West Bengal News Live Updates: ভোটের ১ দিন আগেও বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে টানাটানি!
দেখে নেওয়া যাক, এই মুহূর্তে জেলা থেকে জেলার গুরুত্বপূর্ণ খবর।
ভোটের ১ দিন আগেও বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে টানাটানি! বুথপিছু সশস্ত্র রাজ্য পুলিশের সঙ্গে একজন জওয়ান চায় কমিশন। কোনওভাবেই এক সেকশন ভাঙতে কেন্দ্রীয় বাহিনীর আপত্তি, খবর সূত্রের। তাহলে কীভাবে বুথে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন? বিএসএফের আইজির সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারের বৈঠক
কুলপিতে কংগ্রেস নেতার মৃত্যু, পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। দঃ ২৪ পরগনা, কোচবিহারের পর এবার মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল। কাল সকালেই সন্ত্রাস বিধ্বস্ত মুর্শিদাবাদ যাচ্ছেন রাজ্যপাল। বহরমপুর, খড়গ্রাম, বেলডাঙা, ডোমকল যাওয়ার কথা রাজ্যপালের।
সায়নী ঘোষের দেওয়া নথিতে সন্তুষ্ট নয় ইডি। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, অসমপূর্ণ নথি জমা দিয়েছেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী। বৃহস্পতিবার, পূর্ব বর্ধমানের কাটোয়ায় এবিষয়ে কোনও উত্তর দিতে চাননি সায়নী। ইডি সূত্রে দাবি, সায়নী ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাওয়া গুরুত্বপূর্ণ তথ্যকে সামনে রেখে সায়নীকে ফের জিজ্ঞাসাবাদ করতে চান তারা।
পঞ্চায়েত ভোটের আগে মালদার হরিশ্চন্দ্রপুর তৃণমূলে ভাঙন। পঞ্চায়েতের ২ কর্মাধ্যক্ষ-সহ দল ছাড়লেন একাধিক তৃণমূলকর্মী। টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগে একাধিক নেতা-কর্মীর দলত্যাগ। দল থেকে সব পেয়ে এখন বিদ্রোহী! পাল্টা কটাক্ষ তৃণমূল নেতৃত্বের।
ভোটের ঠিক আগে দল ছাড়লেন বীরভূম তৃণমূলের সাধারণ সম্পাদক। ভোটের ঠিক একদিন আগে ফেসবুক পোস্ট করে দল ছাড়ার কথা ঘোষণা। কেন তৃণমূল ছাড়লেন বীরভূমের সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়? অনুব্রতর অনুপস্থিতিতে দলে গুরুত্ব না পাওয়ার অভিযোগে দলত্যাগ।
কোচবিহারে তৃণমূলকর্মী খুন, বাংলাদেশ থেকে ২জন গ্রেফতার। ২ জনকে গ্রেফতার করে বিএসএফের হাতে তুলে দিল বিজিবি। বাংলাদেশ থেকে ২ অভিযুক্তকে গ্রেফতার করে তুলে দিল বিজিবি।
জলপাইগুড়ির ধূপগুড়ির মাগুরমারিতে বাইক বাহিনীর তাণ্ডব। সিপিএমের গ্রাম পঞ্চায়েত প্রার্থীর বাড়ি ও পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে পাল্টা তোপ দেগেছে শাসক দল।
ভোটের আগে হাওড়ার পাঁচলাতেও অশান্তি। আক্রান্ত আইএসএফ। পরপর গাড়ি-বাইক ভাঙচুর। গতকাল তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে আইএসএফ। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, হামলার অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক শিবির।
ভোট-হিংসা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে বেনজির আক্রমণ রাজ্যপালের। 'পঞ্চায়েত ভোটে রাজ্যের গণতন্ত্রকে খুন করা হয়েছে, খুনি কে? রাজ্য নির্বাচন কমিশনার আপনার জানা উচিত, ভোটের সময় আপনি মানুষের জীবনের রক্ষাকর্তা, শান্তিপূর্ণ নির্বাচন করতে আপনাকে সব ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে, তারপরেও অবাধে হিংসা হচ্ছে, রক্ত ঝরছে, প্রাণহানি হচ্ছে।'
ভোটের একদিন আগে কুলপিতে কংগ্রেস নেতার মৃত্যু। কুলপির দঃ গাজিপুরে আক্রান্ত কংগ্রেস নেতার মৃত্যু। সোমবার ভোট প্রচারের সময় হামলা, আজ মৃত্যু। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ কংগ্রেসের। নির্দল প্রার্থীর হয়ে প্রচারের সময় কংগ্রেস নেতার উপর হামলা। ভোটের দিন ঘোষণার পর ২৮দিনে রাজ্য জুড়ে ১৭জনের মৃত্যু!
ভোটের একদিন আগে কুলপিতে কংগ্রেস নেতার মৃত্যু। কুলপির দঃ গাজিপুরে আক্রান্ত কংগ্রেস নেতার মৃত্যু। সোমবার ভোট প্রচারের সময় হামলা, আজ মৃত্যু। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ কংগ্রেসের। নির্দল প্রার্থীর হয়ে প্রচারের সময় কংগ্রেস নেতার উপর হামলা। ভোটের দিন ঘোষণার পর ২৮দিনে রাজ্য জুড়ে ১৭জনের মৃত্যু!
এসএসকেএমে মুখ্যমন্ত্রীর হাঁটুর চিকিৎসা। বের করা হল হাঁটুতে জমা ফ্লুইড বের করা হল এসএসকেএমে। বাড়ি গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
আগামী শনিবার রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচন (Weather on Panchayat Election Day)। ভোটের দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে তা খুব একটা বেশি হওয়ার আশঙ্কা কম।
ভোটের আগে হাওড়ার পাঁচলাতেও অশান্তি। আক্রান্ত আইএসএফ। পরপর গাড়ি-বাইক ভাঙচুর। গতকাল তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করে আইএসএফ। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, হামলার অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক শিবির।
রাজ্য জুড়ে বেলাগাম সন্ত্রাস, প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিজেপির বিক্ষোভ।
এসএসকেএমে মুখ্যমন্ত্রীর হাঁটুর চিকিৎসা। ফ্লুইড বের করার প্রক্রিয়া শেষ, কেবিনে নিয়ে যাওয়া হল মুখ্যমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটুতে জমা ফ্লুইড বের করা হল এসএসকেএমে।
সম্মুুখসমরে শুভেন্দু-কুণাল। ভোট প্রচারের শেষপর্বে উত্তপ্ত নন্দীগ্রাম। স্লোগান, হুঁশিয়ারির পাল্টা স্লোগান-হুঁশিয়ারি।
পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর বুথে থাকবে না কোনও বাড়তি বাহিনী। এত হিংসা, তাও মাত্র ৮ শতাংশ স্পর্শকাতর বুথে থাকবে না বাড়তি বাহিনী। প্রতি বুথে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সঙ্গে একজন রাজ্যের সশস্ত্র পুলিশ। ৬১ হাজার ৬৩৬টি বুথে একজন জওয়ানের সঙ্গে একজন সশস্ত্র রাজ্য পুলিশ। ভোটের লাইন ঠিক করার জন্য থাকবে একজন লাঠিধারী সিভিক ভলান্টিয়ার।
বীরভূমের মহম্মদবাজারের সারেন্ডা গ্রামে নির্দল প্রার্থীর স্বামীর রহস্যমৃত্যু। প্রার্থী ছবি মাহারার স্বামী দিলীপ মাহারা বিজেপির বুথ সহ-সভাপতি। বাড়ির কাছে মাঠ থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহ। গ্রামবাসীদের দাবি, দেহের কাছেই পড়েছিল গুলির খোল। মৃতের নাম দিলীপ মাহারা। তাঁর স্ত্রী বিক্ষুব্ধ তৃণমূল কর্মী ছবি মাহারা। এবার টিকিট না পেয়ে হিংলো গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। অভিযোগ, মনোনয়ন তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল তৃণমূল। হুমকিও দেওয়া হয়। পুলিশকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ।
