West Bengal News Live Updates: এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা', পুরীর সৈকত পর্যটকশূন্য করতে নির্দেশ

Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 22 Oct 2024 02:57 PM
West Bengal Assembly By Elections: উপনির্বাচনের মুখে আবাস যোজনার সমীক্ষায় 'না' জাতীয় নির্বাচন কমিশনের

উপনির্বাচনের মুখে আবাস যোজনার সমীক্ষায় 'না' জাতীয় নির্বাচন কমিশনের। রাজ্য বিজেপির দাবি মেনে নিল জাতীয় নির্বাচন কমিশন। আদর্শ আচরণবিধি লাগু হওয়ায় ৫ জেলায় সমীক্ষা করতে পারবে না রাজ্য সরকার। 

Cyclone Dana Live Updates: ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিমি বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা

বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার।
কাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 

Cyclone Dana Live Updates: এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা', পুরীর সৈকত পর্যটকশূন্য করতে নির্দেশ

এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। কাল থেকে ওড়িশার উপকূলবর্তী জেলার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত। কালকের মধ্যেই পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ ওড়িশা সরকারের। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ। 

Malda News: মালদার ইংরেজবাজারে ফের বিস্ফোরণ, ভেবে খেলতে গিয়ে আহত ৬ বছরের বালক

মালদার ইংরেজবাজারে ফের বিস্ফোরণ। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত ৬ বছরের বালক। ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যালে। কে বা কারা বোমা রেখে গিয়েছিল, তদন্তে পুলিশ।

Malda News: বীরভূমের পর এবার মালদায় আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ

বীরভূমের পর এবার মালদা। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকারের তরফে আবাস যোজনার তালিকা করতে গিয়ে, হরিশ্চন্দ্রপুর এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন প্রশাসনিক আধিকারিকরা। গ্রামবাসীদের পাশাপাশি আবাস যোজনার সমীক্ষকদের উদ্দেশে গো ব্যাক স্লোগান দিলেন স্থানীয় তৃণমূল নেতারাও। বিক্ষোভকারীদের অভিযোগ, কেন্দ্রীয় আবাস যোজনা তালিকায় নাম থাকা যোগ্যদের বদলে নাম ঢোকানো হচ্ছে অন্যদের। হরিশ্চন্দ্রপুরের তালসুর গ্রামের পাশাপাশি একই অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হল সুলতাননগর, ইসলামপুর, দৌলতপুর, সাদলিচক-সহ একাধিক জায়গায়। প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে নিজেদের লোক ঢোকাতে চাইছে তৃণমূল বলে একসুরে কটাক্ষ করেছে বাম-বিজেপি। যদিও রাজ্যের তৈরি আবাস তালিকায় গরমিলের অভিযোগ উড়িয়ে দিয়েছে মালদার তৃণমূল নেতৃত্ব।


West Bengal Assembly By Elections: ৬ কেন্দ্রে উপনির্বাচনে মোতায়েন করা হবে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

৬ কেন্দ্রে উপনির্বাচনে মোতায়েন করা হবে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সিতাই: মোতায়েন করা হবে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মাদারিহাট: মোতায়েন করা হবে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, নৈহাটি: মোতায়েন করা হবে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, হাড়োয়া: মোতায়েন করা হবে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, মেদিনীপুর: মোতায়েন করা হবে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তালডাংরা: মোতায়েন করা হবে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও মোতায়েন করা হবে একই সংখ্যর কুইক রেসপন্স টিম। থাকবে পর্যাপ্ত রাজ্য পুলিশও, খবর নির্বাচন কমিশন সূত্রের। 

Birbhum News: আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে পাড়ুইয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব তৃণমূলই

