সনৎ ঝা, দার্জিলিং : প্রচণ্ড গরমের পর এবার প্রবল বর্ষণ। প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গে বিপর্যস্ত জনজীবন। গাছ-বাড়ি চাপা পড়ে দুই জায়গায় ৫ জনের মৃত্যু হয়েছে। সুকনায় গাছ পড়ে ২জনের মৃত্যু হয়েছে। গ্যাংটকে ধসে চাপা পড়ে ২ ছেলে-সহ মায়ের মর্মান্তিক মৃত্যু। রাঁচি থেকে সিকিম যাওয়ার সময় তাদংয়ে বাস উল্টে আহত ২২।
ধসে একাধিক মৃত্যু
সোমবার গভীর রাতে গ্যাংটকের রঙ্গে দোকান দারা এলাকায় ধস নামে। ঘুমন্ত অবস্থায় বাড়ি চাপা পড়ে মৃত্যু হয় মা ও দুই ছেলের। সন্তানদের একজনের বয়স ৭ মাস, আরেক জনের ১০ বছর। গৃহকর্তা কাজের সূত্রে শিলিগুড়ি যাওয়ায় রক্ষা পান। পাশাপাশি সুকনায় গাছ পড়ে ২জনের মৃত্যু হয়েছে।
বাস উল্টে আহত ২২
মঙ্গলবার রাঁচি থেকে সিকিমে শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। সিকিমের তাদংয়ে যাওয়ার পথে উল্টে যায় বাস। আহত হন শিক্ষক, পড়ুয়া-সহ ২২ জন। বৃষ্টিতে যাওয়ার সময় চালক আচমকা ব্রেক কষায় দুর্ঘটনা বলে অনুমান পুলিশের।
প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গে বিপর্যস্ত জনজীবন
বৃষ্টিতে জল থৈ-থৈ শিলিগুড়ি। ৩১ নম্বর ওয়ার্ডের অশোকনগরে বাড়িতেও জল ঢুকেছে। প্রতিবার বর্ষায় একই ছবি। নিকাশি নিয়ে চূড়ান্ত ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গত কয়েকদিন ধরে সিকিম পাহাড়েও টানা বৃষ্টি হচ্ছে।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার, এই পাঁচ জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া দফতর বলছে, বুধবার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।বৃহস্পতিবার উত্তরে বৃষ্টির পরিমান খানিকটা কমবে। তবে, কোচবিহার ও আলিপুরদুয়ার, এই দুই জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দুই জেলাতেই জারি হয়েছে কমলা সতর্কতা। উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণবঙ্গে উদ্বেগ আরও বাড়িয়ে আপাতত বৃষ্টির সম্ভাবনার নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন- উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জের, কার্যত স্তব্ধ বাগডোগরা বিমানবন্দরের পরিষেবা