West Bengal News Live Updates: শহরের বুকে বেপরোয়া দুষ্কৃতী-রাজ! প্রকাশ্য রাস্তায় মহিলাকে দাঁড় করিয়ে ছিনতাই
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে ফের উত্তপ্ত বীরভূম। কাঁকরতলায় তৃণমূলকর্মীকে হাতুড়ি-রড দিয়ে বুকের পাঁজর-কোমর ভেঙে, পা কুপিয়ে খুন!
কাঁকরতলায় তৃণমূলকর্মীকে নৃশংসভাবে খুন। ঘটনাস্থলের কাছেই মিলল বোমা! তালা ভেঙে বাড়িতে ঢুকেও অভিযুক্তের খোঁজ পেল না পুলিশ।
কাঁকরতলার পরে নানুর, ফের বীরভূমে কেষ্ট বনাম কাজল গোষ্ঠীর সংঘর্ষ। অনুব্রত-অনুগামীর বাড়িতে আগুন।
সোশাল মিডিয়ায় থাকা ভাল, কিন্তু মাটিতে পা রেখে জনসংযোগই আসল। হঠাৎ পোস্ট কুণালের। ভাল কর্মী না হলে ভাল নেতা হওয়া কঠিন বলে মন্তব্য।
মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে জেলায় জেলায় বিজেপিতে অশান্তি। বাদুড়িয়ায় অফিসে তালা। অস্বস্তির মধ্যেই জেলা সভাপতি নির্বাচনে সল্টলেকে বৈঠক।
কুম্ভ নিয়ে মমতার মন্তব্যের প্রতিবাদে বিজেপি, পাল্টা মেচেদায় শুভেন্দুর ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ।
D কোম্পানির নাম করে কৃষ্ণেন্দুনারায়ণকে খুনের হুমকি। গ্রেফতার মালদারই বাসিন্দা।
কার্তুজকাণ্ডে স্ক্যানারে বিবাদী বাগের বনদুকের দোকান। শুধু গুলি নয়, দুষকৃতীদের কাছে পৌঁছে যেত অস্ত্রও। লালবাজারের কাছে শতাব্দী প্রাচীন দোকানে ফের বেঙ্গল STF।
হাওড়ায় গুলিবিদ্ধ চণ্ডীতলা থানার সদ্য প্রাক্তন আইসি। কে এনেছিল বেআইনি দেশি পিস্তল? গুলি চালিয়েছিল কে? এখনও ধোঁয়াশা।
হাওড়ায় ফের শ্যুটআউট। ফ্ল্যাটের সামনেই লিলুয়ায় গুলিবিদ্ধ প্রোমোটার। ব্যবসায়িক শত্রুতা না পুরনো আক্রোশ? খতিয়ে দেখছে পুলিশ।
৩ জনের খুনি কে? ট্যাংরাকাণ্ডে রহস্যের মধ্যেই প্রণয়কে বেসরকারি হাসপাতাল থেকে এনআরএসে স্থানান্তর। সোমবার বাকি ২জনকে রুবি থেকে ছাড়ার সম্ভাবনা।
বারুইপুরে রাশি রাশি ভূতুড়ে ভোটার। দক্ষিণবঙ্গের তালিকায় উত্তরবঙ্গের ভোটার!
এবার ভুয়ো আর্মি ট্রেনিং সেন্টার খুলেও প্রতারণা। ইলিয়ট লেন থেকে গ্রেফতার। নিউটাউনে কেন্দ্রীয় সরকারি আধিকারিক পরিচয়ে চাকরির টোপ দিয়ে পাকড়াও।
আসল ভেবে কিনছেন নকল। ফের জাল ওষুধের কারবার। জীবনদায়ী ওষুধও জাল! কোথায় গেল প্রায় দেড় কোটির ওষুধ? কোথায় কারখানা? এখন ধোঁয়াশা।
জাল ওষুধ চক্র নিয়ে তোলপাড়ের মধ্যেই কেন্দ্রকে নিশানা তৃণমূল সাংসদের।
ধর্ষণ-খুনের ৭ মাস পরও ডেথ সার্টিফিকেট পেল না অভয়ার পরিবার।
আবার সেই দমদম। ঘরের তালা ভেঙে লুঠের অভিযোগ। মই দিয়ে ছাদে ওঠার চেষ্টা আরও ১টি বাড়িতে! ঢুকতে না পেরে আরেকটি বাড়িতে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে চম্পট।
ময়নাগুড়ির আতঙ্ক ফিরল ওড়িশার সেই বালেশ্বরের কাছে! চলন্ত NJP-চেন্নাই এক্সপ্রেস থেকে হঠাৎ খুলে গেল ইঞ্জিনের ট্রাকশন মোটর। চালকের তৎপরতায় রক্ষা।
মিনাখাঁয় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। বাসন্তী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল বাস। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু। আহত কয়েকজন।
মহাকুম্ভে যাওয়ার পথে ফের দুর্ঘটনা। ধানবাদে গাড়ির সঙ্গে লরির সংঘর্ষ। চালক-সহ গড়বেতার একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু।
দ্বিতীয় হুগলি সেতুতে আত্মহত্যার চেষ্টা! স্কুটার রেখে ব্রিজ থেকে ঝাঁপ। মাঝিদের তৎপরতায় উদ্ধার।
জিবি সিনড্রোমে ফের মৃত্যু। আর জি কর মেডিক্যালে অসুস্থ মুর্শিদাবাদের যুবকের মৃত্যু। জ্বর, ডায়েরিয়া থেকে ক্রমশ অবস্থার অবনতি। অসাড় হতে শুরু করে নিম্নাঙ্গ।
WB News Live: সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর ঢাকুরিয়ায় দুষ্কৃতী-রাজ, ঢাকুরিয়ার মতো অভিজাত এলাকায় মহিলার হার ছিনতাই
শহরের বুকে বেপরোয়া দুষ্কৃতী-রাজ। প্রকাশ্য রাস্তায় মহিলাকে দাঁড় করিয়ে ছিনতাই। ঢাকুরিয়ার মতো অভিজাত এলাকায় মহিলার হার ছিনতাই। সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর ঢাকুরিয়ায় দুষ্কৃতী-রাজ। আতঙ্কে কলকাতা ছাড়ার ভাবনা আক্রান্ত মহিলার পরিবারের। গতকাল ঢাকুরিয়ার ঝিল রোড দিয়ে যাওয়ার সময় চড়াও ৩ বাইক আরোহী দুষ্কৃতী। প্রথমে একটি ফ্ল্যাটের দিকে আঙুল দেখিয়ে নজর ঘোরানোর চেষ্টা। ঘাড় ঘোরাতেই সোনার চেন ধরে টান দেয় এক দুষ্কৃতী। প্রথমবার ব্যর্থ হওয়ার পর, আঙুল উঁচিয়ে চোখ রাঙানি দুষ্কৃতীদের। প্রকাশ্য রাস্তায় গলা থেকে সোনার হার টেনে ছিঁড়ে নেয় ছিনতাইবাজরা। পুলিশের ওপর কোনও আস্থা নেই, অভয়াকাণ্ডে তো সবাই ছাড়া পেয়ে গেল। কলকাতার অবস্থা এখন ভয়ঙ্কর, কলকাতা ছাড়ার ভাবনা দম্পতির।
West Bengal News Live: চম্পাহাটিতে ভূতুড়ে ভোটার নিয়ে বাড়ছে জল্পনা
চম্পাহাটিতে ভূতুড়ে ভোটার নিয়ে বাড়ছে জল্পনা। ২৬ ও ৪১ নম্বর বুথের ভোটার লিস্টে প্রায় ৪০০ নতুন ভোটারের নাম। ভোটার লিস্টে থাকা নতুন ভোটাররা এলাকার বাসিন্দা নয়, দাবি স্থানীয়দের। একই দাবিতে সরব গ্রাম পঞ্চায়েতের উপপ্রাধান থেকে সদস্যও।























