সঞ্চয়ন মিত্র, কলকাতা: সপ্তাহান্তে হাওয়া বদলের পূর্বাভাস রয়েছে রাজ্যে (West Bengal)। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে। ১১ জুন থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Alipore Metrological Department)।
হাওয়া বদলের পূর্বাভাস: চাতক পাখির মতো অপেক্ষায় ছিল রাজ্যবাসী। অবশেষে সুখবর শোনাল আবহাওয়া দফতর। জ্বালাপোড়া গরম থেকে স্বস্তি দিয়ে রবিবারই রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ষা ঢুকবে উত্তর পূর্ব ভারতেও। এর ৪৮ ঘণ্টা পর বর্ষা ঢুকবে এরাজ্যে। উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “ভারতের মূল ভূখণ্ডে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সব ঠিক থাকলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে ঢুকবে বর্ষা। একইসঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে রাজ্যগুলিতে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটবে।’’ ইতিমধ্যেই কেরল এবং উত্তর-পূর্ব ভারতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। কেরলে বর্ষা ঢোকার ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গেও বর্ষা ঢুকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়ার আপডেট: কাঠফাটা গরমে, সূর্যের মেজাজ যেন চরমে। জ্যৈষ্ঠের গনগনে রোদে নাকাল রাজ্যবাসী।তার মধ্যেই আশার বাণী শোনাল আবহাওয়া দফতর। শুক্রবারের মধ্যে পূর্ব ভারত ও কেরলে ঢুকছে বহুকাঙ্খিত বর্ষা।আর রবিবারের মধ্যে উত্তরবঙ্গে তৈরি হবে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি। সেদিন থেকেই রাজ্যে ভোলবদল করবে আবহাওয়া। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং সিকিমের ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ বাড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রবিবার। কলকাতা, হাওড়া, হুগলি সহ উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। তবে রবিবার তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়া জেলায়।
কলকাতার আবহাওয়া: মঙ্গলবার বিকেলের বৃষ্টি বড় একটা স্বস্তি দিতে পারেনি কলকতাকে। বরং গুমোটভাব বাড়িয়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি । মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ থেকে ৯০ শতাংশ। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে।
আরও পড়ুন: Viral Video: মিটিংয়ে ধমক, হেনস্থা, অভব্য আচরণ! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড