ঝিলম করঞ্জাই, কলকাতা : সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন। সকাল থেকেই মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট অনুসারে, সোম ও মঙ্গল দুদিনই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বঙ্গের জেলায় জেলায় বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। তারকেশ্বর, গাইঘাটা ও মেমারিতে বাজ পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে গতকাল। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সময় তাই সকলকে সুরক্ষিত স্থানে যাওয়ার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।
রবিবার থেকে বৃষ্টির জেরে আগামী দু'দিন সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে কলকাতায়। সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া :
- সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি (+১)
- সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০ (-৫) ডিগ্রি
- বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৯০ শতাংশ
- গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত :০.৫ মিমি
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প হু হু করে ঢুকছে বঙ্গে। এর প্রভাবেই ঝড়-বৃষ্টি চলবে আগামী কয়েক দিন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার কালবৈশাখী হতে পারে অন্তত সাত জেলাতে।
- পুরুলিয়া
- বাঁকুড়া
- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
- বীরভূম
- পূর্ব ও পশ্চিম বর্ধমান
এছাড়াও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব বর্ধমান জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সময় জনসাধারণকে সুরক্ষিত স্থানে থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টি বাড়বে মঙ্গলবার। বুধবার পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই সোমবার বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা। দার্জিলিং,কালিম্পং আলিপুরদুয়ার ,কোচবিহার জলপাইগুড়ি, মালদা এবং উত্তর-দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরেও দমকা ঝোড়ো হওয়ার গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে।
রবিবার সাময়িক ঝড়ে লন্ডভন্ড হয় পূর্ব বর্ধমানের জামালপুরের, একাধিক এলাকা। ক্ষতিগ্রস্ত হয় ২৫ থেকে ৩০ টি বাড়ি। ঝড়ের দাপটে অস্থায়ী সেতু থেকে পড়ে যায় একটি চারচাকা গাড়ি। আহত হন জামালপুরের জোৎশ্রীরাম এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি সহ দুজন। মেমারির, চাঁচাই এলাকায় বাজ পড়ে মৃত্যু হয় ভীম কর নামে এক যুবকের। উত্তর ২৪ পরগনার গাইঘাটার বর্ণবেড়িয়াতে মাঠে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হয় নেপাল হালদার নামে এক কৃষকের। হুগলির তারকেশ্বরে মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় লক্ষ্মণ মাালিক নামে স্থানীয় বাসিন্দার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে
আরও পড়ুন :