Weather Update: রাজ্যের ২২ জেলায় দুর্যোগের আশঙ্কা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের সতর্কতা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
West Bengal Weather Update: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপ তৈরি হতে পারে, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া কলকাতা-সহ জেলায় জেলায় ?
কলকাতা: রাত পেরোলেই দুর্যোগের প্রবল আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। আইএমডি সূত্রে খবর, রাজ্যের ২২ জেলায় জারি করা হয়েছে সতর্কতা জারি। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া (West Bengal Weather Update) দুই বঙ্গে ? দেখুন একনজরে।
IMD সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ১২ জেলায় হলুদ ও ৩ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের এই জেলা গুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ , নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এবং হুগলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আইএমডি সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের ৭ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদায় বজ্পবিদ্যুৎ-সহ দুর্যোগের আশঙ্কা করা হয়েছে। মূলত গত কয়েকদিন ধরেই, মূলত গত কয়েকধরেই একটা বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পঙে। ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তিস্তা, জলঢাকা-সহ একাধিক নদীতে জলস্তর বাড়তে পারে বলে ফের আশঙ্কা করা হচ্ছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। তার জেরে বৃহস্পতি ও শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া, দক্ষিণবঙ্গের এই ৯টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
আরওপড়ুন, খাটের উপর বার ড্যান্সারের দেহ, 'গলায় ফাঁসের চিহ্ন..', কীভাবে মৃত্যু কলকাতার তরুণীর ?
সম্প্রতি উত্তাল সমুদ্র, সাগরে ঢেউয়ের ধাক্কায় ট্রলার থেকে পড়ে যান চার মৎস্যজীবী। এরপর ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই সমুদ্র উত্তাল রয়েছে। সমুদ্রে মাছ ধরায় জারি রয়েছে নিষেধাজ্ঞা। এর মধ্যেই শুক্রবার কুলতলি থেকে ১৫ জন মৎস্যজীবীকে নিয়ে রওনা দেয় মা অষ্টমী ট্রলার। কেঁদো দ্বীপের কাছে ঢেউয়ের ধাক্কায় চার মৎস্যজীবী সমুদ্রে পড়ে যান। উপকূলরক্ষী বাহিনী সাহায্যে ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।