঠাসা সেই উত্তুরে বাতাস। যার ফলে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী পারদ।
তারাপীঠ শ্মশান থেকে মৃত দেহ সৎকার করে বাড়ি ফেরার সময় ট্রাক্টর উলটে জখম হয় ২০ জন মৃত্যু হয় ১ জনের। মৃতের নাম কালু কাহার। জখম ব্যক্তিদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ দুপুরে মল্লারপুরে কাহার পাড়ায় এক বৃদ্ধার মৃত্যু হয় তারা সৎকার করার জন্য তারাপীঠ নিয়ে যায় এলাকার মানুষ। সৎকার করে বাড়ি ফেরার পথে আটলা মোরে ট্রাক্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এলাকার মানুষ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে অভিযোগের নিষ্পত্তিতে আরও সময়। স্কুল সার্ভিস কমিশনকে আরও ৩মাস সময় দিল হাইকোর্ট। ‘আগের নির্দেশ অনুযায়ী বন্ধ থাকবে উচ্চ প্রাথমিকে নিয়োগ, নিষ্পত্তি করতে পারবেন শিক্ষা দফতরের সহ অধিকর্তা পদমর্যাদার আধিকারিক’। ১৫ সপ্তাহ পরে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ফের শুনানি। নির্দেশ বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চের।
জলপাইগুড়ির ময়নাগুড়িতে পাচারের আগেই লুপ্তপ্রায় প্যাঙ্গোলিন উদ্ধার করল বন দফতর। গ্রেফতার এক পাচারকারী, পলাতক দুই। সূত্রের খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েকটি মোবাইল ফোন ও আন্তর্জাতিক ফোন নম্বর। পাচারের সঙ্গে আন্তর্জাতিক চোরাচালান চক্রের যোগ রয়েছে বলে বন দফতরের অনুমান।
বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়কের সঙ্গে বর্ধমানের পুরপ্রশাসকের মত-বিরোধ প্রকাশ্যে। বাংলা আবাস যোজনায় নিয়ম বহির্ভূতভাবে বাড়ির তৈরির অনুমতি দেওয়ার অভিযোগ তৃণমূল বিধায়কের। অভিযোগ অস্বীকার করেছেন পুরপ্রশাসক। সমস্যা মেটাতে দু’পক্ষের সঙ্গে কথা বলেন জেলাশাসক।
মেদিনীপুর মেডিক্যাল কলেজের হস্টেলে ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। খবর পেয়ে মুর্শিদাবাদ থেকে ছুটে এসেছেন মৃত ডাক্তারি পড়ুয়ার পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল, সন্ধে কথা হলেও, রাতে যে এমনটা করবে মেয়ে বিন্দুমাত্র টের পাননি তাঁরা। সুইসাইড নোটের সূত্র ধরে তদন্তে নেমেছে কোতয়ালি থানার পুলিশ।
চালু হল শিলিগুড়ি-কাঠমান্ডু বাস পরিষেবা। আপাতত সপ্তাহে তিন দিন মিলবে এই পরিষেবা। যাত্রী সংখ্যা বাড়লে ভবিষ্যতে সপ্তাহে প্রতিদিন এই বাস পরিষেবা চালু করা হবে। প্রায় ২০ মাস পর চালু হল ভারত-নেপাল বাস পরিষেবা। খুশি পর্যটক থেকে পর্যটন ব্যবসায়ীরা।
ফের উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভা কেন্দ্রে বিজেপিতে ভাঙ্গন। তৃণমূলের দাবি প্রায় দুই শতাধিক বিজেপি কর্মী যোগ দিয়েছে তাদের দলে। উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগদান বলে দাবি বিজেপিত্যাগীদের। ভয় দেখিয়ে দলবদলের অভিযোগ বিজেপি নেতৃত্বের।
এক প্রতিবাদী যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক SI-এর বিরুদ্ধে। উল্টে আক্রান্তের বিরুদ্ধেই দায়ের হল মামলা। আক্রান্তের নাম সুমন্ত বেরা। তিনি মহেশতলা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সুকান্ত বেরার ভাই। নুঙ্গি স্টেশন রোডে একটি ওষুধের দোকানের সামনে প্রায় রাস্তা আটকে দাঁড় করানো ছিল মহেশতলা থানার SI আবুল মারজানের বাইক।যার জেরে রাস্তায় যাতায়াতে অসুবিধা হচ্ছিল। অভিযোগ এর প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককেই সপাটে চড় মারেন ওই SI। এরপরেই দু’পক্ষের হাতাহাতি বেঁধে যায়। যুবককে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।আক্রান্তের পরিবারের দাবি, যুবকের কবজি, পাঁজর-সহ চার জায়গায় হাড় ভেঙে গিয়েছে।
হাওড়া পুরসভার নির্বাচনের কথা মাথায় রেখে, বিজেপির কমিটি গঠনের ২৪ ঘণ্টাও কাটল না। এরইমধ্যে সামনে চলে এল গেরুয়া শিবিরের দ্বন্দ্ব। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির হাওড়া সদর সাংগঠনিক জেলার সভাপতি। বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
কোচবিহারের রাস উৎসব। সেই উৎসবকে ঘিরেই সম্প্রীতির অনন্য নজির। বছরের পর বছর ধরে রাস উৎসবের রাস চক্র তৈরি করে চলেছে এক মুসলিম পরিবার। তিন পুরুষ ধরে রাসচক্র তৈরির দায়িত্ব ওই পরিবারের কাঁধে।
মুখ্যমন্ত্রীর নির্দেশমতো ১৬ নভেম্বর থেকে খুলছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়। ফিরতে চলেছে শিক্ষা প্রতিষ্ঠানের পুরনো ছবি। করোনা বিধি মেনে সশরীরে স্কুলে যেতে পারবে ছাত্র-ছাত্রীরা। পড়ুয়া জীবনে ফিরবে, ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড। কিন্তু প্রায় দু’মাস জলবন্দি হয়ে থাকা পূর্ব মেদিনীপুরের পটাশপুরের স্কুলগুলোয় এই কর্মযজ্ঞ কতটা মসৃণ হবে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
বিশ্বভারতীতে আলাপিনী মহিলা সমিতির ঘর সিল হয়েছিল আগেই। এবার নোটিস দিয়ে বের করে দেওয়া হল জিনিসপত্র। রবীন্দ্র-স্মৃতি-বিজড়িত শতাব্দীপ্রাচীন প্রতিষ্ঠানকে মুছে দেওয়ার চেষ্টা করছেন উপাচার্য, দাবি আলাপিনী মহিলা সমিতির। প্রতিক্রিয়া দিতে চায়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ।
৫ মিনিট কথা বলতে চেয়ে গাড়িতে তুলে প্রায় ১০ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে প্রাক্তন স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। হাওড়ার উলুবেড়িয়ার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত মহিলা।
মোবাইল চোর সন্দেহে যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ। আজ সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানা এলাকার রাজগ্রাম পশ্চিম পাড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, মোবাইল ফোন চুরি করতে গিয়ে হাতেনাতে ধরে ফেলেন ওই যুবককে। এরপর অভিযুক্তকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে মুরারই থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে।
মেদিনীপুর মেডিক্যাল কলেজের হস্টেলে ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। খবর পেয়ে মুর্শিদাবাদ থেকে ছুটে এসেছেন মৃত ডাক্তারি পড়ুয়ার পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল, সন্ধে কথা হলেও, রাতে যে এমনটা করবে মেয়ে বিন্দুমাত্র টের পাননি তাঁরা। সুইসাইড নোটের সূত্র ধরে তদন্তে নেমেছে কোতয়ালি থানার পুলিশ।
পুরুলিয়ার রঘুনাথপুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ডেকে ধাক্কা খেল বিজেপি। যাঁর উপর ভরসা করে গেরুয়া শিবির অনাস্থা ডেকেছিল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সেই সদস্য অনুপস্থিত থাকায় বাতিল হয়ে যায় তলবি সভা। ক্ষমতায় বহাল রইলেন তৃণমূলের প্রধান। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
নদিয়ার কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ব্রডগেজ রেললাইন তৈরির কাজ খতিয়ে দেখলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার ও রানাঘাটের বিজেপি সাংসদ। দীর্ঘদিন ধরে ওই রেলপথের কাজ জমি জটে আটকে রয়েছে বলে অভিযোগ। বিজেপি সাংসদ ও রেল আধিকারিকের পরিদর্শন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
দুই প্রতিবেশীর বিবাদে থানায় নালিশ জানানোয় অভিযোগকারী দম্পতিকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল পুরাতন মালদার পুর প্রশাসকের ছেলের বিরুদ্ধে। তদন্তে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পুলিশ সুপারের দ্বারস্থ দম্পতি। ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার পুর প্রশাসকের। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
উত্তর ২৪ পরগনার শ্যামনগরে নেশাগ্রস্ত যুবকের বিরুদ্ধে তিনজনকে কোপানোর অভিযোগ উঠল। গতকাল রাতে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, পাড়ার মধ্যে গল্প করছিলেন তিন বন্ধু। অভিযোগ, আচমকাই সেখানে মত্ত অবস্থায় হাজির হয় অভিযুক্ত। প্রথমে চ্যালাকাঠ দিয়ে ২ যুবককে পেটায়, এরপর ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ। বাধা দেওয়ায় আক্রান্ত হন তৃতীয় যুবকও। রাতে জগদ্দল থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত। পুরোন শত্রুতা না কি, অন্য কোনও কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ।
ছটপুজো উপলক্ষে বাঁকুড়া ও দুর্গাপুর শহরের একাধিক হিন্দিবাসী মহল্লায় পুজোর সামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন তৃণমূল নেতারা। যা নিয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও তৃণমূল তাতে আমল দিতে নারাজ।
ছটপুজো উপলক্ষ্যে শহরের বিভিন্ন ঘাট সাজিয়ে তোলা হয়েছে। যাদবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ঘাট পরিদর্শনে অরূপ বিশ্বাস।
‘নন্দীগ্রাম শুধমাত্র একটা নাম বা জায়গার নাম নয়। নন্দীগ্রাম হল ইতিহাস যা কোনওদিনই ভুলিয়ে দেওয়া সম্ভব নয়। নন্দীগ্রাম হল আন্দোলনের মাটি, রক্ষার মাটি, আশ্রয়ের মাটি, বিশ্বাসের মাটি। নন্দীগ্রাম আগেও অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে। রক্তস্নাত সূর্যোদয়ের আজ ১৪ বর্ষপূর্তি। নন্দীগ্রাম ভূমিরক্ষা আন্দোলনের সকল অমর শহীদদের সশ্রদ্ধ প্রণাম’, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।
গত ৬ দিনে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে ১১ শিশুর। হাসপাতাল সূত্রে খবর, জ্বর ও কাশি নিয়ে ভর্তি হয়েছিল সবাই। কারও কারও সমস্যা ছিল শ্বাসকষ্টের। পরিস্থিতি মোকাবিলায় জেলা স্বাস্থ্য দফতর প্রস্তুত রয়েছে, উদ্বেগের কারণ নেই, জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ।
বিধানসভা উপনির্বাচনে চার জয়ী প্রার্থীর শপথ নিয়েও রাজভবনের সঙ্গে রাজ্যের সংঘাত। স্পিকার ও ডেপুটি স্পিকারের মধ্যে বিবাদ তৈরির চেষ্টা হচ্ছে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি বন্ধ হোক, নাম না করে রাজ্যপালের ভূমিকায় সরব হলেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।
আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি-চিঠি দেওয়ার অভিযোগে ধৃত চিকিৎসক সম্পর্কে পুলিশের হাতে নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, শুধু আলাপন বন্দ্যোপাধ্যায় নয়, এর আগে কর্মস্থল কেপিসি হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের এক অধ্যাপিকাকেও বেশ কয়েকবার চিঠি পাঠিয়ে উত্যক্ত করেছেন চিকিৎসক অরিন্দম সেন। তবে সেইসময় চিঠি-প্রেরকের পরিচয় প্রকাশ্যে আসেনি।
তদন্তের প্রয়োজনে এবার ওই অধ্যাপিকার সঙ্গেও কথা বলবেন তদন্তকারীরা।
২০০৭-এর ১০ নভেম্বর নন্দীগ্রামে গুলি চালনার প্রতিবাদে আজ স্মরণসভার আয়োজন করেছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। কিন্তু তৃণমূল ও বিজেপির তরফে আলাদাভাবে এই দিনটি পালন করা হচ্ছে। সকালে গোকুলনগরের কর পল্লিতে তৃণমূলের তরফে কুণাল ঘোষ, তাপস রায়, দোলা সেন সহ নন্দীগ্রামের তৃণমূল নেতারা উপস্থিত। এরপর দুপুরে একই জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে স্মরণসভার আয়োজন করা হয়েছে। শুভেন্দু অধিকারী যতদিন তৃণমূলে ছিলেন, ততদিন ১০ নভেম্বর নন্দীগ্রামে একটিই অনুষ্ঠান হত। গত বছর বিজেপিতে যোগদানের আগেই এই দিনে আলাদা অনুষ্ঠান করেন শুভেন্দু অধিকারী।
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। তার জেরেই সামান্য বাড়ল তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে। উপকূলের জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা।
চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ। জঙ্গিপুরে সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা। দুই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ। তদন্তের নির্দেশ সুপারের।
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে দূষণ রুখতে ছটপুজোর আগে বন্ধ রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে সরোবরের চারদিক। অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ। KMDA-র তরফে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, বৃহস্পতিবার সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর। পাশাপাশি, যে সমস্ত জলাশয়ে ছটপুজো করা যাবে, তার তালিকাও টাঙিয়ে দেওয়া হয়েছে KMDA-র তরফে। একইসঙ্গে সচেতনতামূলক প্রচারও চালাচ্ছে কলকাতা পুলিশ ও পুরসভা।
ফের অমানবিক পুলিশ। এবার কাঠগড়ায় মহেশতলা থানা। কালীপুজোর দিন রাস্তায় পুলিশের বাইক রাখাকে কেন্দ্র করে বচসা। প্রতিবাদ করায় দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। মারধরের ফলে চার জায়গায় ভেঙেছে হাড়, দাবি আক্রান্তের পরিবারের। গতকালই আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। পরিবারের দাবি, কালীপুজোর দিন রাস্তায় বাইক দাঁড় করানো ছিল মহেশতলা থানার এসআই আবুল মারজানের বাইক। যাতায়াতের অসুবিধার জন্য প্রতিবাদ জানিয়ে এসআইয়ের সঙ্গে বচসায় জড়ান মহেশতলা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সুকান্ত বেরার ভাই সুমন্ত। অভিযোগ, তার জেরে এসআই সুমন্তকে চড় মারেন। এরপর দু’পক্ষের হাতাহাতি শুরু হলে প্রতিবাদীকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, আক্রান্তের শারীরিক অবস্থা বিচার করে তাঁকে জামিন দেয় আলিপুর আদালত। বর্তমানে বেসরকারি হাসপাতালে ভর্তি আক্রান্ত ব্যক্তি। আজ তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা।
পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল, সোমবার সন্ধেয় রাজ্য সরকারের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে, ধরা পড়েছিল সৌজন্যের এই ছবি। তারপর ২৪ ঘণ্টাও কাটেনি। ফের সামনে চলে এল সরকার-রাজ্যপাল সংঘাত! শিল্প সম্মেলনে আমন্ত্রণের পরেই লগ্নি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের। আইনের শাসন নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে মৃত্যু হল করোনা আক্রান্ত এক সরকারি চিকিৎসকের। ৪ নভেম্বর ওই চিকিৎসকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। সোমবার প্রবল শ্বাসকষ্ট হওয়ায় ভর্তি করা হয় হাসপাতালে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার সাগর দত্ত মেডিক্যালে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ফের আটশো ছুঁইছুঁই। ১২ জনের মৃত্যু। ভ্যাকসিনেশন না হলে বাড়িতে গিয়ে খুঁজে বের করার নির্দেশ স্বাস্থ্য দফতরের।
