Nabanna Meeting LIVE Updates: অনশন প্রত্যাহারের ঘোষণা চিকিৎসকদের

Junior Doctors Mamata Banerjee Nabanna Meeting LIVE: রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 21 Oct 2024 11:16 PM
Cyclone Dana Update: ঘূর্ণিঝড় 'ডানা' নিয়ে লাল সতর্কতা

কালীপুজোর আগে বাংলায় ঘূর্ণিঝড় ‘দানা’র ভ্রুকুটি। তাই প্রতি মুহূর্তেই কড়া নজরের মধ্য বিষয়টি রেখেছে আবহাওয়া দফতর।আজই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। এই নিম্নচাপের অভিমুখ প্রাথমিকভাবে ওড়িশা-বাংলা উপকূলের দিকে। মূলত ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবার অবধি রয়েছে হলুদ, কমলা ও লাল সতর্কতা। মঙ্গল ও বুধবার সমুদ্র উত্তাল থাকবে। ঝোড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

RG Kar Protest: অসুস্থ অনশনকারী জুনিয়র চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায়

অসুস্থ অনশনকারী জুনিয়র চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায়, মিটিয়ের পর তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে।

Nabanna Meet: অনশন প্রত্যাহারের অনুরোধ নিহত চিকিৎসকদের মা-বাবার

জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন প্রত্যাহার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অনশন প্রত্যাহার।অনশন প্রত্যাহারের অনুরোধ নিহত চিকিৎসকদের মা-বাবার। নিহত চিকিৎসকের পরিবারের আবেদনে সাড়া, অনশন প্রত্যাহার। 'লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার রেখেই অনশন প্রত্যাহার', ধর্মতলায় ১৭দিন পরে অনশন তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা। 

RG Kar Case: অনশন প্রত্যাহারের ঘোষণা চিকিৎসকদের

আগামীকাল কোনও স্বাস্থ্য ধর্মঘট নয় I অনশন প্রত্যাহারের ঘোষণার সঙ্গে সঙ্গেই ঘোষণা চিকিৎসকদের

Junior Doctor Protest: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে GB মিটিংয়ে জুনিয়র ডাক্তাররা

কাল কী হবে স্বাস্থ্য ধর্মঘট? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে GB মিটিংয়ে জুনিয়র ডাক্তাররা

Left Front List WB Assembly By Poll 2024: উপনির্বাচনের প্রার্থী ঘোষণা এবার বামেদের

১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ্যে এনেছে বিজেপি ও তৃণমূল। এবার ৫ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। তবে হাড়োয়া কেন্দ্রের প্রার্থীর নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি। 'পরে জানানো হবে' বলে বামেদের তরফে ঘোষণা হয়েছে। তালডাঙরা কেন্দ্রে সিপিআইএম মনোনীত প্রার্থী দেবকান্তি মোহান্তি। মেদিনীপুর কেন্দ্রে মনিকুন্তল খামরুইকে (সিপিআই প্রার্থী) টিকিট দিয়েছে বামেরা।  মাদারিহাট কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী পাদম ওঁরাও। সীতাই কেন্দ্রে ফরোয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অরুন কুমার বর্মা। নৈহাটি কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত সিপিআই (এমএল) লিবারেশন প্রার্থী পদে দাঁড় করানো হয়েছে দেবজ্যোতি মজুমদারকে।  

RG Kar Case: ধর্মতলার অনশন মঞ্চে নিহতের মা-বাবা

ধর্মতলার অনশন মঞ্চে নিহত চিকিৎসকের মা-বাবা

Mamata On Nabanna Meet: স্বাস্থ্য পরিষেবায় আমরা দেশে এক নম্বরে, দাবি মুখ্যমন্ত্রীর

আন্দোলন চলার সময় উত্তরবঙ্গ মেডিক্যালে অধ্যক্ষ ঘেরাও হয়েছিল', হাসপাতালে সুস্থ-স্বাভাবিক পরিবেশ তৈরি করতে হবে: মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিষেবায় আমরা দেশে এক নম্বরে, দাবি মুখ্যমন্ত্রীর । 'অনেক অধ্যক্ষ রাজনীতি করেন, একজন চিরকাল এক জায়গায় চাকরি করেন না'

RG Kar Protest: নবান্নে বৈঠকের পর কাটবে জট? এবার কোন পথে জুনিয়র ডাক্তারদের আন্দোলন?


নবান্নে বৈঠকের পর কাটবে জট? এবার কোন পথে জুনিয়র ডাক্তারদের আন্দোলন? অনশনকারীদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের

Nabanna Mamata Junior Doctor Meet Live : 'স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে স্বাস্থ্য সচিবের পদত্যাগ চাই'

'স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে স্বাস্থ্য সচিবের পদত্যাগ চাই', স্বাস্থ্য সচিবকে সরানোর দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। কারও বিরুদ্ধে অভিযোগ করলেই অভিযুক্ত বলা যায় না: মুখ্যমন্ত্রী। দোষ প্রমাণে দোষী, না হলে অভিযুক্ত, পাল্টা জুনিয়র ডাক্তাররা। ১৩৭ পাতার অভিযোগপত্র নিয়ে নবান্নে জুনিয়র ডাক্তাররা।  

Nabanna Meet: মুখ্যমন্ত্রীর কাছে সরকারের অবস্থান জানতে চাইল জুনিয়র ডাক্তাররা


'ডায়মন্ড হারবারে থ্রেট কালচারে অভিযুক্ত অধ্যক্ষের ঘরে তালা দিয়েছে', আর জি কর মেডিক্যালে হামলায় অভিযুক্তরা সবাই জামিনে মুক্ত, মুখ্যমন্ত্রীর কাছে সরকারের অবস্থান জানতে চাইল জুনিয়র ডাক্তাররা

Nabanna Meet: খাতা চেক করলে ১০ নম্বরও পাবে না, তারা এখন হাউসস্টাফ, পাল্টা অনিকেত


'পরীক্ষা স্বচ্ছভাবে হবে, দেখবেন মুখ্যসচিব, অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে', সেন্ট্রাল এজেন্সি দিয়ে ২ বছরের খাতা পরীক্ষা করলে অনেক কিছু বেরিয়ে আসবে: মুখ্যমন্ত্রী, খাতা চেক করলে ১০ নম্বরও পাবে না, তারা এখন হাউসস্টাফ, পাল্টা অনিকেত

Nabanna Meet: 'আমরা কোনও রাজনীতির জায়গায় নেই, আমরা সুস্থ পরিবেশ চাই'

'মেডিক্যাল কলেজ-হাসপাতালে যেন সুস্থ স্বাভাবিক পরিবেশ থাকে। আর জি কর মেডিক্যাল বারবার একই নাম উঠে আসছে। প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে ছাত্র-ছাত্রীদের হুমকি দেওয়া হয়েছে। এখনও তারা কাউন্সিল, বোর্ডে থাকলে, সন্দেহের জায়গা থাকে। আমরা কোনও রাজনীতির জায়গায় নেই, আমরা সুস্থ পরিবেশ চাই', মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রক্তমাখা গ্লাভসের প্রসঙ্গ উল্লেখ জুনিয়র ডাক্তারদের

Nabanna Mamata Junior Doctor Meet Live : অভয়ার মৃত্যুর তদন্তে যেন সহযোগিতা করে রাজ্য: জুনিয়র ডাক্তার

টাস্ক ফোর্সে ডাক্তারদের প্রতিনিধি আরও বাড়ানোর দাবি। কলেজ লেভেল মনিটরিং কমিটিতে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধি রাখার দাবি
'এই কমিটি যেন সিলেক্টেড না হয়, ইলেক্টেড হয়। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে যেন তদন্ত হয়', অভয়ার মৃত্যুর তদন্তে যেন সহযোগিতা করে রাজ্য: জুনিয়র ডাক্তার। আমরা সব কিছু করেছি, আমরাও চাই তাড়াতাড়ি বিচার হোক: মুখ্যমন্ত্রী। 

Nabanna Meet: আমরা চাই না ভবিষ্যতে যেন আরও বিরূপাক্ষ তৈরি হোক: জুনিয়র ডাক্তার

'গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন না হলে থ্রেট কালচার বন্ধ হবে না', আমরা চাই না ভবিষ্যতে যেন আরও বিরূপাক্ষ তৈরি হোক: জুনিয়র ডাক্তার, যে নেই, তার নাম নিয়ে আলোচনা নয়, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

RG kar Case Nabanna Meet Live Streaming Update: অধ্যক্ষের ঘরে তালা, তাহলে কোথায় সুরক্ষা? প্রশ্ন অনিকেত মাহাতোর


'যৌন হেনস্থা থেকে চাঁদা আদায়, হেনস্থা--থ্রেট কালচারে কিছুই বাকি নেই। অনেকে অনেক কিছু বলতে পারে না, বলার জায়গাও নেই', অধ্যক্ষের ঘরে তালা, তাহলে কোথায় সুরক্ষা? প্রশ্ন অনিকেত মাহাতোর

Nabanna Meet Update: কারও বিরুদ্ধে অভিযোগ করলেই অভিযুক্ত বলা যায় না: মুখ্যমন্ত্রী

স্বাস্থ্য সচিবকে সরানোর দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। কারও বিরুদ্ধে অভিযোগ করলেই অভিযুক্ত বলা যায় না: মুখ্যমন্ত্রী। দোষ প্রমাণে দোষী, না হলে অভিযুক্ত, পাল্টা জুনিয়র ডাক্তাররা

Nabanna LIVE Streaming : মুখ্যমন্ত্রীর কাছে সরকারের অবস্থান জানতে চাইল জুনিয়র ডাক্তাররা

স্বাস্থ্য সচিবের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগের জন্য লিখিত আশ্বাসের দাবি জুনিয়র ডাক্তারদের। 'ডায়মন্ড হারবারে থ্রেট কালচারে অভিযুক্ত অধ্যক্ষের ঘরে তালা দিয়েছে', আর জি কর মেডিক্যালে হামলায় অভিযুক্তরা সবাই জামিনে মুক্ত। মুখ্যমন্ত্রীর কাছে সরকারের অবস্থান জানতে চাইল জুনিয়র ডাক্তাররা। 


 

Nabanna Mamata Junior Doctor Meet Live : অবশেষে মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠকের লাইভ স্ট্রিমিং


অবশেষে মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তারদের বৈঠকের লাইভ স্ট্রিমিং। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৭জন জুনিয়র ডাক্তারকেই অনুমতি। নবান্নের বৈঠকে ৫ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, MSVP। বৈঠকে এনআরএসের সুপার, এসএসকেএমের ডিরেক্টর । থ্রেট কালচারের বন্ধে SOP, টাস্ক ফোর্সের দাবি জুনিয়র ডাক্তারদের।


 


 

Nabanna LIVE Streaming : নবান্ন সভাঘরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের লাইভ স্ট্রিমিং


নবান্ন সভাঘরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের লাইভ স্ট্রিমিং, কী কী আলোচনা হচ্ছে, প্রতি মুহূর্তের আপডেটস সরাসরি। 

Nabanna Update: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৭ জন জুনিয়র চিকিৎসক

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৭ জন জুনিয়র চিকিৎসক 

RG Kar Protest: নবান্নের বৈঠকে অধ্যক্ষ

নবান্নের বৈঠকে থাকবেন কলকাতা মেডিক্যাল ও আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ। এসএসকেএম হাসপাতালের সুপারও থাকবেন নবান্নের বৈঠকে 

RG Kar Case: নবান্নে জুনিয়র ডাক্তারদের ১৭জন প্রতিনিধি

 


নবান্নে জুনিয়র ডাক্তারদের ১৭জন প্রতিনিধি। অনশনের ১৭দিন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের জুনিয়র ডাক্তারদের বৈঠক। বিকেল ৫: অনশনে অনড় থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। নবান্নের বৈঠকে থাকবেন কলকাতা মেডিক্যাল ও আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ। 

Weather Alert: আজই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা

 


কালীপুজোর আগে বাংলায় ঘূর্ণিঝড় ‘দানা’র ভ্রুকুটি। আজই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। নিম্নচাপের অভিমুখ প্রাথমিকভাবে ওড়িশা-বাংলা উপকূলের দিকে। বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।  

Junior Doctor At Nabanna : নবান্নে পৌঁছলেন জুনিয়র চিকিৎসকরা

নবান্নে পৌঁছলেন জুনিয়র চিকিৎসকরা, আমরণ অনশনের ১৭তম দিনে ফের মুখোমুখি দু’পক্ষ? কাটবে অচলাবস্থা?

 RG Kar Case: আমরণ অনশনের ১৭তম দিনে ফের মুখোমুখি দু’পক্ষ?

 আমরণ অনশনের ১৭তম দিনে ফের মুখোমুখি দু’পক্ষ? কাটবে অচলাবস্থা? আজ মেডিক্যাল কাউন্সিল ‘সাফাই অভিযান’ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। 

RG Kar Protest: নবান্নের উদ্দেশ্যে রওনা জুনিয়র চিকিৎসকদের

সংঘাতের মধ্যেই আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। মুখ্যসচিবের প্রস্তাব খারিজ। অনশন না তুলেই বিকেলে নবান্নে যাচ্ছেন আন্দোলনকারীরা। ইতিমধ্যেই তাঁরা নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ।

প্রেক্ষাপট

কলকাতা: সংঘাতের মধ্যেই আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। মুখ্যসচিবের প্রস্তাব খারিজ। অনশন না তুলেই বিকেলে নবান্নে যাচ্ছেন আন্দোলনকারীরা। আমরণ অনশনের ১৭তম দিনে ফের মুখোমুখি দু’পক্ষ? কাটবে অচলাবস্থা? আজ মেডিক্যাল কাউন্সিল ‘সাফাই অভিযান’ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় ৪টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত। তথ্য ডিলিটের আশঙ্কা। পুনরুদ্ধারে চণ্ডীগড়ের ফরেন্সিক ল্যাবে পাঠাল সিবিআই। কালীপুজোর আগে দুর্যোগের ভ্রুকুটি, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। 


সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি মিস করেছেন ? একনজরে দেখে নিন এখানে

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.