আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায়, গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : ফের ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত। রবিবার মধ্যরাতে আর ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি এলাকায়। যার প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে বাংলাতেও। তাই আগেভাগেই ঝড় মোকাবিলায় সতর্ক প্রশাসন। উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনায়, সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এখন থেকেই তৈরি রাখা হচ্ছে ফ্লাড শেল্টারগুলিকে। বিভিন্ন ব্লকে মজুত রাখা হচ্ছে ত্রাণ সামগ্রী। খোলা হয়েছে কন্ট্রোলরুম। সবথেকে বেশি ঝড়ের দাপট দেখা যেতে পারে দক্ষিণ ২৪ পরগনায়। তাই আবারও বড় ক্ষতির আশঙ্কা করছেন জেলার মানুষ। 

দিঘায় উত্তাল সমুদ্র


ঝড় মোকাবিলায় প্রশাসনিক তৎপরতার ছবি ধরা পড়েছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরেও। শুক্রবার থেকেই দিঘায় উত্তাল সমুদ্র। প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। ফিরিয়ে আনা হচ্ছে মৎস্যজীবীদের।

দুর্যোগ মোকাবিলায় কী ব্যবস্থা ?


পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে হলদিয়া, কাঁথির এসডিও অফিসে খোলা হয়েছে কন্ট্রোলরুম। দুর্যোগ মোকাবিলায় আগেভাগে সতর্কতা নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিন 'রেমাল' নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রসচিব, পুলিশ আধিকারিকরা, স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর, বিপর্যয় মোকাবিলা দল, বিদ্যুৎ দফতর, পূর্ত দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিভিন্ন সরকার হাসপাতালগুলিকেও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।      


কোন জেলায় কেমন হতে পারে ঝড়ের গতি ?


আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, রবিবার  হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুরে হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমি। দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। উত্তর ২৪ পরগনায় ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিমি। হুগলি, পূর্ব বর্ধমানে ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিমি। বাকি জেলাগুলিতে ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৬০ কিমি।  রবিবার কলকাতায় ঝড়ের বেগ হতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিমি। আয়লা থেকে ফণী, আমফান থেকে ইয়াস, অতীতে এই সমস্ত ঘূর্ণিঝড়ই আছড়ে পড়েছে মে মাস নাগাদ। তাই এবার রেমাল নিয়ে আতঙ্কে বঙ্গবাসী। 


        
আরও পড়ুন :


রেমাল দাপটে ভাসবে মহানগরী, কলকাতায় ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।