কলকাতা : আস্তে আস্তে গরমকালের দিকে এগোচ্ছে বাংলা। গত কয়েকদিন ধরে বেশ খানিকটা বেড়ে গিয়েছে প্রায় সব জেলার তাপমাত্রা। বিশেষত রাতের দিকের তাপমাত্রা আরও একটু বেড়ে গিয়েছে মঙ্গলবার। বুধবার সকালটা মোটা কুয়াশার চাদরে গা-ঢাকা দিল কলকাতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আংশিক মেঘলা থাকবে আকাশ দিনভর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার থেকেই উপকূলের দুই জেলায় আকাশ থাকবে মেঘলা । বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে। উত্তরবঙ্গেও আংশিক মেঘলা আকাশই থাকবে। পার্বত্য জেলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও নিচের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার ফের বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তাপমাত্রার সঙ্গে সঙ্গে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির হবে বিভিন্ন জেলায়। উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শনিবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে।
- বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনাতে।
- বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় ।
- এছাড়াও কলকাতা,ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- শুক্রবার কমবে বৃষ্টির পরিমাণ।
- শনিবার ফের বাড়বে বৃষ্টি। রবিবারেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে
- সপ্তাহের শেষে শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অল্প বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার আংশিক মেঘলা আকাশই রয়েছে কলকাতায় । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে। বৃহস্পতিবার মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। শনি-রবিবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৫.৬ ডিগ্রি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৭ থেকে ৯৫ শতাংশ।
অন্যদিকে রাজস্থান, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা সহ উত্তরপ্রদেশের বেশিরভাগ অংশে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবার জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়।
আরও পড়ুন :
কাছা-পরিহিত অবস্থায় দাঁড়িয়েছিলেন পার্টির পতাকা হাতে, গাড়ি থামিয়ে কাছে ডাকলেন মুখ্যমন্ত্রী, তারপর...