WB News Live Updates: গোসাবায় দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি, বোমাবাজি ও দোকানে লুঠপাটের অভিযোগ
West Bengal News Live: চলে গেলেন হাঁদা-ভোঁদা, বাঁটুলের স্রষ্টা নারায়ণ দেবনাথ। গত ২৫ দিন ধরে ভর্তি ছিলেন বেলভিউ হাসপাতালে। আজ সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
বিধি ভাঙার ভিড়ের বাইরে বিধি মানার ব্যতিক্রমীরাও থাকেন। আসানসোল পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর প্রচারে যখন করোনা বিধির দফারফা, তখন একই দলের প্রার্থীর প্রচারে অন্য ছবি দেখল ৮৭ নম্বর ওয়ার্ড। করোনাকালে একদিকে স্বাস্থ্যবিধি বিসর্জন। আরেকদিকে নিষ্ঠার সঙ্গে স্বাস্থ্যবিধি পালন। আসানসোল পুরসভার দুটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের প্রচারে ধরা পড়ল একেবারে ভিন্ন ছবি।
শিলিগুড়ির চম্পাসারি এলাকায় দেবিডাঙায় ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন। স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পান। তাঁরাই আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগান এবং খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে ঘটনস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে বললে জানা গেছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর হলেও, হতাহতের কোনও খবর নেই।
গোয়ায় প্রথম দফায় ১১ জনের প্রার্থীতালিকা ঘোষণা করল তৃণমূল। প্রার্থী তালিকায় রয়েছেন- গোয়ার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তৃণমূলে যোগ দিয়েই, টিকিট পেলেন গোয়া ফরওয়ার্ড পার্টির এক প্রাক্তন নেতা।
রাজ্যে জারি বিধিনিষেধ, কিন্তু চিন্তা কমল না কোভিড দাপট নিয়ে। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ১০ হাজারের উপরেই। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৪৩০ জন। সংক্রমণের সঙ্গেই গতকালের তুলনায় বাড়ল মৃত্যুর সংখ্যা। রাজ্যে করোনায় একদিনে ৩৪ জনের মৃত্যু।
সদস্যদের অন্ধকারে রেখেই চালানো হচ্ছে পঞ্চায়েত। পশ্চিম মেদিনীপুরের হেমচন্দ্র পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে বিডিওর কাছে অভিযোগ দায়ের উপপ্রধান-সহ ১০ জনের। অভিযোগ মানতে নারাজ তৃণমূল প্রধান। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিডিও।
দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি, বোমাবাজি ও দোকানে লুঠপাটের অভিযোগ। প্রতিবাদে বাজার বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা। পুলিশ সূত্রে খবর, এক পঞ্চায়েত প্রধানের দেহরক্ষী সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
করোনাকালে সংক্রমণ বাড়ছে ব্যাঙ্ককর্মীদের মধ্যে। যার জেরে রাজ্যজুড়ে মাঝেমধ্যেই বন্ধ রাখতে হচ্ছে বিভিন্ন ব্যাঙ্কের একাধিক শাখা। তবে কতদিন পরিষেবা ঠিকমতো দেওয়া যাবে তা নিয়ে চিন্তায় অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন।
বর্ষায় কলকাতায় জমা জলের দুর্ভোগ দূর করতে উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা। মেয়র জানিয়েছেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কাছ থেকে নেওয়া হচ্ছে ২ হাজার কোটি টাকা ঋণ। টাকা দেবে রাজ্য সরকারও। এদিকে, নিকাশি বিভাগের মেয়র পারিষদ জানিয়েছেন, লক গেটের জায়গায় ফ্ল্যাপ গেট তৈরির ভাবনাও চলছে।
করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর গ্রামীণ এলাকার সমস্ত বাজার সপ্তাহে দু’দিন করে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। অন্যদিকে, মানুষকে সচেতন করতে আজ সকালে জীবনতলা বাজারে প্রচার চালালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
কেতুগ্রামের শিবলুন স্টেশনে ট্রেন অবরোধের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ও মদত দেওয়ার অভিযোগে তৃণমূল নেতাদের নামে অভিযোগ দায়ের করল রেল। ট্রেন অবরোধ করার অভিযোগে তৃণমূল নেতা ও অবরোধকারী সহ মোট ১০৫ জনের নামে অভিযোগ দায়ের করেছে আরপিএফ।
সুন্দরবনে শুরু হল ব্যাঘ্রসুমারি। বসানো হচ্ছে ট্র্যাপ ক্যামেরা। এক একটি জায়গায় বসানো হচ্ছে দুটি করে ট্র্যাপ ক্যামেরা। লাগানো হচ্ছে ১৬১টি ট্র্যাপ ক্যামেরা।
জমি-বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙা। বেলডাঙায় বিএলএলআরও অফিসে ধুন্ধুমার। দু’পক্ষের সংঘর্ষে জখম ৮, হাসপাতালে ভর্তি ৬জন। ঘটনার ভিডিও ভাইরাল।
জলের পাইপ লাইন নিয়ে উত্তপ্ত বেলুড়, চলল ‘গুলি’। বেলুড়ের সাঁপুইপাড়ায় জলের পাইপ লাইন নিয়ে অশান্তি। ২ রাউন্ড গুলি চালানোর অভিযোগ স্থানীয়দের। অভিযুক্তকে আটক করা হয়েছে, গুলি চলেনি, দাবি পুলিশ সূত্রের
নবগ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনা , মৃত্যু হল দুই যাত্রীর। গুরুতর আহত অন্তত ২০ বাসযাত্রী। এদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক। মঙ্গলবার দুপুরে নবগ্রামের শিবপুর ও মেহেদিপুর টোল গেটের মাঝে ৩৪ নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে।
সাতদিন ধরে এলাকায় বন্ধ পানীয় জল। সামান্য একটু জলের জন্য নাকাল হচ্ছেন পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকের বালিতোড়া গ্রামের মানুষ। সংশ্লিষ্ট জায়গায় আবেদন নিবেদন করেও কোনও লাভ না হওয়ায় মঙ্গলবার সকাল থেকে নিতুড়িয়া - বাঁকুড়া রাজ্য সড়কের বিলতোড়া গ্রামের কাছে এলাকার মানুষজন পথ অবরোধ করেন। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশ ঘটনাস্থলে আসেন। কিন্তু অবরোধকারীদের শান্ত করতে পারেনি। এর পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকরা। গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মানুষজন। সাঁতুড়ি থানা থেকে পুলিশবাহিনী এসে এলাকার মানুষজনকে প্রতিশ্রুতি দেওয়ার পর তুলে নেওয়া হয় অবরোধ।
উত্তরপ্রদেশ ভোটের আগে ৮ ফেব্রুয়ারি লখনউ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । উত্তরপ্রদেশ ভোটের আগে বারাণসীও যাবেন তৃণমূলনেত্রী। ৮ ফেব্রুয়ারি মমতা-অখিলেশ ভার্চুয়ালি যৌথ সাংবাদিক বৈঠক। উত্তরপ্রদেশে ভোটের প্রচারে মমতাকে চায় সমাজবাদী পার্টি। বারাণসীতেও মমতা-অখিলেশ যাদবের ভার্চুয়াল বৈঠক হবে। উত্তরপ্রদেশে ভোটে কোনও প্রার্থী দেবে না তৃণমূল কংগ্রেস।
করোনা আবহে ফের রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। ‘পরিকল্পনা করে দ্রুত বাড়ানো হোক পরীক্ষা। যে জায়গায় পজিটিভিটি রেট বেশি, সেখানে করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা হোক। রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিবে।
মমতার কাছে পৌঁছলেন অখিলেশের দূত কিরণময় নন্দ। কালীঘাটে মমতার বাড়িতে কিরণময় নন্দ, মমতার সঙ্গে বৈঠক। উত্তরপ্রদেশ নির্বাচনে মমতাকে প্রচারে পেতে চান অখিলেশ, সূত্রের খবর। উত্তরপ্রদেশে দুটি আসনে প্রার্থী দিতে চায় তৃণমূল বলেও খবর সূত্রের। নির্বাচনে অংশ নেওয়া নিয়ে আলোচনার সম্ভাবনা।
২ ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। এবার তৃণমূলের সাধারণ নির্বাচন হবে। ‘নির্বাচন প্রক্রিয়া দলের সর্বস্তরে জানানো হবে, জানালেন পার্থ চট্টোপাধ্যায়।
৪৪ কোটি ৩০ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া। বিপুল অঙ্কের বিল দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য, স্বাস্থ্যসচিবকে চিঠি দিল রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। এরপরই স্বাস্থ্য দফতরের তরফে জেলাগুলিকে বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সবথেকে বেশি বিল বকেয়া দার্জিলিং জেলায়। সেখানে বিদ্যুৎ বিল বকেয়া ১৬ কোটি ৪০ লক্ষ টাকা। হুগলি জেলায় অনাদায়ী বিদ্যুৎ বিলের পরিমাণ ৪ কোটি ৭০ লক্ষ টাকা।
নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ের কাছ থেকে মাদক-সহ গ্রেফতার চারজন। ধৃতদের মধ্যে আছে দুজন বি টেক ইঞ্জিনিয়ারও। সোমবার রাতে রাজ্য এসটিএফ ও ইকো পার্ক থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় প্রায় ২৫০ গ্রাম। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা গত কয়েক মাস সাপুরজিতে থাকছিল। তারা মালদা, মুর্শিদাবাদ ও বীরভূমের বাসিন্দা। মাদক কোথা আনা হচ্ছিল তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ধৃতরা কোনও বড় চক্রের সঙ্গে জড়িত। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে।
কয়লাকাণ্ডের তদন্ত নিয়ে ইডিকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। ইডি কি এতই অযোগ্য যে একজন সাক্ষীকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে পারছে না? মন্তব্য হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার।
মল্লিকবাজারে বন্ধ সিনেমা হলে আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন।
করোনা গ্রাফ হু হু করে বাড়লেও, নাগরিকদের একাংশের ফিরছে না হুঁশ। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় চলছে র্যাপিড টেস্ট। বেশ কয়েকজনের রিপোর্ট পজিটিভও ধরা পড়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসে একাধিক যাত্রীর মুখে নেই মাস্ক। তাঁদেরও বাস থেকে নামিয়ে করা হচ্ছে কোভিড পরীক্ষা। এখনও পর্যন্ত বেশ কয়েকজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের পাঠানো হচ্ছে কোভিড হাসপাতালে।.
ইংরেজবাজারে পুরভোট নিয়ে তৃণমূলের রণকৌশল বৈঠকে গরহাজির কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। আর তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। গতকাল বৈঠকে ছিলেন জেলা সভাপতি আব্দুল রহিম বক্সী, মন্ত্রী সাবিনা ইয়াসমিন-সহ জেলা নেতা। তৃণমূল জেলা সভাপতির দাবি, প্রাক্তন মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি অসুস্থতার কারণে আসতে পারেননি। যদিও দলীয় নেতৃত্বের বক্তব্য উড়িয়ে কৃষ্ণেন্দুনারায়ণের দাবি, তিনি সুস্থ আছেন। তাঁকে বৈঠকে ডাকাই হয়নি। আর এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি।
মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, বেলডাঙার রামেশ্বরপুরে একটি লিচুবাগানের মধ্যে পাম্প ঘরে গতকাল রাতে বোমা বাঁধা হচ্ছিল। বিস্ফোরণে গুরুতর জখম হন ইয়াসুদ্দিন শেখ নামে বছর পঞ্চাশের ওই ব্যক্তি। বেলডাঙা থেকে বহরমপুর আনার সময় পথেই মৃত্যু হয় তাঁর। বিস্ফোরণে আর কেউ আহত হয়েছে কি না পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের বাড়ি ঘটনাস্থলে কিছুটা দূরে। ওই ব্যক্তিকে বোমা বাঁধানোর জন্য আনা হয়েছিল।
নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ের কাছ থেকে মাদক-সহ গ্রেফতার চারজন। ধৃতদের মধ্যে আছে দুজন বি টেক ইঞ্জিনিয়ারও। সোমবার রাতে রাজ্য এসটিএফ ও ইকো পার্ক থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় প্রায় ২৫০ গ্রাম। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা গত কয়েক মাস সাপুরজিতে থাকছিল। তারা মালদা, মুর্শিদাবাদ ও বীরভূমের বাসিন্দা। মাদক কোথা আনা হচ্ছিল তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ধৃতরা কোনও বড় চক্রের সঙ্গে জড়িত। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে।
স্কুটারে চেপে এসে দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ। তার আগে ভিডিও করে পরিবারের সদস্যদের কাছে পাঠালেন চেতলার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে এগোরাটা নাগাদ স্কুটারে করে দ্বিতীয় হুগলি সেতুতে আসেন ওই ব্যক্তি। তারপর ভিডিও করে পরিবারের সদস্যদের কাছে পাঠান। পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। দ্বিতীয় হুগলি সেতু থেকে উদ্ধার হয় স্কুটারটি। ওই ব্যক্তির খোঁজে নদীতে চলছে তল্লাশি।
করোনা সংক্রমণ মোকাবিলায় চুঁচুড়া পুরসভার ৬টি ওয়ার্ড ও ব্যান্ডেল পঞ্চায়েতের একাংশ বন্ধ রাখার সিদ্ধান্ত। মঙ্গলবার সম্পূর্ণ ও শনিবার অর্ধদিবস বন্ধ থাকছে বাজার, দোকান। চুঁচুড়ার বিধায়ক জানিয়েছেন, সংক্রমণ শৃঙ্খল ভাঙতেই দোকান-বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুরভোটের মুখে বীরভূমের দুবরাজপুরে বিজেপিতে বড় ভাঙন। জেলা কমিটির সদস্য থেকে দুবরাজপুর শহর বিজেপি সভাপতি-সহ ৩০ জন পদাধিকারী ইস্তফা দিলেন। জেলা সভাপতি, বিধায়কের বিরুদ্ধে বিষোদগার করে এই সিদ্ধান্ত নিয়েছেন বিক্ষুব্ধরা। কয়েকদিনের মধ্যেই তাঁরা তৃণমূলে যোগ দিতে পারেন। যদিও বিদ্রোহীদের বক্তব্যকে আমল দিতে রাজি নন জেলা বিজেপির সভাপতি। বিজেপিতে আরও ভাঙনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।
তাঁর সৃষ্ট বাঁটুল-নন্টে-ফন্টে-হাঁদা-ভোঁদারা আজও হাসিয়ে চলেছে বাঙালিকে৷ এদিন সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন স্রষ্টা। সারা জীবনের কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৩ সালে নারায়ণ দেবনাথকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করে রাজ্য সরকার৷ ওই বছরই পান সাহিত্য আকাদেমি পুরস্কার। পেয়েছেন বিদ্যাসাগর পুরস্কারও। ২০১৫ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন সাম্মানিক ডিলিট। ২০২১ সালে পেয়েছেন পদ্মশ্রী সম্মান।
নারায়ণ দেবনাথের প্রয়াণের খবর পেতেই হাসপাতালে ফিরহাদ হাকিম, অরূপ রায়। দেহ নিয়ে যাওয়া হবে হাওড়ার বাড়িতে। বিকেলে শিবপুর শ্মশানে শেষকৃত্য।
বাঁটুলকে দিয়ে করোনা তাড়াতে হবে, ইচ্ছে ছিল শিল্পীর। সেই ইচ্ছে আর পূরণ হল না। করোনা আবহেই বিদায় নিলেন নারায়ণ দেবনাথ। ৯৭ বছরের শিল্পী দীর্ঘদিন ধরে ভুগছিলেন বয়সজনিত সমস্যায়। নানা চড়াই-উতরাই, পরিবর্তন পেরিয়ে শেষ হল ৬ দশকের যাত্রা।
প্রয়াত বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা নারায়ণ দেবনাথ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় জানিয়েছেন, ‘বিশিষ্ট শিশুসাহিত্য শিল্পী ও কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯৭ বছর। ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’, ‘বাহাদুর বিড়াল’ প্রভৃতি চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ সব বয়সের পাঠকের মনে চিরস্থায়ী আসন লাভ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৩ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রদান করে। রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী সম্মান, সাহিত্য অকাদেমি পুরস্কার ছাড়াও তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ডিলিট ডিগ্রি পান। তাঁর প্রয়াণে কমিকস শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি নারায়ণ দেবনাথের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
নারায়ণ দেবনাথ। একটি নামেই ফিরে ফিরে আসে শৈশব, আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে নস্টালজিয়া। ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’র পাশাপাশি, তাঁর হাত ধরেই বাঙালি পেয়েছে তার প্রথম কমিক সুপারহিরোকে৷ প্রায় ছয় দশক ধরে বাঁটুল সমস্ত বাঙালির ফেভারিট চাইল্ড।
মোবাইল, ট্যাবলেট, কম্পিউটারের এই সময়েও বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে ‘বাঁটুল দি গ্রেট’৷ ‘হাঁদা ভোঁদা’ বা ‘নন্টে ফন্টে’র দুষ্টুমিতে হেসে লুটোপুটি খায় আবাল-বৃদ্ধ-বণিতা৷ সেই হাসিকেই কান্নায় বদলে দিলেন স্রষ্টা স্বয়ং। প্রয়াত বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা নারায়ণ দেবনাথ।
প্রয়াত বাংলা কমিকসের প্রবাদপ্রতিম স্রষ্টা নারায়ণ দেবনাথ। চলে গেলেন হাঁদা-ভোঁদা, বাঁটুলের স্রষ্টা নারায়ণ দেবনাথ। বয়স হয়েছিল ৯৬ বছর। গত ২৫ দিন ধরে ভর্তি ছিলেন বেলভিউ হাসপাতালে। আজ সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রক্তচাপ প্রবলভাবে ওঠানামা করছিল। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না প্রবীণ কার্টুনিস্ট।
সাংসদ তহবিলের টাকা আটকে রাখা নিয়ে দিলীপ ঘোষের ট্যুইটের পর এবার মেদিনীপুর, খড়গপুর শহরে পড়ল পোস্টার। উন্নয়ন প্রকল্পে কেন এক কোটির বেশি টাকা আটকে রাখা হয়েছে, এই প্রশ্নই তোলা হয়েছে মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদের কাছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
‘কিছু লোক সবসময় ক্ষুব্ধ-বিক্ষুব্ধ, অসন্তোষ থাকে। পরিবর্তন হওয়ার পর, নতুন নেতৃত্বের যতক্ষণ না পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ততক্ষণে কিছু সমস্যা থাকে। কিছু লোক থাকে তাদের বোঝানো হয়। সেই পদ্ধতি চলছে। সবকিছু মিলিয়ে বাড়াবাড়ি মনে হচ্ছে, আমার মনে হয় না যারা আমাদের শৃঙ্খলাবদ্ধ কর্মী যারা এমন কিছু করবেন না যাতে পার্টির ক্ষতি হয়,’ মন্তব্য দিলীপ ঘোষের।
অতি সংকটজনক নারায়ণ দেবনাথ। সকালে আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রক্তচাপ প্রবলভাবে ওঠা-নামা করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাঁর। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না প্রবীণ কার্টুনিস্ট। বাড়ির লোকজনদের খবর দেওয়া হয়েছে, খবর হাসপাতাল সূত্রে।
‘এখন হয়তো অখিলেশের মনে হচ্ছে অন্যের সার্পোট লাগবে, নাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে গিয়ে কী সাহায্য করতে পারবে। শিবসেনাকে কী সাহায্য করতে পারবে। গোয়ায় যা হয়েছে একই হবে। ১৯-এর নির্বাচনের আগে ধর্মতলায় ব্রিগেডে বড় সভা হয়, তার রেজাল্ট বিজেপি এখানে ১৮টা পায়। বিরোধীদের কোনও বিশ্বাসযোগ্যতা নেই। মোদি, যোগীর উপর ভরসা আছে,’ দাবি দিলীপ ঘোষের।
রাজ্য একদিনে করোনায় তিরিশের উপরেই মৃত্যু। সাড়ে ৯ হাজারের কাছে আক্রান্ত। দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা, সংক্রমণে কলকাতা। উদ্বেগ বাড়াচ্ছে হাওড়া।
কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন পুরসভা। বিভিন্ন বরোতে বেলাগাম সংক্রমণ রুখতে বৃহস্পতিবার কলকাতা পুরসভার তরফে একটি বৈঠক ডাকা হয়েছে। এর পাশাপাশি বাড়িতে গিয়ে ভ্যাকসিনেশনের জন্য নিজের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়েছেন মেয়র।
কলকাতায় কনটেনমেন্ট জোন কমে ৩৩। পুরসভার যে কোনও সেন্টারেই ভ্যাকসিন পাবে ১৫ থেকে ১৮ বয়সীরা।
করোনায় দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও, মৃত্যু নিয়ে উদ্বেগ কাটছে না। গতকালও রাজ্যে ৩৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন ৯ হাজারের বেশি! তবে রবিবারের থেকে টেস্টও কমেছে ১৮ হাজারের বেশি। এদিকে জিম, যাত্রা ও শ্যুটিংয়ের ক্ষেত্রে কিছু ছাড় দিয়েছে নবান্ন।
মাদুলি পরলেই উধাও হয়ে যাবে করোনা। এমনই দাবি করে মাদুলির ব্যবসা ফেঁদে বসেছেন পূর্ব মেদিনীপুরের সুতাহাটার এক বাসিন্দা। এসব বুজরুকি ছাড়া আর কিছুই নয়, দাবি বিজ্ঞান মঞ্চের। বিষয়টি খোঁজ নেওয়া হবে বলে জানিয়েছেন হলদিয়ার মহকুমাশাসক।
সংঘাতে ইতি। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে বন্ধু বলে সম্বোধন করলেন মদন মিত্র। বললেন, ভুল করে থাকলে, তিনি ক্ষমাপ্রার্থী। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মদনের মন্তব্য, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ ভুল করলে, তাঁর বলার অধিকার আছে। দলের কড়া বার্তার জেরেই কি মদন মিত্রর সুর নরম? জল্পনা তুঙ্গে। এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা।
নিজের লোকসভা কেন্দ্রেই এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পড়ল পোস্টার। রিষড়ার একাধিক জায়গায় শ্রীরামপুরে নতুন সাংসদ চাই লেখা পোস্টার পড়ে। মন্তব্য করতে চাননি তৃণমূল সাংসদ। পোস্টারের নেপথ্যে বিরোধীদের দিকে তৃণমূল আঙুল তুললেও, পাল্টা খোঁচা দিয়েছে বিজেপি।
জোড়া বৈঠকের পরে এবার বনগাঁয় বনভোজন। রাজ্য-রাজনীতিতে জল্পনা আরও বাড়ালেন বিজেপির বিদ্রোহী নেতা-বিধায়করা। গতকাল পিকনিকের মাঝেই কেন্দ্রীয় মন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে বৈঠক করেন বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ নেতারা। বিষয়টিকে আমল দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। যদিও এই ইস্যুতে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
লরি বা ট্রাকের ওভারলোডিং বন্ধ করতে পরিবহণ দফতরের কর্তাদের সঙ্গে বৈঠক করলেন ফিরহাদ হাকিম। ওভারলোডিং বন্ধ করতে নির্দেশ দিয়েছেন তিনি। অভিযোগ জানানোর জন্য দিয়েছেন নিজের হোয়াটসঅ্যাপ নম্বর।
জলপাইগুড়ির ময়নাগুড়িতে রেল দুর্ঘনাস্থল থেকে নমুনা সংগ্রহ করল রাজ্য ফরেন্সিক দল। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন পরীক্ষা করা হয়। পাল্টানো হয়েছে আপ লাইনে ক্ষতিগ্রস্ত স্লিপারগুলি। এর জন্য দীর্ঘক্ষণ ওই লাইনে বন্ধ ছিল ট্রেন চলাচল।
প্রেক্ষাপট
পার্থপ্রতিম ঘোষ, আশাবুল হোসেন ও মুন্না আগরওয়াল, কলকাতা: ময়দানি ইতিহাসে বিখ্যাত হয়ে আছে অমল দত্তর ডায়মন্ড মডেল। আর বাংলায় করোনার বাড়বাড়ন্তের আবহে আরেক ডায়মন্ড-মডেল পথ দেখাচ্ছে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস! সৌজন্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কলকাতা (Kolkata), উত্তর ২৪ পরগনা-সহ আশেপাশের জেলাগুলিতে যখন করোনা হু হু করে বাড়ছে, তখন প্রশাসনিক কড়াকড়ির ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। যা প্রশংসাও পেয়েছে চিকিৎসক মহলে।
গতকাল ডায়মন্ড-মডেলের (Diamond Model) সাফল্য তুলে ধরে ফেসবুকে তৃণমূল সাংসদ (TMC MP) অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আরও একবার করে দেখাল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। গঙ্গাসাগর ও কলকাতার কাছাকাছি হওয়া সত্ত্বেও ডায়মন্ড হারবারে সংক্রমণের হার ৩ শতাংশের নিচে। এই যুদ্ধে লাগাতার সমর্থন ও সহযোগিতার জন্য ডায়মন্ড হারবারের মানুষকে ধন্যবাদ।’
জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রবিবার গোটা রাজ্যে সংক্রমণের হার ছিল ২৭.৭৩ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমণের হার ছিল ১৬.৫৩ শতাংশ। সোখানে সেই জেলারই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সংক্রমণের হার নেমে এসেছে ২.৮২ শতাংশে।
এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র বিশ্বজিৎ দেব বলেছেন, ‘এটা সায়েন্টিফিক, পথ দেখাল সবাইকে। অভিষেক পারলে বাকি ৫৪২ জন এমপি কেন করতে পারবে না? সবারই উচিত এটাতে ফলো করা। শুধু বাংলায় নয়, সর্বত্র ফলো করা উচিত।’
বিরোধীদের পাল্টা প্রশ্ন, যদি সত্যিই ডায়মন্ড-মডেলের সাহায্যে করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে আনা হয়ে থাকে, তাহলে কেন সেই মডেল গোটা রাজ্যে প্রয়োগ করা হচ্ছে না? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ‘তাহলে উনি তো প্রকারান্তরে স্বীকার করছেন যে ওঁর পিসি ব্যর্থ। বাংলার মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী কে? যদি ডায়মন্ড হারবার মডেল সফল হয়, তাহলে বাকি বাংলা বিফল হল কেন? এটাকে রোখা যেত, আটকানো যেত, স্বাস্থ্য ব্যবস্থা ঠিত থাকলে। যদি ডায়মন্ড হারবারে সংক্রমণ কমে, তাহলে বাংলায় কমছে না কেন? এই প্রশ্ন ভাইপো তুলেছেন, পিসির জবাব দেওয়া উচিত।’
এই প্রেক্ষাপটেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের মধ্যে বিভেদের দাবি আরও উস্কে দিয়ে রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য একটি ট্যুইট করেছেন। তাঁর দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো অভিষেকের মধ্যে পুরোদমে যুদ্ধ চলছে। ডায়মন্ড হারবারে পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। উল্টোদিকে এটা দেখে অবাক হওয়ার কোনও কারণ নেই যে, মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর (অভিষেক বন্দ্যোপাধ্যায়) বিরুদ্ধে পুরনো নেতাদের ময়দানে নামিয়েছেন এবং কোনও কৃতিত্ব যাতে তিনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) না পান তার জন্য স্বাস্থ্য দফতরকে কাজে লাগাচ্ছেন।’
অমিত মালব্যকে পাল্টা কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘আমি ট্যুইট মালব্যকে বলব, তথাগত রায়ের কামিনী কাঞ্চন নিয়ে ট্যুইটের জবাব দিন।’
বিজেপির দাবিতে আমল না দিয়ে ডায়মন্ড হারবার মডেলকে সামনে রেখে চলছে তৃণমূলের প্রচার। গিরিশ পার্ক-সহ বিভিন্ন জায়গায়, পড়েছে পোস্টার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -