কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মাধ্যমিক (Madhyamik Exam) ও উচ্চমাধ্যমিক (HS Exam) পরীক্ষার সময় পরিবর্তন। মাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা। উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা ১৫ মিনিট। সকাল ১১.৪৫ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু সকাল ৯.৪৫ মিনিটে। উচ্চমাধ্যমিক শুরু বেলা ১২টার পরিবর্তে সকাল ৯.৪৫ মিনিটে। তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন। সূত্রের খবর, নবান্নে রাজ্য প্রশাসন ও পর্ষদ-সংসদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।                 


পরীক্ষার সময় পরিবর্তন: আগামী মাসেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। ২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা। চলবে টানা ১০ দিন। ১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার শেষ হবে পরীক্ষা। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। দুই পরীক্ষার সময় পরিবর্তনের কথা ঘোষণা করল সংশ্লিষ্ট বোর্ড। জানানো হয়েছে, সময় খানিকটা এগিয়ে আনা হচ্ছে। তবে পরীক্ষা সূচি থাকছে অপরিবর্তিত। অর্থাৎ, সূচি অনুযায়ী যেদিন যে পরীক্ষা হওয়ার কথা সেটাই হবে। শুধুমাত্র সংশ্লিষ্ট পরীক্ষার সময় পরিবর্তন হচ্ছে।                


গত কয়েক বছর ধরে প্রশ্ন ফাঁসের অভিযোগ এসেছে সামনে। পরপর কয়েকবছর ধরেই এই প্রশ্নফাঁসের ঘটনা কার্যত আঙুল তুলে দিয়েছে ব্যবস্থার দিকে। যা নিয়ে এবার কড়া বোর্ড। প্রশ্ন ফাঁস রুখতে ইতিমধ্যেই নেওয়া হয়েছে কড়া পদক্ষেপও। এই পদ্ধতিতে কোনও প্রশ্নপত্রের ছবি পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরোলেই সংশ্লিষ্ট প্রশ্নপত্রটি কোন পরীক্ষার্থীর তা ধরে ফেলা যাবে। আগেই  জেলার শতাধিক স্কুলের প্রধান শিক্ষক এবং পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। প্রতিটি প্রশ্নপত্রে একটি করে ‘স্বতন্ত্র কোড’ থাকবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে। প্রশ্নপত্র ফাঁস হলেই ওই ইউনিক কোড দেখে পরীক্ষার্থীকে শনাক্ত করা সম্ভব হবে। পরীক্ষা চলাকালীন নজরদারি চলবে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। এমনকী পরীক্ষা কেন্দ্রের ভিতরে সিভিক ভলেন্টিয়ারদের ঢোকার ক্ষেত্রেও রয়েছে নিষেকধাজ্ঞা।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Mamata Banerjee: শীতের সকালে বিশেষ উপলব্ধি, সোশ্যাল মিডিয়ায় আবেগ উজাড় করে দিলেন মুখ্যমন্ত্রী


Education Loan Information:

Calculate Education Loan EMI