West Bengal News Live Updates: অল্পের জন্য ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বাঁচল ডাউন সেকেন্দ্রাবাদ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবরের আপডেট এবার এক ক্লিকে।
LIVE
Background
ক্যানিংয়ে লজ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার। ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের। পলাতক সঙ্গীর খোঁজে পুলিশের তল্লাশি।
আর জি কর-কাণ্ডের ৩ মাস পার। বিচারের দাবিতে আজ ফের পথে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল। জনতার চার্জশিট কর্মসূচি অভয়া মঞ্চের।
বর্ধমান মেডিক্যালে র্যাগিংয়ের অভিযোগে সাসপেন্ড ১০পড়ুয়াকে ক্লাস করার অনুমতি হাইকোর্টের। এখনই ঢুকতে পারবেন না হস্টেলে। বিচারাধীন বিষয়ে মন্তব্য নয়, জানালেন অধ্যক্ষ।
ঝাড়গ্রামে চিকিৎসকের মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য। শরীরে কিছু ঢোকানোর জেরে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু। উল্লেখ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে।
রেশন ডিলারের দোতলা পাকা বাড়ি, তাও আবাস প্রকল্পে নাম! বঞ্চনা-ক্ষোভের মধ্যেই কাঁকসার ঘটনায় তোলপাড়। এজন্যেই সমীক্ষা, আশ্বাস পঞ্চায়েতমন্ত্রীর।
কাটোয়ায় আবাসে একই নাম ৫ জায়গায়! সমীক্ষায় খোঁজই মিলল না উপভোক্তার। দুর্নীতির অভিযোগ বিজেপির। সরকারি কর্মীদের ঘাড়ে দায় চাপাল তৃণমূল। মানতে নারাজ বিডিও।
যোগ্যকে বঞ্চনা, অযোগ্যকে পাকা ঘর। পুরুলিয়াতেও আবাস বিক্ষোভ। বাঘমুণ্ডি-ঝালদা রাজ্য সড়ক অবরোধ।
পটাশপুরে আবাসে বেফাঁস তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি।
রেখা পাত্রকে নিয়ে ফিরহাদের মন্তব্যে বিতর্ক। কমিশনে নালিশ বিজেপির। পুর-নগরোন্নয়নমন্ত্রীকে সেন্সরের দাবি।
কোনও মহিলাকে বলিনি, বিজেপিকে বলেছি। বিতর্কিত মন্তব্য নিয়ে এবার সাফাই ফিরহাদের।
সিতাই উপনির্বাচনে এবার তৃণমূল সাংসদের সার্জারির দাওয়াই!
উপনির্বাচনের আগে হুঙ্কার সুকান্তর।
নাম না করে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি বাঁকুড়ার বিজেপি বিধায়কের।
কমিশন-বিজেপি আঁতাঁতের অভিযোগ তুলে হুঁশিয়ারি তৃণমূল সাংসদের।
কেষ্টর প্রত্যাবর্তনেও বীরভূমে কাজল-সহ কোর কমিটিতেই আস্থা অভিষেকের। মমতার নির্দেশে অনুব্রতর উপস্থিতিতেই দলীয় কার্যালয়ে ১৬ নভেম্বর বৈঠক।
যত বেশি লিড, তত বেশি উন্নয়ন। হাড়োয়ায় উপনির্বাচনের প্রচারে মন্তব্য জেলা পরিষদের সভাধিপতির।
পাঁশকুড়ার বসন্তবাড় সমবায় সমিতির ভোটে জয় তৃণমূলের। বিজেপির ভোটার স্লিপ কাড়ার অভিযোগে তুলকালাম। দুই দলের সমর্থকদের হাতাহাতি-সংঘর্ষ।
WB News Live: বিচারের দাবিতে আজ ফের পথে নামছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট
আর জি কর-কাণ্ডের ৩ মাস পার। বিচারের দাবিতে আজ ফের পথে নামছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে মেডিক্যাল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি তৈরির ডাক। কলেজ স্ট্রিটে শুরু হচ্ছে জুনিয়র চিকিৎসকদের মিছিল। মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। প্রায় ১০০টি মঞ্চ মিলে তৈরি করেছে অভয়া মঞ্চ। সেই মঞ্চের আজ জনতার চার্জশিট কর্মসূচি।
West Bengal News Live: আবাস যোজনার তালিকায় নাম উঠেছে কি না, দেখানোর নামে মহিলাকে 'ধর্ষণ-খুন'।
আবাস যোজনার তালিকায় নাম উঠেছে কি না, দেখানোর নামে মহিলাকে 'ধর্ষণ-খুন'। অভিযোগ, ক্যানিংয়ের এক লজে ডেকে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ-খুন করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ক্যানিংয়ের বাসিন্দা মহসিন মোল্লা ওই মহিলার সঙ্গে লজে উঠেছিলেন। অভিযুক্ত মহসিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। লজে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মহিলা অসুস্থ হয়ে পড়েন বলে পুলিশ সূত্রে খবর। লজের কর্মীদের সাহায্য়ে মহিলাকে ক্যানিং বাজারে এক চিকিৎসকের চেম্বারে যায় মহসিন চিকিৎসক জানান মহিলার মৃত্যু হয়েছে। এরপরেই সকলের নজর এড়িয়ে মহিলাকে সেখানেই ফেলে পালায় তাঁর সঙ্গী।
WB News Live: আর জি কর-কাণ্ডের ৩ মাস পার, বিচারের দাবিতে আজ ফের পথে নামছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট
আর জি কর-কাণ্ডের ৩ মাস পার। বিচারের দাবিতে আজ ফের পথে নামছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে মেডিক্যাল কলেজগুলিতে দ্রোহের গ্যালারি তৈরির ডাক। এসএসকেএম চত্বরে রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন তৈরি করেছে দ্রোহের গ্যালারি। গত তিনমাস আন্দোলনের গতিপ্রকৃতি সংক্রান্ত ছবি, পোস্টার দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের দাবি আন্দোলন থেকে তাঁরা যে সরে আসেননি সেকথা বোঝাতেই এই দ্রোহের গ্যালারি।
West Bengal News Live: মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাতর্ভ্রমণে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু তিনজনের
সাতসকালে মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাতর্ভ্রমণে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু তিনজনের। পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু। গাড়ি উল্টে গুরুতর আহত পিকআপ ভ্যানের চালক। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার ৩১ নম্বর জাতীয় সড়কে।
WB News Live: মর্মান্তিক মৃত্যু বনগাঁয়, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ২ যুবকের
মর্মান্তিক মৃত্যুর সাক্ষী থাকলো শহর বনগাঁ। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ২ যুবকের। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বনগাঁ থেকে পেট্রাপোলগামী ট্রাকের চাকার নীচে চাপা পড়ে মৃত্যু। ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের। অন্যজনকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।