ভোটের ফলপ্রকাশের পরেও ১০ দিন রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী। শুভেন্দু অধিকারীর মামলায় নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির। 'রাজ্যে আগেও ভোট পরবর্তী সন্ত্রাসের উদাহরণ আছে, ফলে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন। কোনও অভিযোগ যেন না আসে, তার জন্য সবরকম চেষ্টা করতে হবে কমিশনকে, কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সিদ্ধান্ত নেবেন বিএসএফের আইজি। রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের কর্তারা বিএসএফের আইজি-কে সাহায্য করবে,' নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতির।
তৃণমূল-বিজেপি সংঘর্ষে ফের উত্তপ্ত ময়না। বাকচায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বেশ কয়েকজন আহত।
'যারা বাংলার টাকা আটকে রেখেছে, তাদের উচিত জবাব দিতে হবে, অনেক সৌজন্যের রাজনীতি হয়েছে, এবার দিল্লি থেকে ছিনিয়ে আনব', হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
'১০০দিনের কাজের সাড়ে ৬ হাজার কোটি টাকা আটকে দেওয়া হয়েছে, কয়েকজন অভিযুক্ত ধরলেও, কেন বাকি ২ কোটি মানুষ ফল ভুগবেন, আমরা চাই বিচার হোক, কিন্তু কয়েকজনের ভুলের জন্য ২ কোটি ভুগবে? এটা বিচার', তোপ অভিষেকের।
'কন্যাশ্রী, যুবশ্রী-সহ একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার, প্রকল্পের সুবিধে মিলেছে কিনা বাড়ি বাড়ি গিয়ে জানার চেষ্টা করেছে তৃণমূল। নবজোয়ারের ৫১দিনের অভিজ্ঞতা সারাজীবন মনে থাকবে। সবার মতামত নেওয়ার জন্য গোপন ব্যালটে ভোট নেওয়া হয়েছে, নবজোয়ারে এক জেলাকে টেক্কা দিয়েছে অন্য জেলা', সাংবাদিক বৈঠকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ভোটের একদিন আগে কুলপিতে কংগ্রেস নেতার মৃত্যু। কুলপির দঃ গাজিপুরে আক্রান্ত কংগ্রেস নেতার মৃত্যু। সোমবার ভোট প্রচারের সময় হামলা, আজ মৃত্যু। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ কংগ্রেসের। নির্দল প্রার্থীর হয়ে প্রচারের সময় কংগ্রেস নেতার উপর হামলা। পরশু পঞ্চায়েত ভোট, ২৮দিনে রাজ্য জুড়ে ১৭ জনের মৃত্যু।
ভোটপ্রচারে ফের বিতর্কে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। 'আমার মেম্বার না জিতলে আগামী ৫ বছর কোনও উন্নয়ন হবে না, রাস্তা, লাইট, জলের ব্যবস্থা হবে না। লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী চাইলে তৃণমূলকে ভোট দিন,' রায়গঞ্জে প্রচারে গিয়ে হুঁশিয়ারি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর।
নকল ব্যালট নিয়ে এবার বিরোধীদের আশঙ্কার কথা রাজ্যপালের গলায়। 'মানুষ বলছে, নকল ব্যালট পেপার ছাপা হচ্ছে., মানুষ বলছে, আসল ব্যালট পেপার বদল করা হবে, মানুষের গোপন গণতান্ত্রিক অধিকার হল ব্যালট পেপার। গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, এটাই বাস্তব। সদিচ্ছা থাকলে এখনই পদক্ষেপ করুন রাজ্য় নির্বাচন কমিশনার,' রাজীব সিন্হাকে পরামর্শ রাজ্যপাল আনন্দ বোসের।
বাম আমলের পঞ্চায়েত ভোটের হিংসার প্রসঙ্গ উল্লেখ করে রাজ্যপালকে পাল্টা আক্রমণ তৃণমূল সাংসদ শান্তনু সেনের।
এসএসকেএমে আজ মুখ্যমন্ত্রীর হাঁটুর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, হাঁটুতে ফ্লুইড জমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
একাদশ-দ্বাদশের ওএমআর প্রকাশ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের অবস্থান জানতে চায় হাইকোর্ট
