WB News Live Updates: গোসাবায় দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি, বোমাবাজি ও দোকানে লুঠপাটের অভিযোগ

West Bengal News Live: চলে গেলেন হাঁদা-ভোঁদা, বাঁটুলের স্রষ্টা নারায়ণ দেবনাথ। গত ২৫ দিন ধরে ভর্তি ছিলেন বেলভিউ হাসপাতালে। আজ সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

abp ananda Last Updated: 18 Jan 2022 10:29 PM

প্রেক্ষাপট

পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন ও মুন্না আগরওয়াল, কলকাতা: ময়দানি ইতিহাসে বিখ্যাত হয়ে আছে অমল দত্তর ডায়মন্ড মডেল। আর বাংলায় করোনার বাড়বাড়ন্তের আবহে আরেক ডায়মন্ড-মডেল পথ দেখাচ্ছে বলে দাবি করছে তৃণমূল...More

West Bengal News Live Updates : আসানসোল পুরসভার দুটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের প্রচারে ধরা পড়ল ভিন্ন ছবি 

বিধি ভাঙার ভিড়ের বাইরে বিধি মানার ব্যতিক্রমীরাও থাকেন। আসানসোল পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর প্রচারে যখন করোনা বিধির দফারফা, তখন একই দলের প্রার্থীর প্রচারে অন্য ছবি দেখল ৮৭ নম্বর ওয়ার্ড। করোনাকালে একদিকে স্বাস্থ্যবিধি বিসর্জন। আরেকদিকে নিষ্ঠার সঙ্গে স্বাস্থ্যবিধি পালন। আসানসোল পুরসভার দুটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের প্রচারে ধরা পড়ল একেবারে ভিন্ন ছবি।