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে এবার বীরভূমের পাড়ুইয়ে তৃণমূলের বিরুদ্ধেই সরব হল তৃণমূলের একাংশ। মঙ্গলডিহি গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরা। আবাস-সমীক্ষার কাজ অসমাপ্ত রেখেই ফিরতে হল তাঁদের। বিক্ষোভকারীদের অভিযোগ, সমীক্ষার নামে আবাস-তালিকা থেকে যোগ্য-প্রাপকদের বদলে নাম ঢোকানো হচ্ছে এলাকার বিত্তবানদের। তৃণমূল পরিচালিত মঙ্গলডিহি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে এই দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ তুলে অসন্তোষ উগরে দিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। যদিও আবাস তালিকায় গরমিলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান মর্জিনা বিবি। সরকারি গাইডলাইন মেনেই চূড়ান্ত সমীক্ষা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।


Kolkata News: টালা ব্রিজের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, ট্যাক্সির ধাক্কায় মৃত্যু বাবা-মেয়ের

টালা ব্রিজের কাছে মর্মান্তিক দুর্ঘটনা। ট্যাক্সির ধাক্কায় মৃত্যু বাবা-মেয়ের। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় পিছন থেকে ট্যাক্সির ধাক্কা। ঘাতক ট্যাক্সিটিকে আটক করা হয়েছে, গ্রেফতার চালক।

Cyclone Dana Live Updates: ঘূর্ণিঝড় দানার হানায় যাতে কোনওভাবে ট্রেন চলাচল ব্যাহত না হয় সেজন্য উদ্যোগী রেল কর্তৃপক্ষ

ঘূর্ণিঝড় দানার হানায় যাতে কোনওভাবে ট্রেন চলাচল ব্যাহত না হয় সেজন্য উদ্যোগী রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের তরফে ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। ওভারহেড তার যাতে ছিঁড়ে না যায়, তারজন্যও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। 

Junior Doctors Protest: করোনার সময় পৌনে ২ লক্ষ টাকার যন্ত্র কেনা হয়েছে ৪ লক্ষ ৩০ হাজার টাকায়, সন্দীপের বিরুদ্ধে অভিযোগ

'কী ভাবে আর জি কর মেডিক্যালে দুর্নীতি? সব দেখেও কী ভাবে চোখ বুজে থেকেছে স্বাস্থ্য দফতর', মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৩৭ পাতার নথি দিলেন জুনিয়র ডাক্তাররা। অভিযোগ, বেশি দাম দেখিয়ে হাসপাতালের যন্ত্রাংশ কিনেছেন সন্দীপ ঘোষ। করোনার সময় পৌনে ২ লক্ষ টাকার যন্ত্র কেনা হয়েছে ৪ লক্ষ ৩০ হাজার টাকায়। মা তারা ট্রেডার্সকে বেআইনি ভাবে কয়েক কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে। একই সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছে ওষুধ থেকে চিরুণির বরাত। ওষুধ সরবরাহকারী ব্যবসায়ীর থেকে কেনা হয়েছে সোফা সেট', নবান্নের বৈঠকে নথি তুলে দিয়ে দাবি জুনিয়র ডাক্তারদের।
মৃতদেহ নিয়ে দুর্নীতির অভিযোগও তুলে ধরা হয়েছে অভিযোগপত্রে। 

Suti News: খেলার সময় বিদ্যুতের খোলা তারে পা, বেঘোরে মৃত্যু শিশুর

সাত সকালে খেলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণীর ছাত্রের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল সুতির ধলারামচন্দ্র পুর গ্রামে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাড়ির পাশেই খেলা করছিল দ্বিতীয় শ্রেণীর ছাত্র অন্তু সিনহা ও তার এক বন্ধু। পাশের ছিল কাঠমিল, তার পিছনে খেলা করার সময় খোলা পরে থাকা বিদ্যুতের তারে সংস্পর্ষে চলে আসে অন্তু এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মহেসাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।  বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাফিলতিতেই এমন দুর্ঘটনা বলে দাবি মৃতের পরিবারের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বিদ্যুৎ দফতরের কর্মীরা। খোলা তারটিকে সরিয়ে দেওয়া হয়।

RG Kar Victim Family: এবার অমিত শাহকে চিঠি আর জি কর মেডিক্যালের নিহত নির্যাতিতার বাবার

এবার অমিত শাহকে চিঠি আর জি কর মেডিক্যালের নিহত নির্যাতিতার বাবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি। মানসিক যন্ত্রণা ও অসহায়তার কথা জানিয়ে অমিত শাহকে চিঠি নিহত নির্যাতিতার বাবার।

Cyclone Dana Live Updates: কাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গের আকাশে ফের দুর্যোগ-শঙ্কা। বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার। বঙ্গোপসাগরে নিম্নচাপ আজই পরিণত হবে গভীর নিম্নচাপে। কালই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। কাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন।
কাল থেকে ওড়িশার উপকূলবর্তী জেলার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত। কালকের মধ্যেই পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ ওড়িশা সরকারের।
সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ।

Junior Doctors Protest Live Updates: মৃতদেহ নিয়ে দুর্নীতির অভিযোগ, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৩৭ পাতার নথি ডাক্তারদের

'কী ভাবে আর জি কর মেডিক্যালে দুর্নীতি? সব দেখেও কী ভাবে চোখ বুজে থেকেছে স্বাস্থ্য দফতর', মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ১৩৭ পাতার নথি দিলেন জুনিয়র ডাক্তাররা। 'কী ভাবে ঘনিষ্ঠদের হাসপাতালের টেন্ডার দিতেন সন্দীপ ঘোষ? বেশি দাম দেখিয়ে হাসপাতালের যন্ত্রাংশ কিনেছেন সন্দীপ ঘোষ',
নবান্নের বৈঠকে নথি তুলে দিয়ে দাবি জুনিয়র ডাক্তারদের। মৃতদেহ নিয়ে দুর্নীতির অভিযোগও তুলে ধরা হয়েছে অভিযোগপত্রে।

Junior Doctors Hunger Strike: নিহত চিকিৎসকের মা-বাবার অনুরোধে উঠল জুনিয়র ডাক্তারদের অনশন-আন্দোলন

আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবার অনুরোধে উঠল জুনিয়র ডাক্তারদের অনশন-আন্দোলন। গতকাল, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর, রাতে ধর্মতলার মঞ্চ থেকে অনশন প্রত্যাহারের ঘোষণা করলেন তাঁরা। ১৭ দিন পর অনশন তুললেও, ন্যায়বিচার-সহ ১০ দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও শোনা গেল জুনিয়র ডাক্তারদের মুখে। আগামী শনিবার, আর জি কর মেডিক্যালে মহাসমাবেশের ডাক দিলেন তাঁরা। 
গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় ‘আমরণ অনশন’ শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও শুরু হয় অনশন। একের পর এক জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে পড়লেও পিছু হঠেননি তাঁরা। শেষপর্যন্ত সোমবার অনশন তোলার ঘোষণার পাশাপাশি আজ স্বাস্থ্য ধর্মঘটের কর্মসূচিও প্রত্যাহার করলেন আন্দোলনকারীরা। ধর্মতলার মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রথম থেকে অনশনে বসা জুনিয়র চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায়। সর্বোচ্চ প্রশাসনিক পদের অনুরোধে যে তাঁরা অনশনের পথ থেকে সরে আসেননি, স্পষ্ট করে দেন ১৫ অক্টোবর থেকে অনশনে বসা জুনিয়র চিকিৎসক রুমেলিকা কুমার।


 

Krishnanagar News: আর জি কর কাণ্ডের প্রতিবাদে কৃষ্ণনগরে রেল অবরোধ অর্জুন সেনা সংগঠনের