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে হাইকোর্টে মামলা শুভেন্দুর। একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে মামলা বিরোধী দলনেতার
বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রুজিরা বন্দ্যোপাধ্য়ায়। আগে ই়ডি বিদেশযাত্রায় ছাড়পত্র দিলেও এখন বাধা দিচ্ছে। বিদেশে যেতে পারবেন না রুজিরা, চিঠি দিয়ে জানিয়েছে ইডি।
বীরভূমের মহম্মদবাজারের সারেন্ডা গ্রামে নির্দল প্রার্থীর স্বামীর রহস্যমৃত্যু। প্রার্থী ছবি মাহারার স্বামী দিলীপ মাহারা বিজেপির বুথ সহ-সভাপতি। বাড়ির কাছে মাঠ থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহ। গ্রামবাসীদের দাবি, দেহের কাছেই পড়েছিল গুলির খোল। মৃতের নাম দিলীপ মাহারা।
ভোটের আগে উত্তপ্ত চাঁচল, ভোর রাত থেকে ব্যাপক বোমাবাজি। চাঁচল থানার জালালপুর চোখা পাড়া এলাকায় বোমাবাজি। আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের।
ভোট লুঠ রুখতে সব বিরোধী দলের কাছে আবেদন শুভেন্দুর। 'স্ট্রংরুম ভাল করে পাহারা দিতে হবে। তৃণমূল ছাড়া সব দলের প্রার্থীদের এজেন্টদের কাছে আবেদন করব', আহ্বান বিরোধী দলনেতার।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বাড়িতে ঢুকে সিপিএম প্রার্থী ও তাঁর ছেলে এবং জামাইকে এলোপাথাড়ি কোপ, খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মির্জাপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী বদর শেখ। অভিযোগ, আজ সকালে বাড়িতে চড়াও হয়ে সিপিএম প্রার্থীকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে তৃণমূলের দুষকৃতীরা। বাধা দিতে এলে আক্রান্ত হন সিপিএম প্রার্থীর ছেলে ও জামাই। গুরুতর জখম অবস্থায় ৩ জনকেই নিয়ে যাওয়া হয়েছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এলাকায় আতঙ্ক।
পঞ্চায়েত ভোটের ২ দিন আগে, ফের মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক দুষকৃতীর। মৃত ব্যক্তি কংগ্রেস কর্মী, দাবি তৃণমূলের। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ভাবতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামের মাঠের মধ্যে বোমা বাঁধা হচ্ছিল। তখনই বিস্ফোরণ হয়। আজ সকালে বিস্ফোরণস্থল থেকে দুষকৃতী কামাল শেখের ঝলসানো দেহ উদ্ধার করে বেলডাঙা থানার পুুলিশ। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বোমা তৈরির মশলা। মৃত দুষকৃতী মহেশপুরেরই বাসিন্দা। কতজন মিলে বোমা বাঁধছিল, কে বা কারা বোমা বাঁধার বরাত দিয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে।
পঞ্চায়েত ভোটের মুখে ফের প্রাণহানি! উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বোমার আঘাতে প্রাণ গেল তৃণমূল সমর্থকের স্কুল পড়ুয়া ছেলের! ভয়ঙ্কর এই কাণ্ড ঘটেছে দেগঙ্গার সোয়াই শ্বেতপুর এলাকায়। অভিযোগ আইএসএফ এবং সিপিএমের বিরুদ্ধে। যদিও তারা এই অভিযোগ অস্বীকার করেছে।
বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীর বাড়িতে বোমাবাজি। সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ শাসক দলের। প্রাণে মারার চেষ্টা করেছেন সিপিএম প্রার্থী, অভিযোগ তৃণমূল প্রার্থীর। পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ সিপিএমের।
পঞ্চায়েত ভোটের দফা বৃদ্ধি নিয়ে নৌশাদ সিদ্দিকির পর এবার অধীর চৌধুরীর আবেদনের মামলাও খারিজ করে দিল হাইকোর্ট। সুশৃঙ্খলভাবে ভোট করতে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী পাচ্ছে রাজ্য় নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে ভোটের দফা বৃদ্ধি করার প্রয়োজন নেই। মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির।
দল ছাড়ার আগে, তৃণমূল তাঁকে উপমুখ্যন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল বলে বিস্ফোরক দাবি করলেন শুভেনদু অধিকারী। দলত্য়াগ প্রসঙ্গে, বুধবার এগরার সভা থেকে তিনি বলেন, আর পারছিলাম না, তাই ছেড়ে এসেছি। যদিও, এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।
বেলডাঙায় বোমা তৈরি করতে গিয়ে ফের মৃত এক দুষ্কৃতী। বেলডাঙার ভাবতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুরের মাঠে রাতে বিস্ফোরণের শব্দ। সকালে বিস্ফোরণের জায়গা থেকে কামাল শেখ নামে এক দুষ্কৃতীর মৃতদেহ উদ্ধার। মৃতদেহের পাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল বোমা তৈরির মশলা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে এসেছে।
সাদা থানের পর এবার রজনীগন্ধার মালায় বোমা রেখে হুমকি! বনগাঁ ঘাটবাওর গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রার্থী আশিস মণ্ডলের বাড়ির সামনে মালা-বোমা। অভিযোগের তির তৃণমূলের দিকে, এলাকায় চাঞ্চল্য
ভোটার স্লিপ বিলিকে কেন্দ্র করে বচসা। কুলতলির কুন্দখালি গোদাবর এলাকায় তৃণমূল কর্মীকে ধারাল অস্ত্রের কোপ, বাঁচাতে গেলে আক্রান্ত তৃণমূল কর্মীর ছেলেও। হামলা চালানোর অভিযোগ উঠল সিপিএম ও বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মী অময় সর্দারের অভিযোগ, গতকাল সকালে সিপিএম ও বিজেপির দেওয়া ভোটার স্লিপ অস্বীকার করায়, রাতে তাঁর বাড়িতে চড়াও হয় বিরোধীদলের দুষকৃতীরা। তৃণমূল কর্মীকে কোপানোর পাশাপাশি, তাঁর ছেলে বিশ্বজিতকেও মারধর করা হয় বলে অভিযোগ। আহত তৃণমূল কর্মী হাসপাতালে ভর্তি। তবে এখনও কুলতলি থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। বাম-বিজেপির প্রতিক্রিয়াও মেলেনি।
বেলডাঙায় বোমা তৈরি করতে গিয়ে ফের মৃত এক দুষ্কৃতী। বেলডাঙার ভাবতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুরের মাঠে রাতে বিস্ফোরণের শব্দ
কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজি। অভিযোগের তির কংগ্রেসের দিকে। শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী হয়েছেন ফজিলা বিবি। অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়ির সামনে পরপর ৫টি বোমা ছোড়ে দুষকৃতীরা। ৪টি বোমা ফাটলেও, পরে এলাকা থেকে একটি তাজা বোমা উদ্ধার করে শীতলকুচি থানার পুলিশ। বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।
রাজ্যের সঙ্গে সংঘাতের আবহেই বেনজির পদক্ষেপ রাজ্যপালের। রবীন্দ্রভারতীর নতুন অন্তর্বর্তী উপাচার্য পদে অবসরপ্রাপ্ত বিচারপতিকে বসাল রাজভবন। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে নিয়োগ
উত্তর ২৪ পরগনার বিড়া রাজীবপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীর উপর হামলা। রাতে প্রচার সেরে বাড়ি ফেরার পরে হামলা চালানোর অভিযোগ। মাথায় ধারাল অস্ত্রের কোপ, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কলকাতা মেডিক্য়াল কলেজে আজবকাণ্ড! গুগলে মেডিক্য়াল কলেজের হেল্পলাইনে চা বিক্রেতার নম্বর! ফোন করে বিপাকে রোগী ও তাঁদের আত্মীয়রা। আর ফোন ধরে নাজেহাল চা বিক্রেতা! বিষয়টি গুগলকে ইমেল করে জানিয়েছেন তিনি।
ইডির ডাকে গতকাল নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে নয়, পঞ্চায়েত ভোটের প্রচারে পূর্ব বর্ধমানের গলসিতে যান সায়নী ঘোষ। বদলে আইনজীবীর সহযোগী মারফৎ নথি পাঠালেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। সূত্রের দাবি, পঞ্চায়েত ভোটের প্রচারে ব্যস্ততার কথা জানিয়ে ইডিকে চিঠি লেখেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী।
পঞ্চায়েত ভোটের মুখে ফের প্রাণহানি! উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বোমার আঘাতে প্রাণ গেল তৃণমূল সমর্থকের স্কুল পড়ুয়া ছেলের! ভয়ঙ্কর এই কাণ্ড ঘটেছে দেগঙ্গার সোয়াই শ্বেতপুর এলাকায়। অভিযোগ আইএসএফ এবং সিপিএমের বিরুদ্ধে। যদিও তারা এই অভিযোগ অস্বীকার করেছে।
ভোট লুঠ রুখতে সব বিরোধী দলের কাছে আবেদন শুভেন্দুর। 'স্ট্রংরুম ভাল করে পাহারা দিতে হবে। তৃণমূল ছাড়া সব দলের প্রার্থীদের এজেন্টদের কাছে আবেদন করব', আহ্বান বিরোধী দলনেতার।
প্রেক্ষাপট
আড়াই বছর পর তৃণমূল (TMC) ছাড়া নিয়ে বিস্ফোরক শুভেন্দু (Suvendu Adhikari)।
রুখতে হবে ভোট লুঠ। বিরোধীদের একসঙ্গে প্রতিরোধ গড়ে তোলার ডাক শুভেনদুর। হতাশা থেকে মন্তব্য, কটাক্ষ কুণালের (Kunal Ghosh)। আঠেরোয় তৃণমূলের (TMC) ভোট লুঠের নায়ক তো ছিলেন শুভেনদুই, মন্তব্য সুজনের।
ভোট-হিংসা থেকে রেহাই নেই সকুল পড়ুয়ারও! দেগঙ্গায় বাবার সামনেই একাদশ শ্রেণির ছাত্রকে বোমা মেরে খুন (Student Murder)। গ্রেফতার ৫। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর, আগুন।
তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা। অভিযোগ সিপিএম-আইএসএফ সমর্থিত নির্দলদের বিরুদ্ধে। মৃত্যু সকুলছাত্রের। শাসক-দ্বন্দ্বের জের, দাবি অভিযুক্তদের।
তেহট্টে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। আক্রান্ত পুলিশ। সুতিতে তৃণমূল-কংগ্রেস সংঘর্ষ। রানাঘাটে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা। মানিকচকে তৃণমূল-নির্দল সংঘর্ষ।
অশান্তি অব্যাহত কোচবিহারে। দিনহাটায় আক্রান্ত সিপিএম। প্রার্থী-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, বোমাবাজি-গুলি। শীতলকুচিতে আক্রান্ত নির্দল।
ভয়েই আছে ভাঙড়। পোলেরহাটে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা, কোপানোর অভিযোগ। ভোগালি-কুলপিতেও আক্রান্ত আইএসএফ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -