WB News Live Updates: শহরে ফের উচ্চাঙ্গ সঙ্গীতের মহোৎসব

WB News Live Updates: আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢুকে বহিষ্কৃত ছাত্র নেতার তাণ্ডব। অকথ্য ভাষায় গালাগালি ও খুনের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল। টিএমসিপির প্রাক্তন ছাত্র নেতার তাণ্ডব ঘিরে তোলপাড়।

abp ananda Last Updated: 03 Apr 2022 11:31 PM
West Bengal News Live Updates: শহরে ফের উচ্চাঙ্গ সঙ্গীতের মহোত্সব

শহরে ফের উচ্চাঙ্গ সঙ্গীতের মহোত্সব। আগামী ১৪ এপ্রিল থেকে কলকাতায় শুরু হচ্ছে দ্য ডোভারলেন মিউজিক কনফারেন্স। এবারের সঙ্গীত সম্মেলনেও প্রবীন-নবীন প্রজন্মের মনিকাঞ্চনযোগ৷ চলবে ১৭ এপ্রিল পর্যন্ত।

WB News Live: জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে হয়ে গেল বাউল গান ও রবীন্দ্র সঙ্গীতের যুগলবন্দির এক অনুষ্ঠান

সুতানুটি পরিষদের চোরবাগান আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে হয়ে গেল বাউল গান ও রবীন্দ্র সঙ্গীতের যুগলবন্দির এক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন মনোজ মুরলি নায়ার, মনীষা মুরলি নায়ার, রিনা দাস বাউল, দিবাকর দাস বাউলের মতো শিল্পীরা। 

West Bengal News Live Updates: কলকাতার বিবেকানন্দ পার্কে শেষ হল ইয়ো কাপ ক্রিকেট টুর্নামেন্ট

কলকাতার বিবেকানন্দ পার্কে শেষ হল এ বছরের ইয়ো কাপ ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের শেষ দিনে দর্শকাসনে বসেছিল যেন চাঁদের হাট। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি।

WB News Live: আসানসোলে ফের বিজেপির হোর্ডিং খুলে দেওয়ার অভিযোগ

হোর্ডিং বিতর্কে ফের উত্তপ্ত আসানসোল। ফের বিজেপির হোর্ডিং খুলে দেওয়ার অভিযোগ। আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানালেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। জোর করে হোর্ডিং খুলছে তৃণমূল কংগ্রেস, দাবি অগ্নিমিত্রার। মিথ্যা কথা বলছেন, পাল্টা দাবি তৃনমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশুর। ইস্কো অধ্যুষিত এলাকায় তৃনমূলের কংগ্রেসেরই হোর্ডিং খুলে দিচ্ছে বিজেপি বলে পাল্টা অভিযোগ।

West Bengal News Live Updates: ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, ১৪ দিনে এই নিয়ে ১২ বার

ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। গত ১৪ দিনে ১২ বার দাম বাড়ল জ্বালানির। ৪২ পয়সা বেড়ে লিটারপ্রতি পেট্রোলের দাম হল ১১৩.৪৫ টাকা। ৪০ পয়সা বেড়ে লিটারপ্রতি ডিজেলের দাম হল ৯৮.২২ টাকা।

WB News Live: বাম আমলেও দেখেছি এমন ঘটনা, তা রপ্ত করা দুর্ভাগ্যের: নৃসিংহপ্রসাদ ভাদুড়ি

“বাম আমলেও দেখেছি এমন ঘটনা।  কিন্তু এরা যদি তা রপ্ত করে, তা ঘটনা দুর্ভাগ্যজনক।শিক্ষার মাথায় যাঁরা রয়েছেন তাঁরা নিন্দা করছেন। আমিও তীব্র নিন্দা করছি। প্রশাসন নজর দেবে। শাসন করবে,” আলিয়ার ঘটনায় নৃসিংহপ্রসাদ ভাদুড়ি।

West Bengal News Live Updates: স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও পাঁচ-পাঁচটি হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় দুর্ঘটনাগ্রস্ত রোগীমৃত্যু

