ঝিলম করঞ্জাই, কলকাতা :
  তীব্র গরমের মধ্যেই বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের তিন জেলার জন্য ফের হলুদ সর্তকতা জারি করা হয়।  শুক্রবার রাতে  দার্জিলিং ,কালিম্পং ও  জলপাইগুড়ি জেলার কিছু জায়গাতে দুর্যোগের সম্ভাবনা তো ছিলই, সেই সঙ্গে বৃষ্টি চলতে পারে । সতর্কবার্তায় জনসাধারণকে বাড়ির ভিতরে বা সুরক্ষিত জায়গায় থাকতে বলা হয়েছে।


উত্তরবঙ্গে দুর্যোগের ইঙ্গিত 


উত্তরবঙ্গের উপরের দিকের ৬ জেলাতে  শনিবারও বৃষ্টি ও শিলাবৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি ঝড়ের সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দফতর। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।


দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা


তবে  দক্ষিণবঙ্গে শনিবার সকালে কোনওরকম স্বস্তি মিলবে না বলেই খবর। শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া , পশ্চিম বর্ধমান ও  বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে মালদা এবং দিনাজপুরেও । সন্ধের পর মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।  পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , পুরুলিয়া, বাঁকুড়া , পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে দমকা ঝড়ো হওয়া বইবে।


রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টি দক্ষিণবঙ্গের কোথায় কোথায় 

রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির হতে পারে । কালবৈশাখী হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম , বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে। বজ্রপাতের আশঙ্কাও থাকবে। তাপমাত্রাও কমবে কিছুটা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন  :


'দশবার জন্মাতে রাজি' ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে বাজি ধরলেন দেব, হিরণের ঝাঁঝাল জবাব