WB News Live Updates: শহরে ফের উচ্চাঙ্গ সঙ্গীতের মহোৎসব

WB News Live Updates: আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢুকে বহিষ্কৃত ছাত্র নেতার তাণ্ডব। অকথ্য ভাষায় গালাগালি ও খুনের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল। টিএমসিপির প্রাক্তন ছাত্র নেতার তাণ্ডব ঘিরে তোলপাড়।

abp ananda Last Updated: 03 Apr 2022 11:31 PM

প্রেক্ষাপট

অনির্বাণ বিশ্বাস ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বিশ্ববিদ্যালয়ে (University) নজিরবিহীন ঘটনা। ঘরে ঢুকে উপাচার্যকে (Vice Chancellor) তুই তোকারি করে অকথ্য ভাষায় গালাগালি বহিষ্কৃত ছাত্র নেতার! দেওয়া হয় খুনের হুমকিও! টিএমসিপি-র প্রাক্তন...More

West Bengal News Live Updates: শহরে ফের উচ্চাঙ্গ সঙ্গীতের মহোত্সব

শহরে ফের উচ্চাঙ্গ সঙ্গীতের মহোত্সব। আগামী ১৪ এপ্রিল থেকে কলকাতায় শুরু হচ্ছে দ্য ডোভারলেন মিউজিক কনফারেন্স। এবারের সঙ্গীত সম্মেলনেও প্রবীন-নবীন প্রজন্মের মনিকাঞ্চনযোগ৷ চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।