সঞ্চয়ন মিত্র, কলকাতা: কালীপুজোর শেষেই আবহাওয়া বড় বদল। উত্তুরে হাওয়ায় হিমেল পরশ শহরে। শরৎ পেরিয়ে হেমন্তের শুরু হয়েছে। চলছে কার্তিক মাসের দ্বিতীয় সপ্তাহ। শুধু তাই নয়, দশ বছরে এই রেকর্ড পারদ পতন দেখছে রাজ্য। অক্টোবরের শেষেই কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রির নীচে।                                                                  



শীতকাল যারা ভালবাসেন, তাঁদের জন্য সময়ের আগেই রাজ্যে জাঁকিয়ে আসতে শীত।  গাছ-পালা, ফুলফল, সবুজ ঘাস ও ফসলের মাঠে সকাল শিশিরাসিক্ত। কাক ডাকা ভোর ও সন্ধ্যা নামার পরপরই প্রকৃতিকে যেন গ্রাস করছে কুয়াশার চাদর। উত্তুরে হাওয়া এবং হেমন্তের হাত ধরে আসছে শীত। রাত বাড়ার সঙ্গে বাড়ছে কুয়াশার গাঢ়ত্ব। সকাল অবধি থাকে এ কুয়াশা। রাত ও ভোরের এই কুয়াশা পথঘাটে দৃষ্টিসীমা হরণ করছে। ঘাস এবং ফসলের ডোগায় জমছে শিশির বিন্দু।                 


আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১২-র অক্টোবরে কুড়ি ডিগ্রির নীচে নেমেছিল পারদ। বহু বছর আগে ২৮ অক্টোবর কলকাতার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৮ সালে ২৭ অক্টোবর কুড়ি ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। অক্টোবর মাসে কলকাতায় পারদ পতনের সর্বকালীন রেকর্ড ১৯৫৪ সালের ৩১ অক্টোবর। সে বছর পারদ নেমেছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াসে।            


আরও পড়ুন, স্কচ অ্যাওয়ার্ড পেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, টুইট করলেন 'গর্বিত' মমতা


 আগামী চার থেকে পাঁচদিনের মধ্যে অর্থাৎ নভেম্বরের শুরুতেই একধাক্কায় অনেকটা পরিবর্তন হবে রাজ্যের আবহাওয়া। ক্রমশ বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কমবে দখিনা বাতাসের প্রভাব। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমবে। ফলে জেলায় জেলায় শীতের আমেজ তৈরি হবে নভেম্বরের শুরুতেই। পাশাপাশি আপাতত বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।