West Bengal News Live : আর জি কর কাণ্ডে তদন্তে গতি আনার দাবি জানিয়ে ফের পথে সিপিএম

West Bengal News LIVE Updates : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

ABP Ananda Last Updated: 21 Nov 2024 03:26 PM
Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদের

এবার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদের। 'লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার করা হোক', মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর। 
 

Howrah News: কাটিহার এক্সপ্রেসের কামরা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

হাওড়া স্টেশনে ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ট্রেনের বাঙ্কে চাদর চাপা দেওয়া অবস্থায় ছিল বিশেষভাবে সক্ষম তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ। 

West Bengal News Live : কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে অশান্তি

কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে অশান্তি। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। পাল্টা লাঠি চার্জ, কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। আটক কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়-সহ ১৬ জন। নদিয়ার কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ডের জন্য চিহ্নিত জমির পাঁচিলের কাজ করতে বাধা স্থানীয়দের কোর্টের অর্ডার। মানছে না পুরসভা, অভিযোগ বিধায়কের

RG Kar Protest: আর জি কর কাণ্ডে তদন্তে গতি আনার দাবি জানিয়ে ফের পথে সিপিএম

আর জি কর কাণ্ডের ১০০ দিন পার। তদন্তে গতি আনার দাবি জানিয়ে ফের পথে সিপিএম। উল্টোডাঙা থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের ডাক।

Sajol Ghosh: প্রশ্ন তুললেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ

একজন মন্ত্রীর যদি দখলদারি আটকানোর ক্ষমতা না থাকে। তাহলে ওনার পদে থেকে লাভ কী হচ্ছে। প্রশ্ন তুললেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।

RG Kar Case: বিনীত গোয়েল ইস্যুতে হাইকোর্টে কী জানাল কেন্দ্রীয় সরকার ?

আর জি করের নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে আনার অভিযোগে মামলা দায়ের হয়েছিল বিনীত গোয়েলের বিরুদ্ধে।  এবার হাইকোর্টে ,কেন্দ্রীয় সরকার জানিয়েছে,'আর জি করকাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে রাজ্যই। যে আইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত, সেই রাজ্য সরকারই তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে পদক্ষেপ করতে পারে। যদি রাজ্য সরকার কোন পদক্ষেপ না নেয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অভিযোগ করা যায়।' আগামী ডিসেম্বর মাসে পরবর্তী শুনানির সম্ভাবনা।

Air Pollution: দূষণ দাপটে কাতর দিল্লি, দূষণ উদ্বেগজনক কলকাতাতেও

 বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনায় আটকাচ্ছে হিমেল হাওয়া। শীতের শুরুতে পাল্লা দিয়ে কলকাতায় বাড়ছে দূষণ। দূষণ দাপটে কাতর দিল্লি, দূষণ উদ্বেগজনক কলকাতাতেও। হাওড়ার শিল্পাঞ্চল ঘুসুড়িতে দূষণের মাত্রা ৩১৫। 

Congress Agitation: কসবা থানায় বিক্ষোভ কংগ্রেসের

কসবা থানায় বিক্ষোভ কংগ্রেসের, গুলিকাণ্ডে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস

Howrah News: ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

ডাউন কাটিহার এক্সপ্রেসের কামরা থেকে রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ট্রেনের বাঙ্কার থেকে চাদর চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হল তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ। বছর ৫১-র ওই যাত্রীকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান জিআরপি ও আরপিএফের। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হাওড়া জিআরপি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ।  

BJP Inner clash: দলেরই পঞ্চায়েত সদস্যাকে মারধরের অভিযোগ

দলেরই পঞ্চায়েত সদস্যাকে মারধরের অভিযোগ। মালদার মানিকচকে বিজেপির পঞ্চায়েত প্রধান গ্রেফতার । অভিযোগ, পঞ্চায়েত প্রধানের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন বিজেপি সদস্যা। তাই মঙ্গলবার বিজেপি পার্টি অফিসের মধ্যেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় প্রধান-সহ দলেরই চারজনের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের পরিবারের । 

Weather Update: শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা?

শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা? আবহাওয়া বদলে তেমনই ইঙ্গিত। দক্ষিণ আন্দামান সাগরে আজই তৈরি হবে ঘূর্ণাবর্ত। শনিবার সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরে এরপর গভীর নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ হবে তামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলে। বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা নেই। 

Kalyan On Mamata: তৃণমূলের অন্দরে তোলপাড়

দলের রাশ কার হাতে থাকবে। দলে কে এক নম্বর, কেই বা দুয়ে। তা নিয়ে তৃণমূলের অন্দরেই এখন তোলপাড়। এবার তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় সরাসরি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে, ততদিন তিনিই মুখ্যমন্ত্রী।সম্প্রতি সৌগত রায় প্রশ্ন তুলেছিলেন, একই লোক চালাতে পারে নাকি? তার প্রেক্ষিতে কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের সাফ কথা, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রতি যাঁদের অনাস্থা, তাঁরা দলে না থাকলেই পারে। 

Kalyan Banerjee: বিস্ফোরণ ঘটালেন ৪ বারের তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়!

তৃণমূলে তোলপাড়! বিস্ফোরণ ঘটালেন ৪ বারের তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়! নারদ স্টিং অপারেশনের প্রসঙ্গ তুলে বিঁধলেন ফিরহাদ হাকিম ও সৌগত রায়কে। এই প্রথম কোনও বিরোধী নেতা নন, নারদ কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে তৃণমূলেরই দুই হেভিওয়েট-বর্ষীয়ান নেতাকে বেনজির আক্রমণ করলেন তৃণমূলেরই সাংসদ।

West Bengal News Live: সরকারি জমি দখলের মতো চাঞ্চল্য়কর অভিযোগ তুলে বিস্ফোরক জাভেদ খান

অসাধু ডেভেলপার, প্রোমোটাররাই এখন ডিকটেট করছে। বেআইনি নির্মাণ, জলাজমি বোজানো, সরকারি জমি দখলের মতো চাঞ্চল্য়কর অভিযোগ তুলে বিস্ফোরক জাভেদ খান। সরকারি সংস্থা KMDA-এর জমি কেন KMDA-এই রক্ষা করতে পারছে না? প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের পাল্টা অভিযোগ তুলে সমালোচনা করেছে বিজেপি। 

Jadavpur University: খাতা না দেখেই নম্বর দেওয়া হয়েছে!

খাতা না দেখেই নম্বর দেওয়া হয়েছে! গড়ে একই নম্বর পেয়েছেন প্রায় ৫০ জন পড়ুয়া। এই অভিযোগ ঘিরে উত্তপ্ত, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের জার্নালিজম ও মাস কমিউনিকেশন বিভাগ। সমস্য়া মেটাতে, বিভাগের অধ্য়াপকদের সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন উপাচার্য। শুক্রবারের মধ্য়ে সমস্ত খাতা ফের দেখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

WB News Live: বুজে যাচ্ছে জলাশয়!

রাত নামলেই ময়দানে জমি হাঙররা! বুজে যাচ্ছে জলাশয়! কীভাবে দখল হয়ে যাচ্ছে বাইপাস লাগোয়া বিঘের পর বিঘে জমি?

TMC Councilor Attacked : খুনের চেষ্টার পর অভিষেকের সঙ্গে বৈঠক সুশান্তর

খুনের চেষ্টার পর অভিষেকের সঙ্গে বৈঠক সুশান্তর। কী ঘটেছিল, কেন প্রাণঘাতী হামলার চেষ্টা? কাউন্সিলরের কাছে জানতে চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

West Bengal News Live : সৌগত-ফিরহাদকে আক্রমণে কল্যাণ

বিরোধীরা নয়, এবার নারদাকে অস্ত্র করে সৌগত-ফিরহাদকে আক্রমণে কল্যাণ। 

প্রেক্ষাপট

কলকাতা: বিরোধীরা নয়, এবার নারদাকে অস্ত্র করে সৌগত-ফিরহাদকে আক্রমণে কল্যাণ।  কল্যাণকে পাল্টা জবাব সৌগতর। ফিরহাদ-মদনের আক্রমণের পাল্টা জবাব হুমায়ুনের। কলকাতায় এসেই অনুপ্রবেশ নিয়ে মমতাকে আক্রমণে গিরিরাজ।  কসবায় কাউন্সিলরের উপর হামলা, গুলজারকে নিয়ে তল্লাশি। কসবাকাণ্ডে তোলপাড়ের মধ্যেই বিস্ফোরক মন্ত্রী জাভেদ খান। সরানো হল কলকাতার অ্য়াডিশনাল সিপি মুরলীধর শর্মাকে।  ইডিকে না জানিয়েই জ্যোতিপ্রিয়কে হাসপাতালে ভর্তির অভিযোগ। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.