স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও পাঁচ-পাঁচটি হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় দুর্ঘটনাগ্রস্ত রোগী মৃত্যুর অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। ১৪ ঘণ্টা ধরে চলল শুধু রেফার! অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নিজেদের মতো করে সাফাই দিয়েছে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ। 

WB News Live: আলিয়াকাণ্ডে নিন্দায় সরব বিশিষ্টজনেরা

আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যর ঘরে ঢুকে অশ্রাব্য ভাষায় গালাগালি ও খুনের হুমকি দেওয়ায়, গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডলকে। আর এই ঘটনায় সরব হয়েছেন বিশিষ্টজনেরা। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন প্রত্যেকে।

West Bengal News Live Updates: আলিয়া নিয়ে টুইট রাজ্যপালের, ব্যাপম, 'ত্রিপুরা নিয়ে কথা নেই কেন?', পাল্টা কুণাল

বিজেপি ক্ষমতায় থাকাকালীন মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারি, ত্রিপুরায় ১০৩২৩ জন শিক্ষককে বসিয়ে দেওয়া হয়েছে। এগুলি জানেন রাজ্যপাল। পাল্টা কুণাল ঘোষ।

WB News Live: আলিয়াকাণ্ডে তোলপাড় রাজ্য, মুখ্যসচিবকে তলব রাজ্যপালের

আলিয়াকাণ্ডে তোলপাড় রাজ্য, মুখ্যসচিবকে তলব রাজ্যপালের। কাল দুপুর ১টায় মুখ্যসচিবকে তলব রাজ্যপাল জগদীপ ধনকড়ের। ‘ভাইরাল ভিডিওয় অত্যন্ত উদ্বেগের ছবির প্রতিফলন। দুর্বৃত্তকারীরা যেভাবে আইন লঙ্ঘন করছে, তা ভয়ঙ্কর’, উপাচার্যকে হেনস্থার ভাইরাল ভিডিও ট্যুইট রাজ্যপালের।

West Bengal News Live Updates: উত্তরবঙ্গে নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি উঠছে কোচবিহারে

উত্তরবঙ্গে নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি উঠছে কোচবিহারের মেখলিগঞ্জে। নতুন এই পর্যটন কেন্দ্রে থাকবে আন্তর্জাতিক ৩ বিঘা করিডর থেকে শুরু করে হুজুর সাহেবের মাজার। এই এলাকায় পর্যটন শিল্প গড়ে তুলতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। জানিয়েছেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারী।

WB News Live: ২০২১ সালে গিয়াসউদ্দিন মারধর করেন ছাত্রদের! নয়া অভিযোগ

২০২১ সালের ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কিছু দাবিদাওয়া নিয়ে নিউটাউন ক্যাম্পাসে মন্ত্রী গোলাম রব্বানির সঙ্গে দেখা করতে যান পার্ক সার্কাস ক্যাম্পাসের কয়েকজন গবেষক ও পড়ুয়া। অভিযোগ সেখানে গিয়াসউদ্দিন মারধর করেন ছাত্রদের।

West Bengal News Live Updates: কে তৃণমূল কর্মী, চিহ্নিত করতে বনগাঁয় চালু হচ্ছে পরিচয়পত্র
কে তৃণমূল কর্মী, চিহ্নিত করতে বনগাঁয় চালু হচ্ছে পরিচয়পত্র। বনগাঁয় বুথ স্তরের সমস্ত কর্মীকে পরিচয়পত্র দেওয়া হবে। পরিচয়পত্রের নম্বর দেখালে সরকারি পরিষেবায় অগ্রাধিকার। অনৈতিক কাজ করলেও পরিচয়পত্রের নম্বর ধরে ব্যবস্থা। জানালেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ।
WB News Live: বিরোধীদের থেকেও এই ঘটনার বেশি প্রতিবাদ করছে তৃণমূল, আলিয়া নিয়ে বললেন কুণাল

বিরোধীদের থেকেও এই ঘটনার বেশি প্রতিবাদ করছে তৃণমূল। ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বিরোধীরা। অভিযোগ কুণাল ঘোষের।

