প্রবীর চক্রবর্তী, কলকাতা: শিয়ালদা শাখায় ট্রেন পরিষেবার ব্যহত হওয়ার জেরে একেই ভোগান্তি অফিস ফেরৎ যাত্রীদের। বাসের ভিড়ে, ঘাম মুছতে মুছতে রুমাল চপচপে। একটু ঠান্ডা হাওয়া জানালা দিয়ে ভিতরে আসবে ? ঘরে ফিরেও খুব একটা স্বস্তি নেই।  যখন এমন আশা নিয়েই গত কয়েকদিন ধরে হাতের কর গুণছে, ঠিক তখনই একরাশ কালো মেঘে ঢাকা নিরাশ করা খবরই এল পূর্বাভাসে।  আগামীকাল ৯ জুন, ১০ জুন এবং ১১ জুন তিন দিন কলকাতায় বৃষ্টিপাত হওয়ার কোনও সম্ভাবনা নেই। আগামীকাল এবং আগামী সপ্তাহের শুরু অবধি কেমন থাকবে আবহাওয়া দুই বঙ্গে ? বিস্তারিত জানাল আবহাওয়া দফতর (Weather Office)।


আগামীকাল কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে ?


আগামীকাল ৯ জুন, নদিয়া, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া ২৪ পরগনা বাদে অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দু'দিনে ২ থেকে ৩ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা  বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামী পাঁচদিন গরম শুষ্ক আবহাওয়া থাকবে।আগামী ১০ জুন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। 


আগামী সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া ?


১১ তারিখ কলকাতা, হাওড়া, হুগলিতে, শুষ্ক আবহাওয়া সম্ভাবনা। অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টি সম্ভাবনা। ১২ তারিখ পশ্চিমবঙ্গের সব জেলাতেই কোথাও হালকা কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ১৩ ও ১৪ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ৯, ১০, ১১ তিন দিন কলকাতায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। উপকূলবর্তী জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া আগামী চার দিনে কোনও সতর্কতা নেই। উত্তর ২৪ পরগনা কোনও সতর্কতা নেই। দক্ষিণ ২৪ পরগনায় উষ্ণ আবহাওয়ার সর্তকতা আগামী তিন দিন। পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা।  ৯ থেকে ১২ তারিখ পর্যন্তপশ্চিম বর্ধমান, বাঁকুড়া তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।


উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ?


আজ উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিংপঙে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও একই পরিস্থিতি থাকবে। আগামীকাল ৯ জুন উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৭ দিন আবহাওয়া একইরকম থাকবে। জলপাইগুড়ি, দার্জিলিং,আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে ১০ তারিখ কোনও সতর্কবার্তা থাকছে না দার্জিলিঙে। ১১ জুন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোনও সতর্কবার্তা নেই। ১২ তারিখ আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য কোনও জায়গায় সতর্কবার্তা নেই। 


কবে আসবে বর্ষা ? 


হাওয়া অফিস জানিয়েছে, ১৪ তারিখের আগে বর্ষার বৃষ্টির সম্ভাবনা নেই।


আরও পড়ুন, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস..


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।