লক্ষ্মীপুজোর আগেই ফের নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে কাল, মঙ্গলবারই। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। তবে এই নিম্নচাপের জেরে কি প্রবল বৃষ্টিতে ভিজবে , মহানগর? কেমন থাকবে লক্ষ্মীপুজোর দিনের আবহাওয়া ? 

আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপের পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। এর ফলে প্যাচপ্যাচে গরমে কষ্ট বাড়তে পারে।  বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে স্থানীয়ভাবে মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা বাড়াবে। উপকূল এবং উপকূলের সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি আছে। 

মঙ্গলবারই কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল।  কার্নিভালের দিন মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

রবিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নিয়েছে বাংলা থেকে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলা থেকেই বর্ষা বিদায় নিয়েছে রবিবার দুপুরে। বর্ষার বৃষ্টির সম্ভাবনা আর নেই বাংলায়। 

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  আপাতত প্রায় শুষ্ক আবহাওয়াই থাকবে বঙ্গে । ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় খুব হালকা বৃষ্টির হতে পারে । দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে । অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হবে। এছা়ড়া, উত্তরবঙ্গের বাকি জেলাতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। 

কলকাতায় থাকবে পরিষ্কার আকাশ। সন্ধ্যার পর থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রবিবার রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেড়ে ২৬.৮ ডিগ্রি ছিল। রবিবার দিনের তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি ছিল বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশ। আগামী শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। কমতে থাকবে জলীয় বাষ্পের পরিমাণ। 

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?

7 Day's Forecast/Warnings
Date Min Temp Max Temp Forecast Warnings RH 0830 RH 1730
14-Oct 25.0 35.0
Partly cloudy sky
No warning 85 54
15-Oct 25.0 34.0
Generally cloudy sky with Light rain
No warning 86 57
16-Oct 25.0 34.0
Generally cloudy sky with Light rain
No warning 89 61
17-Oct 25.0 33.0
Generally cloudy sky with Light rain
No warning 89 61
18-Oct 25.0 33.0
Generally cloudy sky with Light rain
No warning 0 0
19-Oct 25.0 33.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
No warning 0 0
20-Oct 25.0 33.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
No warning 0 0

সূত্র : https://city.imd.gov.in/ 

আরও পড়ুন:

ধনতেরসে টাকা আসবে নানা দিক থেকে, ধন দৌলত - গাড়ি বাড়ির যোগ জ্বলজ্বল করছে ৬ রাশির কপালে