কলকাতা: সোমবার থেকে মেজাজ বদল হবে আবহাওয়ার (Weather Update)। গরম ও অস্বস্তি বাড়বে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আগামী সপ্তাহে পারদ উঠতে পারে ৩৬ ডিগ্রিতে। চৈত্রের শেষ বেলায় হাঁসফাঁস গরমে নাজেহাল হতে পারে বঙ্গবাসী। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া: রবিবার ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামীকাল থেকে হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণের জেলাগুলিতে। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে আগামী কয়েকদিন। বৃষ্টির সম্ভাবনাও কম রয়েছে। সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন রোদ ঝলমলে আকাশ থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৬ থেকে ৫৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। 

উত্তরবঙ্গের আবহাওয়া: রবিবার উত্তরবঙ্গে ঝড়ের তাণ্ডব দেখা গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, জলপাইগুড়িতে দুর্যোগে মৃত্য়ু হয়েছে ৫ জনের। আহত অনেকে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে আগামী ২-৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরের একাধিক জেলায়। 

আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস

তথ্যসূত্র: https://city.imd.gov.in/citywx/localwx.php

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
31-Mar 26.0 36.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
01-Apr 27.0 36.0
Mainly Clear sky
02-Apr 27.0 36.0
Mainly Clear sky
03-Apr 27.0 36.0
Mainly Clear sky
04-Apr 28.0 37.0
Partly cloudy sky
05-Apr 28.0 37.0
Partly cloudy sky
06-Apr 28.0 38.0
Partly cloudy sky

 

উত্তরবঙ্গে ঝড়ের তাণ্ডব: রবিবার পশ্চিমি ঝঞ্জার প্রভাবে জলপাইগুড়ি , কোচবিহার, আলিপুরদুয়ারে হল ব্য়পক ক্ষয়ক্ষতি। রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ জলপাইগুড়ি সহ আরও দুই জেলায় ঝড়ের তাণ্ডব শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই বদলে যায় পরিস্থিতি। প্রবল ঝড়ে জলপাইগুড়ি সদর ব্লকের সেন পাড়া এলাকার দুই বাসিন্দার মৃত্য়ু হয়। তার মধ্য়ে একজনের ম়ৃত্য়ু হয়েছে গাছে চাপা পড়ে। এছাড়াও ময়নাগুড়ির বার্নিশে দুজনের মৃত্যু হয়। ময়নাগুড়ির ব্লকের বার্নিশ এলাকায় প্রচুর বাড়ি সহ গাছ ভেঙে পড়ে। গাছ পড়ে ক্ষতি হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ির। ঝড়বৃষ্টি হয় আলিপুরদুয়ারেও। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: HS Exam : পাস করলে তবেই যাওয়া যাবে পরবর্তী সেমিস্টারে, উচ্চ মাধ্যমিক নিয়ে বড় ঘোষণা সংসদের