কলকাতা: দীর্ঘদিন তাপপ্রবাহের পরে অবশেষে বৃষ্টিতে ভিজেছে বাংলা। কিন্তু আবহাওয়া দফতর যা পূর্বাভাস দিচ্ছে, তাতে এই আমেজ বেশিদিনের নয়। ফের তাপমাত্রা বাড়তে চলেছে বাংলায়।

  


আপাতত একদিন অন্তত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গের সমুদ্র লাগোয়া যে জেলাগুলি আছে সেখানে এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বড়জোড় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আগামীকাল সমুদ্র লাগোয়া জেলাগুলিতে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু বাকি জেলায় বৃষ্টি দেখা যাবে না। মোটের উপর শুষ্ক থাকবে বাকি জেলাগুলির আবহাওয়া।  


কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা?
পশ্চিমবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ,দক্ষিণ ২৪ পরগনা- এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে আগামীকাল বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। কিন্তু এরপরেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পাল্টে যেতে পারে।


১৫মে থেকে ১৮মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোয় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, এই সময়ের মধ্যেই তাপমাত্রা বৃদ্ধি পাবে। ৩-৫ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। গতকালের তুলনায় আজকের তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে। 


আজ আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। পরে এই পারদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সঙ্গেই আসানসোলেও তাপমাত্রা বেড়েছে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ক্যানিংয়ে ৩৭ ডিগ্রি কাছাকাছি ছিল আজকের সর্বোচ্চ তাপমাত্রা। আগামী ৪ দিনে তাপমাত্রা বাড়বে ঠিকই কিন্তু তাপপ্রবাহের এই মুহূর্তে কোনও পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  


উত্তরবঙ্গের তাপমাত্রা:
উত্তরবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই বৃষ্টি দেখা যেতে পারে। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে সেকারণেই প্রত্যেক দিন উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


কলকাতার তাপমাত্রা:
কলকাতার ক্ষেত্রেও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কিন্তু তাপপ্রবাহের কোনও পরিস্থিতি এখনও পর্যন্ত নেই। আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে।


এরই সঙ্গে বর্ষার খবরও রয়েছে। বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে চলেছে ১৯মে। অর্থাৎ স্বাভাবিক সময়ের থেকে আগেই বর্ষা ঢুকছে আন্দামান ও নিকোবরে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: স্বাস্থ্য থেকে সন্তান? মঙ্গলবার কেমন যাবে? বিস্তারিত রয়েছে রাশিফলে