West Bengal News Live : 'পেরিয়ে গেল ৯০ দিন, আর কতদিন বিচারহীন?'
West Bengal News LIVE Updates RG Kar Case : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...
উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু
এখনও বিচার না মেলায়, চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার ৩ মাস পার, ফের রাস্তায় নামলেন জুনিয়র চিকিৎসকরা। সামিল হলেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা। কারও হাতে থাকল চোখ বাঁধা ন্যায়ের প্রতীক, তো কারও হাতে থাকল জাতীয় পতাকা।
এখনও বিচার না মেলায়, চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার ৩ মাস পার, ফের রাস্তায় নামলেন জুনিয়র চিকিৎসকরা। সামিল হলেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা। কারও হাতে থাকল চোখ বাঁধা ন্যায়ের প্রতীক, তো কারও হাতে থাকল জাতীয় পতাকা।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য আশঙ্কা উপকূলের তিন জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশার পরিস্থিতি। নভেম্বরের মাঝামাঝি কমবে তাপমাত্রা। শীতের আমেজ অনুভূত হবে রাজ্যজুড়ে। বইতে শুরু করবে উত্তুরে হাওয়া। আগামী ৭ দিন আবহাওয়া শুকনো থাকবে। রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমীতে উপকূলবর্তী ৩ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এবং উত্তর ২৪ পরগনা এই তিন জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু- এক জায়গায় হতে পারে।এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।
বৈঠকখানা রোডে একাধিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার। শিয়ালদায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযান । সুরেন্দ্রনাথ কলেজের কাছে অস্ত্র-ভাণ্ডারের হদিশ। কারা, কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য অস্ত্র মজুত?
উস্তিতে বিজেপি নেতা খুনে চাঞ্চল্যকর মোড়। সম্পর্কের টানাপোড়েনে খুন বিজেপি নেতা পৃথ্বীরাজ নস্কর, দাবি পুলিশের। বিজেপি নেতা খুনে গ্রেফতার ১ মহিলা, অপরাধ কবুল ধৃতের।
ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ডাউন সেকন্দ্রাবাদ-শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। হাওড়ার নলপুরে লাইনচ্যুত হল ট্রেনের একাধিক কামরা। ইঞ্জিন ও পার্সল ভ্যান এক লাইনে ঢুকলেও ট্রেনের বাকি ৪টি কামরা অন্য লাইনে ঢুকল কী করে? তদন্ত শুরু করেছে রেল। প্রাণ হাতে করে ট্রেন সফর আর কতদিন? ফের উঠল সেই প্রশ্ন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ভারতীয় রেল। ১০ দিনের মধ্যে মিলবে রিপোর্ট।
পূর্ব মেদিনীপুরের পর আরও দুই জেলায় ট্যাব-'কেলেঙ্কারি'। মালদা ও উত্তর ২৪ পরগনায় ট্যাব-কেলেঙ্কারির অভিযোগ
আর জি কর কাণ্ডের বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না, মিছিল শেষে হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের।
৬ কেন্দ্রে উপনির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। 'কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটে জিততে চাইছে বিজেপি। বিজেপিকে ভোট দেওয়ার জন্য সরাসরি সওয়াল করছে কেন্দ্রীয় বাহিনী'।কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে, পুলিশ ও অশোক স্তম্ভের অপমানের অভিযোগ। সুকান্তকে শোকজ করুক নির্বাচন কমিশন, দাবি তৃণমূলের
৬ কেন্দ্রে উপনির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল। 'কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটে জিততে চাইছে বিজেপি। বিজেপিকে ভোট দেওয়ার জন্য সরাসরি সওয়াল করছে কেন্দ্রীয় বাহিনী'।কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে, পুলিশ ও অশোক স্তম্ভের অপমানের অভিযোগ। সুকান্তকে শোকজ করুক নির্বাচন কমিশন, দাবি তৃণমূলের
কলকাতার পাশাপাশি জেলাতেও আর জি কর কাণ্ডের বিচার চেয়ে আন্দোলন। পুরুলিয়ার রঘুনাথপুরে মিছিল মহিলাদের। উঠল WE Want Justice স্লোগান।
বিচারের দাবিতে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত জনজোয়ার। একহাতে সংবিধান, একহাতে ন্যায়ের প্রতীক নিয়ে মিছিল। ধর্মতলায় অভয়া মঞ্চের ডাকে 'জনতার চার্জশিট'। মেডিক্যাল কলেজগুলিতে 'দ্রোহের গ্যালারি'।
এবার কলকাতাতেও ডেঙ্গির বলি। জোড়াবাগানে মৃত্যু যুবকের। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ। ডেঙ্গিতে মৃত্যু হয়নি, পাল্টা দাবি পুরসভার।
অশ্লীল নাচে চাপ, রাজি না হওয়ায় শিল্পীদের আটকে রেখে মারধর'! বিস্ফোরক অভিযোগ নন্দকুমারের একটি ক্লাবের পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে। গ্রেফতার ২।
দলীয় কার্যালয়ের ভিতর থেকে বিজেপি নেতার রক্তাক্ত দেহ উদ্ধার। দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে চাঞ্চল্য। রাজনৈতিক খুনের অভিযোগ পরিবারের।
'আজ ওয়ার্নিং হল, পরেরদিন ছেড়ে কথা হবে না। আউটডোরে দেরিতে আসার অভিযোগে দিনহাটা হাসপাতালে ঢুকে ডাক্তারদের শাসানি তৃণমূল নেতৃত্বের। অরাজকতা সৃষ্টির চেষ্টা, পাল্টা বিজেপি।
আর জি কর কাণ্ডের ৩ মাস পার। বিচারের দাবিতে ফের পথে জুনিয়র ডাক্তাররা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। সব মেডিক্যাল কলেজে দ্রোহের গ্যালারি। অভয়া মঞ্চের জনতার চার্জশিট।
প্রেক্ষাপট
কলকাতা: আর জি কর কাণ্ডের ৩ মাস পার। বিচারের দাবিতে ফের পথে জুনিয়র ডাক্তাররা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। সব মেডিক্যাল কলেজে দ্রোহের গ্যালারি। অভয়া মঞ্চের জনতার চার্জশিট। দিনহাটায় হাসপাতালে ঢুকে ডাক্তারদের শাসকের শাসানি। এবার কলকাতাতেও ডেঙ্গির বলি। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ। দলীয় কার্যালয়ের ভিতর থেকে বিজেপি নেতার রক্তাক্ত দেহ উদ্ধার। অশ্লীল নাচে চাপ, রাজি না হওয়ায় শিল্পীদের আটকে রেখে মারধর'! ফের বেলাইন ট্রেন, দুর্ঘটনার পরেই দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত।
সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -