সঞ্চয়ন মিত্র, কলকাতা: আলমারিতে সোয়াটার ঢুকিয়ে রাখতেই হিমেল পরশ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। হায় হায় তবে যে, 'হলুদ পাখি'-র মতোই ফিরবে না শীত, সুর তুলেছিল চায়ের আড্ডায়। বাঙালির ভবিষ্যতবাণীকে বুড়ো আঙুল দেখিয়ে ঋতুবিদায়ের আগে এটাই কি শেষবারের মতো শীতের কামড় দক্ষিণবঙ্গে ? রবিবার কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়।দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।   

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

শৈত্য প্রবাহের ( Winter Update )  পরিস্থিতি পুরুলিয়া সহ সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে। মরশুমের শেষ বেলায় শীতের কামড়।  রাজ্যের ৮ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের ৬টি জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। পশ্চিমের জেলাগুলিতে দশের নীচে নেমে গেছে পারদ। 

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা   তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা ১৪ ডিগ্রি, ৪৮ % আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা ১৩ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর ১২ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
হাওড়া ১৪ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা
কলকাতা ১৪ ডিগ্রি, ৪৫% আর্দ্রতা
হুগলি ১১ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পুরুলিয়া ৭ ডিগ্রি, ৩৮ % আর্দ্রতা
ঝাড়গ্রাম ১২ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর ১১ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
বাঁকুড়া  ১০ ডিগ্রি, ৬০% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান ১০ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা
পূর্ব বর্ধমান ১০ ডিগ্রি, ৭৬% আর্দ্রতা
বীরভূম ১১ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
মুর্শিদাবাদ ৯ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
নদিয়া ১১ ডিগ্রি, ৬০% আর্দ্রতা

আবহাওয়ার আপডেট: সরস্বতী পুজোর আগেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বাংলায়। সোমবার থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।উত্তরবঙ্গে দুই দিনাজপুরে শৈত্য প্রবাহের মত পরিস্থিতি। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে।

আরও পড়ুন, সন্দেশখালি থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের দাবি, BJP-র মশাল মিছিল কলকাতায়

কলকাতায় আরো কমে তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬। আরো ২৪ ঘন্টা শীতের আমেজ। সোমবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। শৈত্য প্রবাহের সতর্কতা রয়েছে রাজ্যের আট জেলায়। দক্ষিণবঙ্গের ৬ জেলায় শীতের সর্তকতা আছে । আগামী ২৪ ঘন্টায় থাকবে শৈত্য প্রবাহের সতর্কবার্তা। পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বেশ কিছু অংশে শৈত্য প্রবাহের সর্তকতা। উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতের কামড় শৈত্য প্রবাহ বেশ কিছু অংশে।