সাতসকালে কৃষ্ণনগর স্টেশনে রেল অবরোধ করল অর্জুন সেনা নামে সংগঠনের সদস্যরা। আর জি কর মেডিক্যালে চিকিৎসকের ধর্ষণ ও খুন, কৃষ্ণনগরে তরুণীর রহস্যমৃত্যু-সহ রাজ্যজুড়ে একের পর এক নারী নির্যাতনের প্রতিবাদে সকাল ৭টার কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল আটকে বিক্ষোভ দেখায় তাঁরা। কাজের দিনে রাস্তায় বেরিয়ে হেনস্থা পোহাতে হল নিত্যযাত্রীদের। রেল পুলিশের হস্তক্ষেপে প্রায় ১৫ মিনিট পরে ওঠে অবরোধ। পরে, কৃষ্ণনগর শহরে বাইক মিছিল করে প্রতিবাদ জানানোর পাশাপাশি, বাসস্ট্যান্ডে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় অর্জুন সেনার সদস্যরা।



প্রদ্যোৎ

Cyclone Dana Live Updates: বঙ্গোপসাগরে 'দানা'র জন্মের আগেই শক্তিশালী এই ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্কতা

বঙ্গোপসাগরে 'দানা'র জন্মের আগেই শক্তিশালী এই ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্কতা নিচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক। সিভিল ডিফেন্সের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ-সহ জেলার উপকৃলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্ক করে উপকূলবর্তী এলাকাগুলোতে চলছে মাইকে ঘোষণা। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, পূর্ব পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুর-সহ বিভিন্ন পর্যটনকেন্দ্রের দিকে সজাগ দৃষ্টি রাখছে জেলা প্রশাসন। সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলিকে দ্রুত ফেরার কথা বলে জরুরিবার্তা পাঠানো হয়েছে হলদিয়া উপকূল রক্ষীবাহিনীর তরফে।


 

West Bengal Assembly By Polls: উপনির্বাচনে বিজেপি-র এজেন্ট বসতে না দেওয়া যাবে না, জানিয়ে দিলেন তৃণমূলের জগদীশ বাসুনিয়া

রাজ্যে উপনির্বাচনের ডঙ্কা বাজতেই শুরু হুমকি-হুঁশিয়ারির রাজনীতি। সিতাই বিধানসভার বিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট যাতে বুথে বসতে না পারে সেই ব্যবস্থা করার জন্য তৃণমূল কর্মীদের লক্ষ্য বেঁধে দিলেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া। পাশাপাশি বিজেপি প্রার্থীকে রেকর্ড ভোটে হারানোর চ্যালেঞ্জও ছুড়ে দিলেন তিনি। গতকাল বিকেলে, সিতাইয়ে তৃণমূলের কর্মিসভা থেকে কোচবিহারের তৃণমূল সাংসদ বলেন, এত ভোটে বিজেপি প্রার্থীকে হারাতে হবে যাতে ভবিষ্যতে তিনি আর নির্বাচনী লড়াইয়ে নামার কথা না ভাবেন। সিতাই বিধানসভার বিজেপি প্রার্থী দীপককুমার রায়ের বিপরীতে তৃণমূলের হয়ে লড়াই করবেন জগদীশ বর্মা বাসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায়। আগামী ১৩ নভেম্বর সিতাইয়ের পাশাপাশি উপনির্বাচন হবে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্রে । ২৩ নভেম্বর হবে ভোট গণনা। ২০২১ এর বিধানসভা নির্বাচনে মাদারিহাট ছাড়া, বাকি ৫টি আসনই ছিল তৃণমূলের দখলে।


Shatarup Ghosh: আর জি কর-কাণ্ডের প্রতিবাদ সভা থেকে এবার বেলাগাম সিপিএম নেতা শতরূপ ঘোষ

আর জি কর-কাণ্ডের প্রতিবাদ সভা থেকে এবার বেলাগাম সিপিএম নেতা শতরূপ ঘোষ। মালদার হরিশ্চনদ্রপুরে, বামেদের বিক্ষোভ-কর্মসূচি থেকে জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সীকে নিশানা করলেন তিনি। মালদার পোড়খাওয়া তৃণমূল নেতাকে ডুগডুগি বাজিয়ে বাঁদর নাচানোর দাওয়াই দিলেন শতরূপ। 'পাগল'দের কথার জবাব দেওয়ার দরকার নেই বলে প্রতিক্রিয়া দিলেন রহিম বক্সী।

Junior Doctors Protest:  আগামী শনিবার আর জি কর মেডিক্যালে মহাসমাবেশের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা

 আগামী শনিবার, আর জি কর মেডিক্যালে মহাসমাবেশের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় ‘আমরণ অনশন’ শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও শুরু হয় অনশন। একের পর এক জুনিয়র চিকিৎসক অসুস্থ হয়ে পড়লেও পিছু হঠেননি তাঁরা। শেষপর্যন্ত সোমবার অনশন তোলার ঘোষণার পাশাপাশি আজ স্বাস্থ্য ধর্মঘটের কর্মসূচিও প্রত্যাহার করলেন আন্দোলনকারীরা। ধর্মতলার মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রথম থেকে অনশনে বসা জুনিয়র চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায়। সর্বোচ্চ প্রশাসনিক পদের অনুরোধে যে তাঁরা অনশনের পথ থেকে সরে আসেননি, স্পষ্ট করে দেন ১৫ অক্টোবর থেকে অনশনে বসা জুনিয়র চিকিৎসক রুমেলিকা কুমার।


 

WB Assembly By Elections Live Updates: নাম ঘোষণা হতেই হাড়োয়ার তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে পোস্টার পড়ল

নাম ঘোষণা হতেই হাড়োয়ার তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে পোস্টার পড়ল। শাসন জুড়ে পোস্টার দিল  তৃণমূলেরই কর্মীদের একাংশ। পাশাপাশি বোমাবাজির অভিযোগ উঠল হাড়োয়ায়। অন্য়দিকে, উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্য়া বৃদ্ধির দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। 

Junior Doctors Hunger Strike: অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, ধর্মতলাতে অনশন মঞ্চ খোলার ব্যস্ততা

১৭ দিন ধরে চলা অনশনে ইতি। অবশেষে আমরণ অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তারপরই ধর্মতলাতে অনশন মঞ্চ খোলার ব্যস্ততা। সেই ছবি তুলে ধরেছেন প্রতিনিধি সৌমিত্র রায়।

Nadia News: স্বামীর সামনেই মহিলাকে হেনস্থা, প্রতিবাদ করলে পিষে দেওয়া হল গাড়ির চাকায়?

মধ্যরাতে রাজ্য সড়কে স্বামীর সামনেই মহিলাকে হেনস্থা। প্রতিবাদ করলে চোখের সামনে স্ত্রীকে পিষে দিয়ে গেল ছোট হাতি গাড়ি। পরিকল্পিত খুনের অভিযোগ দায়ের থানায়। তদন্তে নেমে ঘাতক গাড়ি চালককে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি নদিয়ার তাহেরপুর থানা এলাকার।

Cyclone Dana Live Updates: বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়

রাজ্যের আকাশে ফের দুর্যোগের আশঙ্কা। বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আজই পরিণত হবে গভীর নিম্নচাপে। কালকের মধ্যেই সেটি পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'য়। আগাম সতর্কতা হিসাবে, পর্যটক শূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে পুরীর সৈকত। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই বাংলা ও ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ত্রাণশিবির। কাল থেকে শুক্রবার পর্যন্ত ওড়িশার উপকূলবর্তী জেলার সকুলগুলি বন্ধ রাখার ঘোষণা করেছে সেখানকার প্রশাসন।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্য়ে, পুরী ও সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করার সময় গতিবেগ থাকত পারে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ সংলগ্ন জেলায়। উপকূলবর্তী এলাকায় আরও বাড়তে পারে হাওয়ার গতিবেগ। শুক্রবার পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার আশঙ্কা। অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে কড়া সতর্কতা জারি করেছে উপকূলরক্ষী বাহিনী।

Junior Doctors Protest Live Updates: ১৭ দিন পর জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন প্রত্যাহার

১৭ দিন পর জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন প্রত্যাহার। অনশনের সঙ্গেই প্রত্যাহার করা হল আজকের স্বাস্থ্য ধর্মঘট। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অনশন প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের। নিহত চিকিৎসকের মা-বাবার অনুরোধে অনশন প্রত্যাহার, দাবি জুনিয়র ডাক্তারদের। লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার রেখেই অনশন প্রত্যাহার। আন্দোলন চলবে, তবে আপাতত অনশন প্রত্যাহার, জানালেন জুনিয়র ডাক্তাররা। শিলিগুড়িতেও অনশন তুললেন জুনিয়র চিকিৎসক সন্দীপ মণ্ডল। দাবি পূরণে শনিবার আর জি কর মেডিক্যালেই গণ কনভেনশনের ডাক।


 

প্রেক্ষাপট

১। সরকার নয়, নিহত চিকিৎসকের মা-বাবার অনুরোধে সাড়া। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর উঠল জুনিয়র ডাক্তারদের অনশন। আজকের স্বাস্থ্য ধর্মঘটও প্রত্যাহার। (RG Kar Protests)

২। নবান্ন থেকে জুনিয়র ডাক্তাররা ধর্না মঞ্চে ফিরতেই এলেন নিহত চিকিৎসক পরিবার। আবেদনে সাড়া দিয়ে ১৭দিনের অনশন প্রত্যাহার। শনিবার গণ কনভেনশনের ডাক। (Junior Doctors Protest)

৩। অনশন প্রত্যাহারের পরেই অসুস্থ ৩ জুনিয়র চিকিৎসক। হাসপাতালে নিয়ে যাওয়া হল।

৪। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিং হলে বৈঠকে সন্তুষ্ট নন জুনিয়র ডাক্তাররা। দেবাশিস বললেন, ;'ঢোকার সময় শরীরী ভাষা ঠিক ছিল না।' (Mamata Banerjee)

৫। অনশনে থেকেই নবান্নের বৈঠকে জুনিয়র ডাক্তাররা। সিঙ্গুর নিয়ে ২৬ দিনের অনশনের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী। আপনার থেকেই শিখেছি, পাল্টা জুনিয়র ডাক্তাররা।

৬। থ্রেট কালচারে অভিযুক্তদের সাসপেনশন নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বাগ্ বিতন্ডায় জড়ালেন অনিকেত। সিস্টেম মেনেই পদক্ষেপ, দাবি গ্রিভান্স সেলের। (RG Kar Threat Culture)

৭। সরকারকে না জানিয়ে কেন আর জি করে সাসপেনশন? এটাও থ্রেট কালচার, অধ্যক্ষকে ধমক মুখ্যমন্ত্রীর। অভিযুক্তরা দাগি অপরাধী, পাল্টা জবাব অনিকেতের।

৮। নবান্নের বৈঠকে স্বাস্থ্য সচিব। অভিযোগ করলেই অভিযুক্ত নয়, সরানোর দাবিতে ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর। দোষ প্রমাণে দোষী, না হলে অভিযুক্ত, পাল্টা জুনিয়র ডাক্তাররা।

৯। থ্রেট কালচারে যৌন হেনস্থাও। বাকি নেই কিছুই। মুখ্যমন্ত্রীর কাছে ডায়মন্ড হারবার মেডিক্যালে অধ্যক্ষের ঘরে তালা দেওয়ার প্রসঙ্গ তুললেন অনিকেতরা।

১০। যাদের জন্য আর জি করের মতো মেডিক্যাল কলেজে হুমকির শিকার ছাত্র-ছাত্রীরা, তারা কী করে এখনও স্বপদে? মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন কিঞ্জলদের।