নদিয়ায় জাতীয় সড়ক অবরোধের জেরে অ্যাম্বুল্যান্স আটকে পড়ে শিশুমৃত্যুর অভিযোগ। প্রতিমা বিসর্জনে শোভাযাত্রার দাবিতে অবরোধ। পাঁচ অবরোধকারীকে গ্রেফতার করল পুলিশ।
এবার বীরভূমের দেউচা-পাচামির জন্য জমি অধিগ্রহণ করবে রাজ্য। সিঙ্গুরের মতো নয়, জমি দিলে ১০ হাজার কোটির প্যাকেজ, জানালেন মুখ্যমন্ত্রী।
অর্থ দফতর নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে অর্থ দফতরের মুখ্য উপদেষ্টা অমিত মিত্র।
কেন্দ্রীয় বাহিনী দিয়ে ফেব্রুয়ারিতে একসঙ্গে পুরভোট চেয়ে হাইকোর্টে বিজেপি। ৮ দফায় ভোট হলে, তাহলে কেন পুরভোটে আপত্তি? পাল্টা পার্থ চট্টোপাধ্যায়।
রাজ্য সরকারের প্রস্তাবে সায়। ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরসভার ভোটে লিখিত সম্মতি জানিয়ে চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। ফলপ্রকাশের সম্ভাবনা ২২ ডিসেম্বর। এ মাসের শেষেই হতে পারে বিজ্ঞপ্তি প্রকাশ।
ছটপুজোর আগে বন্ধ সুভাষ সরোবর। ঘিরে ফেলা হয়েছে সরোবরের চারদিক। চারদিকে বাঁশের ব্যারিকেড। নিরাপত্তার কারণে মোতায়েন পুলিশ। নেতৃত্বে থাকবেন ডিসি পদমর্যাদার অফিসার। পাশাপাশি, সচেতনতামূলক প্রচার চালাচ্ছে কলকাতা পুলিশ ও পুরসভা।
উপনির্বাচনে চার নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠানে বিধানসভায় অনুপস্থিত রইল বিরোধীরা। আর তা নিয়েই কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। উত্সবের মরশুমে কেন অধিবেশন? এই প্রশ্ন তুলে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি।
পশ্চিম মেদিনীপুরের মনসুকা এলাকায় নদীর ওপর ভেঙে পড়ল সাঁকো। হুড়মুড়িয়ে নদীতে পড়ে যান মহিলা, শিশু সহ প্রায় ৬০ জন। নদীতে জল কম থাকায় সবাইকে উদ্ধার করেন স্থানীয়রা। দুর্ঘটনা নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসক দল।
পেট্রোপণ্যে রাজ্য সরকারের ভ্যাট কমানোর দাবি। পেট্রোল পাম্পের বাইরে বিক্ষোভ বিজেপির। পেট্রোপণ্যের কর থেকে হওয়া কেন্দ্রের আয়ের টাকা রাজ্যগুলিকে দেওয়ার দাবি মুখ্যমন্ত্রীর। পাল্টা, দাম না কমালে নবান্ন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
গৃহবধূর হাতে শিকল বেঁধে তালা দিয়ে নির্যাতন চালানোর অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে! মালদার চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছে ওই গৃহবধূর পরিবার। শ্বশুরবাড়ির তরফে নির্যাতনের অভিযোগ অস্বীকার করা হয়েছে।
পঞ্চমীতেই উদ্বোধন হল চন্দননগরের বেশিরভাগ জগদ্ধাত্রী পুজোর। গতকাল কলকাতা থেকে ভার্চুয়ালি তিনটি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বিসর্জনের সময় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে বিশেষ প্রকল্পের ঘোষণা করল রাজ্য সরকার।
হুগলির ধনেখালিতে বাবা-মা-বোনকে খুন করে আত্মহত্যার চেষ্টা গৃহশিক্ষক ছেলের। অসুস্থতা ও আর্থিক অনটনের জেরে অবসাদে ভুগে এমন ঘটনা বলে অনুমান পুলিশ ও প্রতিবেশীদের। হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্ত।
রদবদল হল রাজ্য মন্ত্রিসভায়। পঞ্চায়েতমন্ত্রী হলেন পুলক রায়। ক্রেতা সুরক্ষা দফতর সামলাবেন মানস ভুঁইয়া। অর্থ দফতর নিজের হাতে রাখলেন মুখ্যমন্ত্রী। প্রতিমন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থ দফতর ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা করা হল অমিত মিত্রকে।
মেট্রো ডেয়ারি মামলার তদন্তভার নিতে পারে সিবিআই। এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। সিপিএম-কংগ্রেসের পাশাপাশি সিবিআই তদন্তের দাবি করেছে বিজেপিও। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
প্রেক্ষাপট
সৌভিক মজুমদার, কলকাতা: মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রিতে দুর্নীতির অভিযোগের তদন্তভার কি এবার CBI’র হাতে যেতে চলেছে? আদালত নির্দেশ দিলে তদন্তে আপত্তি নেই বলে হাইকোর্টে জানাল সিবিআই। ১৬ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর করা জনস্বার্থ মামলায় নতুন মোড়। আদালত নির্দেশ দিলে তদন্ত করতে প্রস্তুত। কলকাতা হাইকোর্টে অবস্থান জানাল CBI।
২০১৭ সালে মেট্রো ডেয়ারির শেয়ার সস্তায় বিক্রির অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন অধীর চৌধুরী। সিবিআই তদন্তের আবেদন জানান তিনি। ১৯৯১ সালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা PPP মডেলে তৈরি হয় মেট্রো ডেয়ারি লিমিটেড। এর মধ্যে রাজ্য সরকারের তরফে ওয়েস্টবেঙ্গল মিল্ক প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের ৪৭ শতাংশ মালিকানা ছিল। বেসরকারি সংস্থা কেভেন্টার অ্যাগ্রোর ৪৩ শতাংশ এবং ন্যাশনাল ডেয়ারি ডেভলপমেন্ট বোর্ডের ১০ শতাংশ মালিকানা ছিল। ন্যাশনাল ডেয়ারি ডেভলপমেন্ট বোর্ড আগেই তাদের অংশীদারিত্ব কেভেন্টার অ্যাগ্রোর হাতে তুলে দিয়েছিল। ২০১৭ সালে রাজ্য সরকারও তাদের শেয়ার কেভেন্টারের হাতে তুলে দেয়।
আর এখানেই দুর্নীতি হয়েছে বলে অধীর চৌধুরীর আভিযোগ। তাঁর দাবি, মেট্রো ডেয়ারির ৪৭% শেয়ার ছিল রাজ্য সরকারি সংস্থা দুগ্ধ ফেডারেশনের হাতে। সেই ৪৭% শেয়ার ৮৫ কোটি টাকায় বিক্রি করা হয় বেসরকারি সংস্থা কেভেন্টারকে। কিন্তু এর কিছু দিনের মধ্যেই, মেট্রোর ১৫% শেয়ার ১৭০ কোটি টাকায় সিঙ্গাপুরের একটি প্রাইভেট ইকুইটি ফান্ডকে বিক্রি করে দেয় কেভেন্টার। দেখা যায়, কেভেন্টার যে দরে শেয়ার বেচেছে, রাজ্য সরকার তা পেলে কোষাগারে ৫০০ কোটি টাকা আসত। অর্থ্যাৎ, রাজ্য সরকার যে টাকায় বেসরকারি সংস্থাকে শেয়ার বেচেছিল, অংশবিশেষ হাত বদল করে ওই বেসরকারি সংস্থা তার চেয়ে বেশি লাভ তুলেছে। এই দাবি করেই শেয়ার হস্তান্তরে দুর্নীতির অভিযোগে মামলা করেন অধীর চৌধুরী।
এই মামলায় এদিন কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের তরফে জানানো হয়, আদালত নির্দেশ দিলে তারা তদন্ত করতে প্রস্তুত। এরপরেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ১০ ডিসেম্বরের মধ্যে সবপক্ষকে তাদের অবস্থান জানাতে বলে।
অধীর চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে ২০১৭ সাল থেকে মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর মামলায় তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় রাজ্যের বর্তমান মুখ্যসচিব ও তৎকালীন অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, প্রাণিসম্পদ বিকাশ দফতরের তৎকালীন সচিব বি পি গোপালিকা-সহ চার IAS অফিসারের বয়ান রেকর্ড করেছে ED। এছাড়াও, কেভেন্টারের মালিক মায়াঙ্ক জালান ও এক তৃণমূল নেতারও বয়ান রেকর্ড করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -