WB News Live Updates: ট্রেন থেকে পড়ে মৃত বর্ষীয়ান সিপিআইএম নেতা ও কোন্নগর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুভাষ মুখোপাধ্যায়
Lok Sabha Election 2024 : রাজ্যের জেলা থেকে জেলার প্রতিটি কোণে এই মুহূর্তে কী কী গুরুত্বপূর্ণ খবর , এক নজরে।
আর্থিক প্রতারণা করে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকের পরিচয় দিয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে গা ঢাকা দিয়ে ছিল কয়েক মাস! কিন্তু, শেষ রক্ষা হল না। দুর্গাপুরের শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হল বিহারের এক যুবককে।
পুলিশী সন্ত্রাসের অভিযোগ তুলে এবার মেদিনীপুরে জেলাশাসকের অফিসের সামনে ধর্নায় বসলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। ১৪৪ ধারা জারি থাকায় তিনি নিজে একাই বিজেপির পতাকা এবং ফেস্টুন নিয়ে ধর্নায় বসেন। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে বেছে বেছে বিজেপির নেতা-কর্মীদের পুলিশ ভয় দেখাচ্ছে, মধ্যরাত্রে বাড়িতে যাচ্ছে। আর তাই যতক্ষণ না এ বিষয়ে তিনি ডিএম বা এসপি'র কাছ থেকে সদুত্তর পান, তিনি এভাবেই ধর্নায় বসবেন বলে জানিয়েছেন।
আবহাওয়ার দফতরের তরফে সতর্কতা জারি করে বলা হয়েছে রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৩০ কিলোমিটার। এর ফলে দিঘা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় সমুদ্রের বাঁধ ভাঙার আশঙ্কাও রয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকায়।
সম্প্রতি নির্বাচনী জনসভা করতে গিয়ে ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজের নামে বিতর্কিত মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তার প্রতিবাদে বাগবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মিছিল করলেন সন্ন্যাসীরা।
'প্রতি বছর বাংলায় ঘূর্ণিঝড় হবে। আমরা এখন ফ্লাড সেন্টার করে দিয়েছি। আপনাদের সেখানে আনা হয়। আগামী ২-৩দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।' রায়দিঘির সভা থেকে ঘূর্ণিঝড় 'রেমাল' নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
'আমার নাম তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই পিছনে লেগে আছেন হিরণ। যখন সমস্ত কিছু ফেল হল, তখন খবর আসে প্রতিটি বিধানসভায় টাকা বিলি করছে বিজেপি, ভোট কেনা হচ্ছে। কালকে অভিযোগ করা হচ্ছে আমার কাছে নাকি গরু চুরির টাকা আছে। কালকে আমার মনে হয়েছে এবার উত্তর দেওয়ার সময় এসেছে। হিরণ-শুভেন্দু অধিকারী চেষ্টা করেছেন আমার বদনাম করার জন্য।' সরব দেব।
''
''
'ওবিসিদের সংরক্ষণ কাড়তে দেব না। সংরক্ষণ যেমন চলছে, তেমনই চলবে। উচ্চ আদালতে যাব।' সাগরের সভা থেকে ফের ঘোষণা মমতার।
বিজেপি নেতাকে খুনের হুমকি দিয়ে বাড়িতে পোস্টার। মেদিনীপুর লোকসভার হরিশপুরে গ্রামীণ মণ্ডলের সাধারণ সম্পাদকের বাড়িতে পোস্টার। সাদা কাগজে লেখা পোস্টারে দেওয়া হয়েছে খুনের হুমকি। ঘটনাস্থলে গেছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের প্রার্থীর।
৪ জুন, লোকসভা ভোটের গণনার দিন গন্ডগোলের আশঙ্কা করে নির্বাচন কমিশনকে চিঠি অর্জুন সিংহের। তৃণমূলের নেতারা গণনাকেন্দ্রে ঢুকে প্রভাব খাটাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ ব্যারাকপুরের বিদায়ী সাংসদের। গণনার দিন কাউন্টিং এজেন্ট ছাড়া আর কেউ যাতে গণনাকেন্দ্রে ঢুকতে না পারেন, তা সুনিশ্চিত করুক কমিশন, দাবি অর্জুনের। হতাশা থেকেই এই ধরনের কথা, পাল্টা দাবি করেছে তৃণমূল কংগ্রেস।
ঘাটালের দাসপুরে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার ২৪ লক্ষ টাকা। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদকের গাড়িতে মিলল ২৪ লক্ষ টাকা। নাকা তল্লাশির সময় মিলেছে বিপুল পরিমাণ টাকা। আজ সকালে বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকা।
এই টাকা কোথা থেকে এল, তার কোনও ব্যাখ্যা দিতে পারেননি প্রশান্ত বেরা, খবর সূত্রের।
কাজের দিনে সাতসকালে ফের মেট্রো বিভ্রাট। জানা গেছে, আপ মেট্রো লাইনে সিগন্যালের সমস্যার কারণে ব্যাহত হয় ট্রেন চলাচল। পরে অত্যন্ত ধীরগতিতে মেট্রো চালানো হলেও বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে দমদমগামী একাধিক ট্রেন। ফলে অফিস টাইমে ফের ভোগান্তির শিকার হতে হল মেট্রো যাত্রীদের। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, দ্রুত সমস্যার সমাধান করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ষষ্ঠ দফার ভোটের মধ্যেই এবার ঘূর্ণিঝড় রেমালের চোখরাঙানি। ক্যানিং থেকে এই মুহর্তে ৮১০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আগামীকাল সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। আবহবিদদের অনুমান, রবিবার সকালে সেটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে মধ্যরাতে আছড়ে পড়বে বাংলাদেশ উপকূলে। রেমালের প্রভাবে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
নন্দীগ্রামে বিজেপি নেতার মা খুনের ঘটনার মধ্যেই গ্রেফতার বিজেপির মণ্ডল সভাপতি। গ্রেফতার বিজেপির নন্দীগ্রাম ১ মণ্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়া। তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার দিনে গন্ডগোলের ঘটনায় গ্রেফতার ধনঞ্জয়।
ভোটের মুখে স্থানীয় বিজেপি কর্মীর খুনের ঘটনায় আজও থমথমে নন্দীগ্রাম। খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্তরা। নন্দীগ্রামের ঘটনায় অ্যাকশন টেকন রিপোর্ট চাইলেন রাজ্যপাল। এই ঘটনায় মমতা সরকারের সমালোচনা করে অবিলম্বে পদক্ষেপ নিতে বললেন সি ভি আনন্দ বোস। রক্তস্নান বন্ধ করুন, আদর্শ আচরণবিধি বজায় রাখুন, মুখ্যমন্ত্রীকে সতর্ক করে বার্তা রাজ্যপালের।
ষষ্ঠ দফার ভোটের মধ্যেই এবার ঘূর্ণিঝড় রেমালের চোখরাঙানি। ক্যানিং থেকে এই মুহর্তে ৮১০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল।আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আগামীকাল সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। আবহবিদদের অনুমান, রবিবার সকালে সেটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়ে মধ্যরাতে আছড়ে পড়বে বাংলাদেশ উপকূলে। রেমালের প্রভাবে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
নন্দীগ্রামে আক্রান্ত বিজেপি এসসি মোর্চার সম্পাদক সঞ্জয় আড়ির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। গতকাল দুপুরে কলকাতায় স্থআনান্তরিত করা হয়েছে তাঁকে। মারের চোটে সঞ্জয়ের মাথার খুলি ফেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর মাথার একাধিক জায়গায় রক্ত জমাট বেঁধে ছিল। চিকিৎসক সুনন্দন বসুর অধীনে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয় সঞ্জয়কে। বিকেলে ঘণ্টাখানেক ধরে চলে তাঁর অস্ত্রোপচার। সঞ্জয়ের মাথায় জমাট বাঁধা রক্ত বের করা গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
ছেলেকে বাঁচাতে গিয়ে নন্দীগ্রামে মহিলা বিজেপি কর্মী খুন। প্রতিবাদে অশান্ত সোনাচূড়া। পরপর দোকানে আগুন। গাছের গুঁড়ি ফেলে অবরোধ।
বুধবার নন্দীগ্রামে সভা করেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তারপর রাতে অশান্ত হয় নন্দীগ্রাম। খুন হন মহিলা বিজেপি কর্মী। এই ঘটনার জন্য অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বাংলাদেশের সাংসদ খুনে সিআইডির হাতে গ্রেফতার কসাই। মুম্বই থেকে কসাই এনে নিউটাউনেই বাংলাদেশের সাংসদকে খুন ! নিউটাউনের ফ্ল্যাটেই নারকীয়ভাবে বাংলাদেশের সাংসদকে খুন। 'বাংলাদেশের সাংসদকে খুনের জন্য মুম্বই থেকে আনা হয়েছিল কসাই।' খুনের পর পরিচয় লোপাটে শরীর থেকে চামড়াও ছাড়িয়ে নেয় আততায়ীরা। শ্বাসরোধ করে খুনের পরে গোটা শরীরের চামড়া ছাড়িয়ে নেয় আততায়ীরা। শরীর থেকে চামড়া ছাড়িয়ে কুচি কুচি করে মাংস কাটে আততায়ীরা। দেহের মাংস ছাড়াও টুকরো টুকরো করে কাটা হয়েছিল সমস্ত হাড়। এরপরে মাংস, হাড়ের টুকরো প্লাস্টিক ব্যাগে নিয়ে বেরিয়ে যায় আততায়ীরা। প্লাস্টিক প্যাকেটে মাংস, হাড় ভরে ফেলে দেওয়া হয় কলকাতার বিভিন্ন এলাকায়।' বনগাঁ থেকে জুবের ওরফে জিহাদ নামে কসাইকে গ্রেফতার করে চাঞ্চল্যকর দাবি সিআইডির: সূত্র। 'খুনের পর প্রমাণ লোপাটের জন্য আনা হয়েছিল খুলনার বাসিন্দা কসাইকে'। 'সাংসদ খুনের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান বাংলাদেশি হলেও মার্কিন নাগরিক।' 'সাংসদকে খুনের জন্য ২ মাস আগে মুম্বই থেকে আনা হয়েছিল কসাইকে।' 'আখতারুজ্জামানের নির্দেশেই আরও ৪ বাংলাদেশিকে সঙ্গী করে সাংসদকে খুন।' আওয়ামি লিগের সাংসদ খুনে হাড়হিম করা স্বীকারোক্তি কসাইয়ের: সিআইডি সূত্র। দেহাংশের খোঁজে ভাঙড়ে তল্লাশি, কিছুই না পেয়ে ফিরতে হল পুলিশকে। কিন্তু কেন এত নৃশংসভাবে ঝিনাইদহের সাংসদকে খুন? এখনও রহস্য। ঢাকা পুলিশের হাতে আরও ৩জন ধরা পড়লেও ফেরার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড।
প্রেক্ষাপট
কলকাতা : ট্রেন থেকে পড়ে মৃত্যু হল বর্ষীয়ান সিপিআইএম নেতা এবং কোন্নগর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুভাষ মুখোপাধ্যায়ের।
কলকাতার কয়েকটি জায়গায় ১৪৪ ধারার নোটিস নিয়ে বিতর্ক। সোশাল মিডিয়ায় পোস্ট-যুদ্ধ সুকান্ত মজুমদার ও কলকাতা পুলিশের। '৫ দফা ভোটের পর, জনগণের মন বুঝতে পেরে মুখ্যমন্ত্রী ভীত। মঙ্গলবার মোদির রোড শো বন্ধ করতে মরিয়া হয়ে পুলিশকে ১৪৪ ধারা জারির নির্দেশ মুখ্যমন্ত্রীর। তৃণমূল জেনে রাখুক, কোনও অশুভ কৌশল বিজেপিকে রুখতে পারবে না, পোস্ট সুকান্তর। পাল্টা ১৪৪ ধারা জারির পুরনো একটি নির্দেশের কপি পোস্ট কলকাতা পুলিশের। 'ডালহৌসি, ভিক্টোরিয়ার আশপাশে নিয়মিত ১৪৪ ধারা জারি থাকে' এটা নতুন কিছু নয়, বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। এক্স হ্যান্ডলে পোস্ট কলকাতা পুলিশের
গাড়ির চুরির তদন্ত করতে এসে পশ্চিমবঙ্গের চাকুলিয়ায় গুলি চালাল বিহার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। প্রতিবাদে পথ অবরোধও করেন স্থানীয়রা।
ভোটের মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বাংলাদেশে আছড়ে পড়লেও ঝড়ের প্রভাব থেকে রেহাই পাবে না বাংলাও। শনিবার থেকে সোমবার পর্য়ন্ত দক্ষিণবঙ্গে একাধির জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভোটের দিন আমডাঙায় দুই বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ। ২০ মে, মারধরের অভিযোগ, এখনও গ্রেফতার হয়নি কেউ। গত পরশু এই নিয়ে তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। 'বিজেপি কর্মীদের আক্রমণ করলে ঘেরাওয়ের মুখে পড়তে হবে'। আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানকে হুঁশিয়ারি অর্জুনের। বিজেপির এত শক্তি নেই যে ঘেরাও করবে, প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের ।
দেবের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় তথ্য দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর। '২০১৬ সালে এনামুল হকের ভাইয়ের থেকে দুই দফায় ৫০ লক্ষ টাকা নিয়েছেন দেব। দেবকে ঘড়ি ও মোবাইল দেওয়ার কথা উল্লেখ এনামুলের ডায়েরিতে। দেবকে স্বীকার করতে হবে, সিনেমা করতে গরুপাচারের টাকা নিয়েছিলেন। ইডি জিজ্ঞাসাবাদ শুরু করার পর টাকা ফেরত দিয়েছেন দেব। মহুয়া মৈত্র যা করেছিলেন দেবও তাই করেছেন', ডায়েরির পাতা পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারীর।
তমলুক লোকসভা কেন্দ্রে ভোটের ৩ দিন আগে নন্দীগ্রামে খুন বিজেপি নেতার মা। বিজেপি নেতার মা-কে পিটিয়ে-কুপিয়ে খুন। নিহত বিজেপি নেতার মায়ের নাম রথীবালা আড়ি। মৃতের ছেলে সঞ্জয় আড়ি সোনাচূড়ার বিজেপি এসসি মোর্চার অঞ্চল সম্পাদক। হামলায় গুরুতর জখম সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে কলকাতায়। বিজেপি সমর্থক খুনে অগ্নিগর্ভ নন্দীগ্রাম। সোনাচূড়ার একাধিক দোকানে ভাঙচুর করে আগুন। রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভে বিজেপি। বেলা বারোটার পর অ্যাকশনে পুলিশ-র্যাফ। লাঠিচার্জ করে আন্দোলনকারী বিজেপি কর্মী-সমর্থকদের ছত্রভঙ্গ করল পুলিশ। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করল পুলিশ।
'আমার ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না', সোশাল মিডিয়ায় শুভেন্দুর পোস্টের পরই পাল্টা আক্রমণে দেব ।'তোমার কোলের ছেলে হিরণও পিন্টু মণ্ডলের থেকে টাকা নিয়েছেন', পিন্টু মণ্ডল আয়োজিত অনুষ্ঠানের হিরণের ছবি দেওয়া পোস্টার পোস্ট দেবের। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, আর হিরণ তাঁকে কাউন্সিলরের পর্যায় নামিয়ে আনছেন, বলেও কটাক্ষ দেবের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -