সঞ্চয়ন মিত্র, কলকাতা : জুন মাসের দোরগোড়াতে দাঁড়িয়েও এখনও আবহাওয়াজনিত স্বস্তির খবর মিলছে না। বরং আবহাওয়া দফতর (Weather Forecast) সূত্রে মিলেছে অস্বস্তি বাড়ার ইঙ্গিত।  রাজ্যে ফের তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা রয়েছে। আগামী ২-৩ জুন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস  রয়েছে। সঙ্গে আপাতত বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই, বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে সতর্কতা রয়েছে। মুর্শিদাবাদ-নদিয়াতেও তাপপ্রবাহের সতর্কতা। মালদা-দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলেই আশঙ্কা। পাশাপাশি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির আশপাশে। গোটা রাজ্যজুড়েই গরমের অস্বস্তি ফের সঙ্গী হওয়ার আশঙ্কা রয়েছে।


এই মুহূর্তে কার্যত রাজ্যজুড়েই বৃষ্টির স্বস্তি অতীত। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি। ফের একবার জ্বালাপোড়া গরমে নাজেহাল অবস্থা শুরু হয়েছে বঙ্গবাসীর। জুনের শুরুতেই গরমের ছেঁকা মেলারই ইঙ্গিত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কাল ও বৃহস্পতিবার কলকাতায় পারদ পৌঁছবে ৩৮ ডিগ্রির ঘরে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা। ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লু বইতে পারে বলেও আশঙ্কা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায়, বজায় থাকবে অস্বস্তি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় আজ ও কাল হালকা বৃষ্টি হতে পারে।  


আরও পড়ুন- ১১ হাজার প্রাথমিক, ১৪ হাজার ৫০০ উচ্চপ্রাথমিকে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর


এদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস বছর বর্ষার আগমন ঘটবে সময়েই। স্বাভাবিক এবং স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা ৬৭ শতাংশ। আবহাওয়া দফতরের এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কৃষিজীবী মানুষেরা। বৃষ্টির উপরই কৃষিকার্য নির্ভর করে মূলত। তাই বর্ষার আগমনে কোনও হেরফের ঘটছে না বলে জানতে পেরে, নিশ্চিন্ত বোধ করছেন। ভূূবিজ্ঞান মন্ত্রকের সচিব এম রবিচন্দ্রণ সম্প্রতি জানান, "এ বছর স্বাভাবিক বৃষ্টি দেখবে গোটা দেশ। নির্ধারিত সময় মেনে জুন থেকে সেপ্টম্বরের মধ্যেই থাকবে বর্ষার মেয়াদ।" যদিও একদিন আগেই, একটি বেসরকারি আবহাওয়া সংস্থা 'স্কাইমেট' জানায়, চলতি বছরে স্বাভাবিকের চেয়ে কম বর্ষার প্রভাব তুলনামূলক কম থাকবে।        


আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা