West Bengal News : চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতার ঘোষণা মুখ্যমন্ত্রীর
হিন্দু নিধনকারী জঙ্গিদের খোঁজে বেরিয়ে নিহত নদিয়ার প্যারা কমান্ডো। রাজ্যে ফিরল নিথর দেহ।

Background
অক্ষয় তৃতীয়ায় দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই কাঁথিতে ধর্ম সম্মেলন করার ডাক দিয়েছে এলাকাবাসীদের একাংশ। পুলিশ অনুমতি না দেওয়ায় মামলা গড়িয়েছে হাইকোর্টে। কর্মসূচির অনুমতি নিয়ে পুলিশকে সোমবারের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
বাগুইআটিতে ট্রলিব্যাগে যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় খুনের কিনারা করল পুলিশ। সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
ভোর হতে না হতেই বিস্ফোরণ সাঁইথিয়ায়। বড়সিজা গ্রামে বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল বাড়ির কংক্রিটের সীমানা পাঁচিল। ঘটনার পর থেকেই বেপাত্তা বাড়ির মালিক ও তাঁর পরিবার। মজুত বোমা থেকেই বিস্ফোরণ, জানিয়েছেন পুলিশ সুপার।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা প্রাণ কেড়ে নিয়েছে ছাব্বিশজন নিরীহ নাগরিকের। তাঁদের শোকে গোটা দেশ কাতর। এই ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে সরব হয়েছেন পুলওয়ামা সন্ত্রাসে নিহত CRPF জওয়ান শহিদ বাবলু সাঁতরার মা। বৈসরনে বেড়াতে গিয়ে প্রাণ খোয়াতে হয়েছে যাঁদের, তাঁদের পরিবারের কথা ভেবে নতুন করে হৃদয় ভারাক্রান্ত হয়েছে তাঁরা।
করুণাময়ী থেকে উঠে শহিদ মিনারে চলে গেলেন আন্দোলনকারী শিক্ষকরা। তাঁদের দাবি, রিভিউ পিটিশন সংক্রান্ত কাজ আছে। পাশাপাশি, স্কুলে যেতে হবে। তাই এই সিদ্ধান্ত। কাজে ফিরে যান, মাইনে পাবেন। আপনাদের হয়ে আমরা দাঁড়াব-
আশ্বাস তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য় হচ্ছে, এই আন্দোলনকে ভেঙে দেওয়া। অভিযোগ বিজেপির।
WB News Live : চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতার ঘোষণা মুখ্যমন্ত্রীর
চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতার ঘোষণা মুখ্যমন্ত্রীর। 'চাকরি বাতিলের রায়ের রিভিউ পিটিশন করা হবে,মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার টাকা, চাকরিহারা গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা'
WB News Live : বিরোধী দলনেতার সাহায্য নিল হরগোবিন্দ দাসের পরিবার
রাজ্য সরকারের আর্থিক সাহায্য ফেরালেও বিরোধী দলনেতার সাহায্য নিল হরগোবিন্দ দাসের পরিবার। সামশেরগঞ্জের জাফরাবাদে নিহত বাবা-ছেলের বাড়িতে চেক দিলেন শুভেন্দু।






















