West Bengal News Live Updates: শহরের বুকে বেপরোয়া দুষ্কৃতী-রাজ! প্রকাশ্য রাস্তায় মহিলাকে দাঁড় করিয়ে ছিনতাই
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।
LIVE

Background
WB News Live: সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর ঢাকুরিয়ায় দুষ্কৃতী-রাজ, ঢাকুরিয়ার মতো অভিজাত এলাকায় মহিলার হার ছিনতাই
শহরের বুকে বেপরোয়া দুষ্কৃতী-রাজ। প্রকাশ্য রাস্তায় মহিলাকে দাঁড় করিয়ে ছিনতাই। ঢাকুরিয়ার মতো অভিজাত এলাকায় মহিলার হার ছিনতাই। সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর ঢাকুরিয়ায় দুষ্কৃতী-রাজ। আতঙ্কে কলকাতা ছাড়ার ভাবনা আক্রান্ত মহিলার পরিবারের। গতকাল ঢাকুরিয়ার ঝিল রোড দিয়ে যাওয়ার সময় চড়াও ৩ বাইক আরোহী দুষ্কৃতী। প্রথমে একটি ফ্ল্যাটের দিকে আঙুল দেখিয়ে নজর ঘোরানোর চেষ্টা। ঘাড় ঘোরাতেই সোনার চেন ধরে টান দেয় এক দুষ্কৃতী। প্রথমবার ব্যর্থ হওয়ার পর, আঙুল উঁচিয়ে চোখ রাঙানি দুষ্কৃতীদের। প্রকাশ্য রাস্তায় গলা থেকে সোনার হার টেনে ছিঁড়ে নেয় ছিনতাইবাজরা। পুলিশের ওপর কোনও আস্থা নেই, অভয়াকাণ্ডে তো সবাই ছাড়া পেয়ে গেল। কলকাতার অবস্থা এখন ভয়ঙ্কর, কলকাতা ছাড়ার ভাবনা দম্পতির।
West Bengal News Live: চম্পাহাটিতে ভূতুড়ে ভোটার নিয়ে বাড়ছে জল্পনা
চম্পাহাটিতে ভূতুড়ে ভোটার নিয়ে বাড়ছে জল্পনা। ২৬ ও ৪১ নম্বর বুথের ভোটার লিস্টে প্রায় ৪০০ নতুন ভোটারের নাম। ভোটার লিস্টে থাকা নতুন ভোটাররা এলাকার বাসিন্দা নয়, দাবি স্থানীয়দের। একই দাবিতে সরব গ্রাম পঞ্চায়েতের উপপ্রাধান থেকে সদস্যও।
WB News Live: ভূতুড়ে ভোটার কাণ্ডের মধ্যেই ফের NRC-র দাবি শুভেন্দু অধিকারীর
ভূতুড়ে ভোটার কাণ্ডের মধ্যেই ফের NRC-র দাবি শুভেন্দু অধিকারীর। 'কীভাবে ABT জঙ্গি শাদ রাডির নাম উঠল ভোটার লিস্টে? NRC-র দাবিতে সরব হওয়া উচিত সব রাজনৈতিক দলের', বিজেপি শাসিত রাজ্যে কাজ শুরু, বাংলায় কেন নয়? প্রশ্ন শুভেন্দুর।
West Bengal News Live: দলে বেইমানদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে, এদের একঘরে করতে হবে, ছাব্বিশের ভোটের আগে বার্তা অরূপ চক্রবর্তীর
অনেক বেইমান, বিশ্বাসঘাতক আছে। যারা তৃণমূলের ছাতায় তলায় থেকে ভোটের সময় দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করতে পারে। এদের একঘরে করে দিতে হবে। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে গোষ্ঠীকোন্দল নিয়ে কড়া বার্তা দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। গতকাল বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিকনায় মহিলা তৃণমূল কর্মীদের এক সভায় রীতিমতো হুঁশিয়াকি দেন তিনি। সাংসদের দাবি, দলে বেইমানদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ভোটের টিকিট না পেলে অন্য দলে চলে যায়, এমন কর্মীদের তৃণমূলের প্রয়োজন নেই। বিজেপির কটাক্ষ, টাকাপয়সার ভাগ-বাঁটোয়ারা নিয়ে তৃণমূলের কোন্দল এমন পর্যায়ে পৌঁছেছে যে, একঘরে করে দেওয়ার হুঁশিয়ারি দিতে হচ্ছে সাংসদকে।
WB News Live: দেউলটিতে রেল অবরোধ, চরম ভোগান্তির শিকার যাত্রীরা
দেউলটিতে রেল অবরোধ, চরম ভোগান্তির শিকার যাত্রীরা। দক্ষিণ-পূর্ব রেলের কোলাঘাট ও দেউলটি স্টেশনের মাঝে অবরোধ। আন্ডারপাস তৈরির দাবিতে রেল অবরোধ স্থানীয়দের। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখার ব্যাহত ট্রেন চলাচাল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
