West Bengal News Live Updates: আড়াই ঘণ্টার স্নায়ুযুদ্ধ শেষ, অবশেষে ভবানী ভবনের ভিতরে বিজেপির প্রতিনিধি দল, সঙ্গে ঘরছাড়ারাও
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন একনজরে।

Background
থমথমে ধুলিয়ান। তৃণমূল পরিচালিত পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকান পু়ড়ে ছাই। বাহিনী-পুলিশের উপস্থিতিতেও আগুন ঘিরে প্রশ্ন। শর্ট সার্কিট থেকে লাগতে পারে আগুন, দাবি পুলিশের।
ওয়াকফ-আন্দোলনের নামে ধুলিয়ানে তাণ্ডব। পরপর দোকানে হামলা, ভাঙচুর, লুঠপাট। কারা হামলাকারীদের নেপথ্যে? এখনও বলতে পারল না পুলিশ!
অশান্ত মুর্শিদাবাদে আসছে জাতীয় মানবাধিকার কমিশন। বিশেষ টিম গড়ে পরিস্থিতি খতিয়ে দেখে এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট কমিশনে জমা দেওয়ার নির্দেশ।
মুর্শিদাবাদের পর ভাঙড়েও ওয়াকফ-বিক্ষোভে অশান্তির আগুন। ধৃতের সংখ্যা বেড়ে ১৬। খোঁজ চলছে আরও কয়েকজনের। এখনও থমথমে এলাকা।
নতুন বছরে চোখে জল চাকরিহারাদেরও, আজ যন্তরমন্তরে ধর্না। ওয়াই চ্যানেলে অবস্থান। ওয়েলিংটন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল।
West Bengal News Live: মুর্শিদাবাদের ধুলিয়ানে বন্ধ দোকানে আগুন, প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দুর্ঘটনাবশত দোকানে আগুন লাগে
এবার মুর্শিদাবাদের ধুলিয়ানে বন্ধ দোকানে আগুন। ৫ নম্বর ওয়ার্ডে পুড়ে ছাই কসমেটিক্সের দোকান। দোকান মালিকের দাবি, বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, দুর্ঘটনাবশত দোকানে আগুন লাগে। এর সঙ্গে স্থানীয় অশান্তির ঘটনার কোনও যোগ নেই। জঙ্গিপুর পুুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানিয়েছেন, প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। ক্ষতিগ্রস্ত দোকানটি তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যান সুমিত সাহার দাদা ব্যবসায়ী প্রবীর সাহার। ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে ব্যবসায়ীর বাড়ি। তিনি আসার আগেই জ্বলে-পুড়ে ছাই হয়ে যায় গোটা দোকান।
WB News Live: শুভেন্দুর ধুলিয়ান যাওয়ার অনুমতি সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করলেন না হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ
শুভেন্দুর ধুলিয়ান যাওয়ার অনুমতি সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না সিঙ্গল বেঞ্চ। হস্তক্ষেপ করলেন না হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই সংক্রান্ত আরেকটি মামলা ডিভিশন বেঞ্চে বিচারাধীন। আগামীকাল ডিভিশন বেঞ্চে রিপোর্ট দেবে কেন্দ্র ও রাজ্য, তাই হস্তক্ষেপ করল না সিঙ্গল বেঞ্চ। আগামীকাল ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভবনা।























