সত্যজিৎ বৈদ্য, কলকাতা: কাল থেকে ফের বাড়ছে পেট্রোল (Petrol)-ডিজেলের (Diesel) দাম। এবার রাজ্যে আরও মহার্ঘ জ্বালানি। মঙ্গলবার সকাল ৬টার পর থেকে দাম বাড়ছে পেট্রোল ডিজেলের। 


কলকাতায় কত হচ্ছে?


মঙ্গলবার থেকে কলকাতায় লিটার প্রতি ৮৩ পয়সা করে বাড়ছে পেট্রোল, অন্যদিকে কলকাতায় লিটার প্রতি ৮০ পয়সা করে বাড়ছে ডিজেল। এর ফলে  কলকাতায় লিটার প্রতি পেট্রোল হচ্ছে ১১৪ টাকা ২৮ পয়সা এবং লিটার প্রতি ডিজেল হচ্ছে ৯৯ টাকা ২ পয়সা। 


বিক্ষোভ-প্রতিবাদ



দিনে দিনে আরও ভয়াবহ জায়গায় পৌঁছচ্ছে পেট্রোপণ্যের দাম।  জ্বালানির লাগাতার দাম বৃদ্ধিতে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। জ্বালানির লাগাতার দাম বৃদ্ধির প্রতিবাদে, সোমবার ঢাকুরিয়ায় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের অঞ্চলিক দফতরের সামনে বিক্ষোভ দেখালেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের কর্মী-সমর্থকরা। ফাঁকা সিলিন্ডারে ফুলের মালা দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।                                                          


আরও পড়ুন, লাগামছাড়া হয়েছে মাছ-মাংস, চালের দাম, জেনে নিন বাজার দর


বিজেপির শাসনকালে গত ৮ বছরে, জ্বালানির দাম কত বেড়েছে? মানুষের উপর বোঝা কত বেড়েছে? তা পরিসংখ্যান দিয়ে তুলে ধরে রাহুল গান্ধী ট্যুইটে দাবি করেছেন। ২০১৪ সালে, স্কুটার বা বাইক ফুল ট্যাঙ্ক করতে যেখানে, ৭১৪ টাকা খরচ হত, সেখানে এখন তাঁর ১ হাজার ৩৮ টাকা খরচ হচ্ছে। অর্থাৎ, এই সময়কালে খরচ বেড়েছে ৩২৪ টাকা। একই ভাবে, ছোট গাড়ির ফুল ট্যাঙ্ক তেল ভরার খরচ বেড়েছে প্রায় তেরশো টাকা। ট্রাক্টরের ক্ষেত্রে জ্বালানির খরচ বেড়েছে আঠারশো টাকার বেশি। ট্রাকে ফুল ট্যাঙ্ক জ্বালানি ভরার খরচ সাড়ে ৭ হাজার টাকার বেশি বেড়েছে।                           


সব মিলিয়ে ভোট শেষ হতেই পেট্রোল-ডিজেলের লাগাতার দাম বৃদ্ধিতে চরমে সাধারণ মানুষের কষ্ট।