West Bengal News Live Updates: জলপাইগুড়ির শিল্পতালুকে ফের দুষ্কৃতী তাণ্ডব, গ্রেফতার ১

জলপাইগুড়ির রাজগঞ্জের মগরসুব্বা বেসরকারি শিল্পতালুকে ফের দুষ্কৃতী তাণ্ডব। কর্তৃপক্ষের দেওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ওই শিল্পতালুকে ঘণ্টাদুয়েক ধরে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। চলে ভাঙচুর। ব্যবসায়ীদের দাবি, এই ভিডিও ফুটেজ থানায় জমা দেওয়া হলেও মাত্র একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

WB News Live: ২০২১ সালের পর থেকে কেউ আমায় কাজ দিতে পারছেন না: রুদ্রনীল ঘোষ

'২০২১ সালের পর ১৬ মাস ধরে মূল ধারায় পরিচালক, প্রযোজকরা কেউ আমায় কাজ দিতে পারছেন না। অনেকে লড়াই করতে না পেরে শাসক শিবিরে ফিরে গেছেন। শাসক ঘনিষ্ঠ বিশিষ্টজনরাও রামপুরহাট, আনিসকাণ্ড চুপ করে আছেন',  দাবি অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের।

West Bengal News Live Updates: ভাদু খুনে মূল অভিযুক্ত পলাতক পলাশ শেখের বাড়ির পাশ থেকে উদ্ধার বোমা

ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাতক পলাশ শেখের বাড়ির পাশে মাটির নীচে পোঁতা বোমা উদ্ধার করল বম্ব ডিসপোজাল স্কোয়াড। ২০টি তাজা বোমা উদ্ধার।

WB News Live: 'আমি নির্দোষ। ভাইয়ের খুনের সঙ্গে জড়িত নই', দাবি ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর দাদার

'আমি নির্দোষ। ভাইয়ের খুনের সঙ্গে জড়িত নই', দাবি ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর দাদা নরেন কান্দুর। গতকাল নরেন কান্দু ও স্থানীয় ধূপ ব্যবসায়ী আসিক খানকে গ্রেফতার করে পুলিশ।

West Bengal News Live Updates: ‘আলিয়ার বিক্ষোভে পুলিশ নাক গলাবে না’, অডিও ক্লিপ প্রকাশ্যে আনলেন আলিয়ার পড়ুয়ারা

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থাকাণ্ডে নতুন মোড়। এবার পড়ুয়াদের প্রকাশ করা ভাইরাল অডিও টেপ ঘিরে শোরগোল। ‘আলিয়ার বিক্ষোভে পুলিশ নাক গলাবে না’, এই কণ্ঠস্বর জিম নওয়াজ নামে এক ব্যক্তির, দাবি পড়ুয়াদের। দাবি করে অডিও ক্লিপ প্রকাশ্যে আনলেন আলিয়ার পড়ুয়ারা। ‘আলিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হবে, পুলিশ নাক গলাবে না। ‘টেকনোসিটি থানার আইসিকে বলা আছে, পুলিশ আসবে না’।‘ভাইরাল অডিও ক্লিপের কণ্ঠস্বর জিম নওয়াজ নামে এক ব্যক্তির’, দাবি করে অডিও ক্লিপ প্রকাশ্যে আনলেন আলিয়ার পড়ুয়ারা।

WB News Live: বিপজ্জনক প্রবণতা, ক্ষমাহীন অপরাধ, আলিয়া নিয়ে সুজন

বিপজ্জনক প্রবণতা, ক্ষমাহীন অপরাধ, আলিয়াকাণ্ডে প্রতিক্রিয়া সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।

West Bengal News Live Updates: আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে হেনস্থা, প্রতিবাদে পথে নামল বিজেপি

আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে বহিষ্কৃত ছাত্র নেতার অশ্রাব্য ভাষায় গালিগালাজের প্রতিবাদে পথে নামল বিজেপি। এদিন চুঁচুড়ার ঘড়ির মোড়ে প্ল্যাকার্ড, ব্যানার রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। নেতৃত্বে হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার। এই ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অপসারণ ও দোষীদের গ্রেফতারের দাবি জানান তাঁরা। 

WB News Live: শিক্ষাঙ্গনে রাজনীতি ঢোকাতেই এমন ঘটনা, আলিয়া নিয়ে মন্তব্য রাজ্যপালের

শিক্ষাঙ্গনে রাজনীতি ঢোকায় এই ধরনের ঘটনা ঘটছে, আলিয়াকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া রাজ্যপাল জগদীপ ধনকড়ের।

West Bengal News Live Updates: পুলিশকে ফোন করেও সাহায্য মেলেনি দাবি আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের

পুলিশকে ফোন করেও সাহায্য মেলেনি, দাবি আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের।

WB News Live: গিয়াসউদ্দিনের পাশাপাশি বাকিদের গ্রেফতারের দাবি

গিয়াসউদ্দিনের পাশাপাশি বাকিদের গ্রেফতারের দাবি আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের।

West Bengal News Live Updates: তৃণমূলের তোলাবাজির জন্যই বাংলা ছেড়ে চলে যাচ্ছে শিল্প, আক্রমণে বিজেপির জেলা সভাপতি

তৃণমূলের তোলাবাজির জন্যই বাংলা ছেড়ে চলে যাচ্ছে শিল্প। আক্রমণে বিজেপির জেলা সভাপতি। শিল্পক্ষেত্রে কোনও জুলুমবাজি বরদাস্ত নয়, জানালেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক।

WB News Live: কুমাড্ডা গ্রামে সিবিআই

এদিন কুমাড্ডা গ্রামে যায় সিবিআই। যে টোটোদুটিতে বোমা ও পেট্রোল নিয়ে এসে বগটুইয়ে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছিল বলে দাবি গ্রামবাসীদের, সেই দুটি টোটো ও বাইক পরীক্ষা করলেন সিবিআই আধিকারিকরা। করা হবে ফরেন্সিক পরীক্ষাও।

West Bengal News Live Updates: গ্রেফতার বহিষ্কৃত ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডল

গ্রেফতার আলিয়াকাণ্ডে অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসউদ্দিন মণ্ডল। ঘটনার দুদিন পর গ্রেফতার করল টেকনো সিটি থানার পুলিশ। নিউটাউন থেকে গ্রেফতার করা হয় গিয়াসউদ্দিনকে। বাজেয়াপ্ত করা হয়েছে গিয়াসউদ্দিনের মোবাইল ফোন। উপাচার্যকে হেনস্থার প্রতিবাদে কাল থেকে আন্দোলনের হুঁশিয়ারি পড়ুয়াদের।

WB News Live: জলপাইগুড়ির রাজগঞ্জের মগরসুব্বা বেসরকারি শিল্পতালুকে ফের দুষ্কৃতী তাণ্ডব

জলপাইগুড়ির রাজগঞ্জের মগরসুব্বা বেসরকারি শিল্পতালুকে ফের দুষ্কৃতী তাণ্ডব। কর্তৃপক্ষের দেওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার ওই শিল্পতালুকে ঘণ্টাদুয়েক ধরে দাপিয়ে বেড়ায় দুষ্কৃতীরা। চলে ভাঙচুর। ব্যবসায়ীদের দাবি, এই ভিডিও ফুটেজ থানায় জমা দেওয়া হলেও মাত্র একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজগঞ্জের মগরসুব্বা শিল্পতালুকে ১২টি কারখানা চালু রয়েছে। শিল্পপতিদের দাবি, আগামীদিন আরও ৫০টি কারখানা এই শিল্পতালুকে চালু হওয়ার কথা। অভিযোগ, দুষ্কৃতী দৌরাত্ম্যের খবর পেয়ে ইচ্ছুক ব্যবসায়ীদের অনেকেই পিছু হঠতে শুরু করেছেন। গোটা বিষয়টি জানিয়ে ফের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চলেছেন ব্যবসায়ীরা। শিল্পতালুকে পুলিশ ফাঁড়ি তৈরির দাবি জানিয়েছেন তাঁরা।

West Bengal News Live Updates: কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার প্রবেশিকা সেটের ফল প্রকাশ

কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার প্রবেশিকা সেটের ফল প্রকাশ। ৩৩টি বিষয়ে পরীক্ষা হয়। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৬ হাজার ১৭। সেটে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৭৯৪ জন। বাংলা, ইতিহাস ও এডুকেশনে সবথেকে বেশি সংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। সাফল্যের হার সবথেকে বেশি সাঁওতালি ও উর্দুতে। এবার ১০ সপ্তাহের মধ্যে প্রকাশিত হল সেটের ফল। পরবর্তী সেট চলতি বছরের ডিসেম্বরে। 

WB News Live: বগটুইয়ে বোমা উদ্ধার

এবার রামপুরহাটের বগটুই গ্রামে ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাতক পলাশ শেখের বাড়ির পাশে মাটির নিচে পোঁতা বোমা উদ্ধার করল বম্ব ডিসপোজাল স্কোয়াড। ২০টি তাজা বোমা উদ্ধার। বোমাগুলি নিষ্ক্রিয় কলর বম্ব ডিসপোজাল স্কোয়াড। পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাশ শেখের বাড়ির পাশে মাটিতে পোঁতা রয়েছে বোমা। খবর পেয়ে এদিন গ্রামে যায় সিবিআই ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্রর নেতৃত্বে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। যায় দমকলও।

West Bengal News Live Updates: উস্তিতে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

বোমা ফেটে দুই শিশু জখম হওয়ার পর এবার দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে আগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার। গতকাল বোমা ফেটে দুই শিশু জখম হয়। এরপর ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে-র নেতৃত্বে রাত থেকেই পুলিশি অভিযান শুরু হয়। স্থানীয় বাসিন্দা আসগর মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, ৫ রাউন্ড কার্তুজ ও ৬টি বোমা। বাড়ি মালিক পলাতক। ডায়মন্ড হারবার পুলিশ জেলা সূত্রে খবর, গত একসপ্তাহে প্রায় ৫০টি বোমা, ৭-৮ কেজি বোমা তৈরির মশলা ও ২৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। 

WB News Live: বাউল গান ও রবীন্দ্র সঙ্গীতের যুগলবন্দি

সুতানুটি পরিষদের চোরবাগান আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে হয়ে গেল বাউল গান ও রবীন্দ্রসঙ্গীতের যুগলবন্দির এক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন মনোজ মুরলি নায়ার, মনীষা মুরলি নায়ার, রিনা দাস বাউল, দিবাকর দাস বাউলের মতো শিল্পীরা।

West Bengal News Live Updates: শিয়ালদা স্টেশন চালু হলে যাত্রী বাড়তে পারে ইস্ট ওয়েস্ট মেট্রোয়

শিয়ালদা স্টেশন চালু হলে যাত্রী বাড়তে পারে ইস্ট ওয়েস্ট মেট্রোয়। এমনটাই মনে করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে ইস্ট ওয়েস্ট মেট্রোর সময়সীমা ও মেট্রোর সংখ্যা বাড়ানোর ভাবনা চিন্তা করছে কর্তৃপক্ষ।

WB News Live: পানিপারুলে দিঘাগামী ট্যুরিস্ট বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষ

পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকার পানিপারুলে দিঘাগামী ট্যুরিস্ট বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষ। খালাসির মৃত্যু। আহত ১৬ জন পর্যটক। সকাল ৯টা নাগাদ এগরা-পানিপারুল রোডে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, পণ্য নামানোর জন্য রাস্তার ধারে ডাম্পার দাঁড় করান চালক। সেইসময় পিছন থেকে ডাম্পারে ধাক্কা মারে দিঘাগামী বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাম্পারের খালাসির। ট্যুরিস্ট বাসের চালককে আটক করেছে এগরা থানার পুলিশ।

West Bengal News Live Updates: বগটুই গ্রামে বোমাতঙ্ক

বগটুই গ্রামে বোমাতঙ্ক। গ্রামে পৌঁছল বম্ব ডিসপোজাল স্কোয়াড। পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাতক পলাশ শেখের বাড়ির পাশে মাটিতে পোঁতা রয়েছে বোমা। তা পরীক্ষা করতেই আজ গ্রামে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড। রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্রর নেতৃত্বে গ্রামে যায় পুলিশ বাহিনী। রয়েছে দমকলও।

WB News Live: রুবি মোড়ের কাছে দুর্ঘটনা

সাতসকালে ইএম বাইপাসে রুবি মোড়ের কাছে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মিনিডোর। আহত ২ যাত্রী। সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ ২৪ পরগনার সূর্যপুর থেকে সবজি নিয়ে মিনিডোরে চড়ে বেলেঘাটার রাসমণি বাজারে যাচ্ছিলেন ৯ জন ব্যবসায়ী। যাত্রীদের দাবি, আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে মিনিডোর উল্টে যায়। কসবা থানার ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা সকলকে উদ্ধার করেন। মিনিডোরের চালক পলাতক। বেপরোয়া গতি ও ওভারলোডিংয়ের কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে দাবি পুলিশের।

West Bengal News Live Updates: রামপুরহাট হত্যাকাণ্ডে শেখলাল ও মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

রামপুরহাট হত্যাকাণ্ডে শেখলাল ও মিহিলাল শেখকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। সূত্রের খবর, টোটোয় বোমা ও পেট্রোল আনা নিয়ে গ্রামবাসীদের অভিযোগ সম্পর্কে দু’ জনের কাছে জানতে চাওয়া হবে। বয়ানও রেকর্ড করা হবে শেখলাল ও মিহিলালের। পাশাপাশি, বগটুই গ্রামের দুই বাসিন্দারও বয়ান রেকর্ড করা হবে। খবর সিবিআই সূত্রে।

WB News Live: আমি নির্দোষ, দাবি নরেন কান্দুর

‘আমি নির্দোষ। ভাইয়ের খুনের সঙ্গে জড়িত নই,’ দাবি ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর দাদা নরেন কান্দুর। গতকাল নরেন কান্দু ও স্থানীয় ধূপ ব্যবসায়ী আসিক খানকে গ্রেফতার করে পুলিশ। খুনের ঘটনায় এর আগে গ্রেফতার হয় সুপারি কিলার কলেবর সিংহ ও নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো দীপক কান্দু। 

West Bengal News Live Updates: গভীর জঙ্গলে মহুল সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু মহিলার

গভীর জঙ্গলে মহুল সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের ডুমুরকোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, তিন প্রতিবেশীকে নিয়ে জঙ্গল থেকে মহুল সংগ্রহ করতে গিয়েছিলেন ডুমুরকোটা গ্রামের বাসিন্দা রায়মণি কিস্কু। আচমকাই দাঁতালের সামনে পড়ে যান বছর পঞ্চাশের ওই মহিলা। হাতিটি তাঁকে শুঁড়ে জড়িয়ে আছাড় মেরে পা দিয়ে পিষে দেয়। মহিলার সঙ্গীরা পালিয়ে বাঁচেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দফতরের কর্মীরা।

WB News Live: লাগাতার জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি বাজারও আগুন

লাগাতার জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি বাজারও আগুন। চাল, ডাল, মাছ, সবজি, সবকিছুরই দাম চড়া। ক্রেতাদের আশঙ্কা, একটানা পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই বাজারে পড়তে শুরু করেছে। শাক-সবজির পাশাপাশি, খুচরো বাজারে চালের দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা। সর্ষের তেল লিটারপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। সাদা তেলের দাম লিটারে বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। মাংসের দামও চড়া। মুরগির মাংস কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকা দরে।

West Bengal News Live Updates: জ্বালানির দামবৃদ্ধির প্রভাব অ্যাপ ক্যাবে

জ্বালানির দামবৃদ্ধির প্রভাব অ্যাপ ক্যাবে। ১২ শতাংশ ভাড়া বাড়াল উবর। অ্যাপ ক্যাব নিয়ন্ত্রণে বিধানসভায় বিল আনা হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী।

