ঝিলম করঞ্জাই, কলকাতা : তীব্র তাপপ্রবাহের মধ্যে মানুষের মনে একটাই প্রশ্ন, কবে বৃষ্টি নামবে ? এবার সেই স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন আবহবিদরা। শনি ও রবিবার আপাতত শহরের আকাশে মেঘের দেখা মিলবে না।  গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। উইকএন্ডে তাপপ্রবাহের অনুভূতি বাড়বে।                       


দক্ষিণবঙ্গে বৃষ্টির ইঙ্গিত 
দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত। তারপর মিলতে পারে কালো মেঘের দেখা। সোমবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে।  প্রবল গরমের পর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই গনগনে গরমের পর পশলা বৃষ্টি কতটা স্বস্তি দেবে, তা নিয়ে সন্দেহ থেকেই যায়। সোমবার থেকে বৃষ্টির হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে । উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমের ১০ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে।


দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ থাকলেও, উত্তরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় হালকা বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও হালকা দমকা ঝড় হওয়া আগামী ২৪ ঘন্টায়।


আজ কলকাতার আবহাওয়া


শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা আছে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২২ থেকে ৮৬ শতাংশ। বৃষ্টিপাতের সম্ভাবনা আজ নেই। 


দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের ইঙ্গিত 


কলকাতায় তাপমাত্রা এক চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই, আরও বাড়তে পারে শনিবার।  কলকাতা ও সংলগ্ন এলাকায় বরিবারের মধ্যে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে অনুমান আবহাওয়া বিশেষজ্ঞদের। লু-র মত পরিস্থিতি অনুভূত হতে পারে। দক্ষিণবঙ্গে বাঁকুড়া জেলায় সর্বোচ্চ ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে পারদ।  পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় চরম তাপ প্রবাহ এবং তাপ প্রবাহ চলবে দক্ষিণবঙ্গ জুড়ে।  আজ থেকে ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের চরম তাপপ্রবাহের সতর্কবার্তা।  শনিও রবিবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়।  মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের নিচের দিকে তিন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে মালদা সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সতর্কবার্তা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 
আরও পড়ুন :                          


কোন কোন উপসর্গ দেখলে বুঝবেন হিটস্ট্রোক ? ব্রেন স্ট্রোকের সঙ্গে এর ফারাক কোথায় ?