১১। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেও উঠল বিরূপাক্ষের প্রসঙ্গ। অভিযোগ নিতে রাজ্য স্তরে টাস্ক ফোর্স, গ্রিভান্স রিড্রেসল সিস্টেম তৈরি করা হয়েছে, দাবি মুখ্যসচিবের।

১২। পরীক্ষায় কারচুপি। সেন্ট্রাল এজেন্সি দিয়ে ২ বছরের খাতা পরীক্ষা করলে অনেক কিছু বেরোবে, দাবি মুখ্যমন্ত্রীর। এমন হাউসস্টাফ আছে, ১০-ও পাবে না, পাল্টা অনিকেত।

১৩। অনেক অধ্যক্ষ আছেন, যাঁরা রাজনীতিই করেন। নবান্নের বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। উঠল আরজি কর মেডিক্যাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যালের প্রসঙ্গ।

১৪। মেডিক্যাল কলেজে অভিযোগ নিয়ে রাজ্য স্তরে টাস্ক ফোর্স। থাকবেন সরকারের ৫, ছাত্রদের ৫জন প্রতিনিধি। ছাত্র ভোটের সিদ্ধান্তে জয় দেখছেন আন্দোলনকারীরা।

১৫। অভয়ার মৃত্যু প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, দুর্নীতি-চক্রের পরিণতি। নবান্নের বৈঠকে বিস্ফোরক জুনিয়র ডাক্তাররা। আমরাও দ্রুত বিচার চাই, পাল্টা দাবি মুখ্যমন্ত্রীর।

১৬। আলোচনা ভেস্তে স্বাস্থ্য ধর্মঘটের নামে বিশৃঙ্খলা হলে, দেবাশিস-অনিকেতের নামে যেন FIR হয়। নবান্নের বৈঠকের আগে হুঁশিয়ারি কুণালের।


১৭। এবার ব্রাত্যর নিশানায় নাগরিক সমাজ। বললেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে মদত জোগাচ্ছে। এদের জন্যই সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাত ঘটছে।

১৩এ। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় ৪টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত।তথ্য ডিলিটের আশঙ্কা। পুনরুদ্ধারে চণ্ডীগড়ের ফরেন্সিক ল্যাবে পাঠাল সিবিআই।

১৪। দুপক্ষের বচসায় নদিয়ার তাহেরপুরে হাড়হিম করা হত্যাকাণ্ড। স্বামীর সামনেই হেডলাইট নিভিয়ে মহিলাকে গাড়িতে পিষে খুনের অভিযোগ। একজন গ্রেফতার।

১৫। একসঙ্গে ৮টি প্রয়োজনীয় ওষুধের মূল্যবৃদ্ধি, মোদিকে চিঠি মমতার। সাধারণ মানুষের উপর আরও বোঝা চাপবে। হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।

১৬। মমতাকে আরেকবার মুখ্যমন্ত্রী করেই ছেড়ে দেব রাজনীতি। সিউড়ির মঞ্চ থেকে এবার ঘোষণা কেষ্টর। 

১৭। লিবারেশনকে নৈহাটি ছেড়ে ৫ উপনির্বাচনে বাম প্রার্থী। বাদ শুধু হাড়োয়া। জোটের জন্য দরজা খোলা, বার্তা প্রদেশ কংগ্রেসের। হাড়োয়ায় তৃণমূল প্রার্থীতে দলেই বিক্ষোভ।


১৮) চোখের অস্ত্রোপচার সফল। বাল আছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

১৯। ফের দুর্যোগের ভ্রুকুটি, ১০০ থেকে ১১০ কিমি বেগে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

২০। বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। বুধবারের মধ্যেই পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ। বাংলা-ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে কেন্দ্রের বৈঠক। (Cyclone Dana)

২১। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত। বুধবারের মধ্যে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা। দু্র্যোগের শঙ্কা উত্তরবঙ্গ-সিকিমেও।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.