WB News Live: রাজ্যজুড়ে রামনবমী পালনের উদ্যোগ বিশ্ব হিন্দু পরিষদের

করোনার ধাক্কা সামলে এবার মহা সমারোহে রাজ্যজুড়ে রামনবমী পালনের উদ্যোগ নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এমনকী, এই কর্মসূচি সফল করতে তৃণমূলের নেতা-বিধায়করাও এবার এগিয়ে এসেছেন বলে দাবি পরিষদের। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল। কটাক্ষ করেছে সিপিএমও।

West Bengal News Live Updates: বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড, অথচ ১৪ ঘণ্টা ধরে পাঁচ-পাঁচটা হাসপাতাল ঘুরেও ভর্তি হতে না পেরে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল দুর্গাপুরে। মৃতদেহ নিয়ে প্রায় চারঘণ্টা ধরে চলল পথ অবরোধ। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

WB News Live: সিবিআইয়ের প্রশংসা অনুব্রতর

রক্ষাকবচের আবেদন খারিজ হওয়ার পর ফের গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। সূত্রের খবর, তাঁর থেকে কী কী প্রশ্নের উত্তর তদন্তকারীরা পেতে চান, তার একটা তালিকা করা হচ্ছে। এই আবহেই বীরভূমের জেলা সভাপতির গলায় শোনা গেল রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের প্রশংসা! 

West Bengal News Live Updates: রামপুরহাটকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিশিষ্টদের

রামপুরহাটকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিশিষ্টদের একাংশ। আর এ নিয়ে তাঁদের খোঁচা দিতে ছাড়েননি বিজেপি নেতা তথাগত রায়। কটাক্ষের সুরে তাঁর ট্যুইট, ‘যাক, এঁদের এটুকু লজ্জা আছে। বগটুই গণহত্যার পর থেকে এঁদের কাছ একটা প্রতিক্রিয়া পাবার জন্য শুধু পেটে খোঁচা মারাটা বাকি ছিল। এটা প্রতিবাদপত্র বা মুচলেকা নয়, প্রভুর ভৃত্যের লেখা একটা প্রশংসাপত্র। আর হবে নাই বা কেন? ইংরেজিতে একটি প্রবাদ আছে, যে টাকা দেয় তাঁর কথাতেই তো কাজ হয়।’

WB News Live: বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। আনাজ, মাছ-মাংস থেকে ভোজ্য তেল, সবকিছুরই দাম চড়ছে হু হু করে। অগ্নিমূল্য বাজার, মাথায় হাত সাধারণ মানুষের। নাভিশ্বাস উঠছে সকলের। 

West Bengal News Live Updates: ফের দেশে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম

ফের দেশে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম। ডিজেলের দাম ১০০ ছুঁইছুঁই। লিটারপ্রতি ৮৪ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে ১১৩ টাকা ৩ পয়সা। লিটারে ৮০ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ৮২ পয়সা। এই নিয়ে ১৩ দিনে ১১ বার বাড়ল জ্বালানির দাম। মূল্যবৃদ্ধির জেরে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের।

WB News Live: দুর্গাপুরের অঙ্গদপুর শিল্পতালুকে হাতির তাণ্ডব

দুর্গাপুরের অঙ্গদপুর শিল্পতালুকে হাতির তাণ্ডব। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে আটটা নাগাদ দামোদর পেরিয়ে অঙ্গদপুর শিল্পতালুকের মায়াবাজার এলাকায় ঢুকে পড়ে একটি হাতি। বেশ কয়েকঘণ্টা এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়ায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ ও বন দফতরের কর্মীরা। ব্যারাজের জল কম থাকায় তা পার করিয়ে হাতিটিকে বাঁকুড়ার বড়জোড়ার জঙ্গলে পাঠানোর চেষ্টা শুরু হয়। ডাকা হয় বন দফতরের বিশেষজ্ঞ দলকে। 

West Bengal News Live Updates: হাসপাতালে ভর্তি হতে না পেরে রোগী মৃত্যুর অভিযোগ

১৪ ঘণ্টা ধরে পাঁচটি হাসপাতাল ঘুরেও ভর্তি হতে না পেরে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। মৃতদেহ নিয়ে পথ অবরোধ আত্মীয়-পরিজনদের। মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলেন দুর্গাপুর শহর লাগোয়া জব্বরপল্লির বাসিন্দারা।

WB News Live: বারাসাতে পুণ্যার্থীদের বাসে হামলার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ

মতুয়াদের মেলায় যোগ দেওয়ার পথে বারাসাতে পুণ্যার্থীদের বাসে হামলার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সামনে আনল পুলিশ। পুলিশের দাবি, এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের খোঁজ চলছে। হামলার ঘটনা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live Updates: নলহাটিতে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও এক

বীরভূমের নলহাটিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার করা হল আরও এক অভিযুক্তকে। ভোটের পর তাঁকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে পাঁচজনের বিরুদ্ধে। ধৃতের ১৪ দিনের জেল হেফজাত হয়েছে। গ্রেফতারি ঘিরে শুরু হয়েছে চাপানউতোর।

WB News Live: রামপুরহাটকাণ্ডের তদন্তে মনোবিদের সাহায্য নিচ্ছে সিবিআই

রামপুরহাটকাণ্ডের তদন্তে মনোবিদের সাহায্য নিচ্ছে সিবিআই। ফরেন্সিক সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট পদ্ধতিতে ধৃতদের জেরা করা হচ্ছে। এসডিপিও-র বাংলোর উল্টো দিকের হার্ডওয়্যারের দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সিবিআই।

West Bengal News Live Updates: ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার দাদা

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ডে তাঁর দাদাকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে ঝালদার এক ব্যবসায়ীকেও। পুলিশ সূত্রে দাবি, হত্যাকাণ্ডের মূল চক্রী কংগ্রেস কাউন্সিলরের দাদা নরেন কান্দু। নরেন সুপারি দেন ওই ব্যবসায়ীকে।

প্রেক্ষাপট

অনির্বাণ বিশ্বাস ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বিশ্ববিদ্যালয়ে (University) নজিরবিহীন ঘটনা। ঘরে ঢুকে উপাচার্যকে (Vice Chancellor) তুই তোকারি করে অকথ্য ভাষায় গালাগালি বহিষ্কৃত ছাত্র নেতার! দেওয়া হয় খুনের হুমকিও! টিএমসিপি-র প্রাক্তন ইউনিট প্রেসিডেন্টের মুখের ভাষা এতটাই অশালীন, যে তা লেখার অযোগ্য। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়! ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।


ঘটনাটি ঘটেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে (Aliah University)। বহিষ্কৃত ছাত্রনেতার হুমকি ও অশালীন ভাষার মুখে উপাচার্য মহম্মদ আলি। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, তোলাবাজি, ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি সহ একাধিক অভিযোগে কিছুদিন আগে বহিষ্কার করা হয় গিয়াসউদ্দিন মণ্ডল নামে ওই ছাত্রনেতাকে। বহিষ্কারের কয়েক দিনের মধ্যেই তিন বহিরাগতকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন তিনি। পিএচডি লিস্টে স্বজনপোষণের অভিযোগ তুলে ঘেরাও করেন উপাচার্যকে। শুরু হয় তাণ্ডব, অকথ্য ভাষায় গালাগালি, হুমকি। এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে। করেন চাঞ্চল্যকর অভিযোগ। প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত টিএমসিপি-র প্রাক্তন ইউনিট প্রেসিডেন্টের। ঘটনার নিন্দা করে বর্তমান ইউনিট প্রেসিডেন্টের দাবি, এটা টিএমসিপি-র সংস্কৃতি নয়। শিক্ষাঙ্গনে এমন নজিরবিহীন ঘটনার ভাইরাল ভিডিও নিয়ে সমালোচনার ঝড় বিভিন্ন মহলে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.