সৌমিত্র রায়, ভাষ্কর মুখোপাধ্যায়, কলকাতা: দক্ষিণবঙ্গ জুড়ে দফায় দফায় বৃষ্টি। সঙ্গে ঘন ঘন বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া। নানুরে বাজ পড়ে দু'জনের মৃত্যু হয়েছে বলে খবর। নানুরে বজ্রপাতে এক মহিলা-সহ দু'জনের মৃত্যু। বজ্রাঘাতে আহত হয়েছেন পাঁচ জন। কলকাতায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। (West Bengal Weather Updates)


তীব্র দাবদাহের পর একটানা বৃষ্টির পূর্বাভাস ছিলই। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই মতো শনিবার সকাল থেকেও দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। সকালে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে দুপুরে, আবার সন্ধে থেকেও বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির মধ্যেই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে বীরভূমের নানুরে। (Lightning Kills Several)


নানুরের চারকল গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক মহিসা-সহ দু'জনের। তাঁরা কেউ মাঠে চাষের কাজ করতে গিয়েছিলেন, কেউ গরু চড়াতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। মৃত মহিলাকে জোৎস্না থান্দার বলে শনাক্ত করেছেন স্থানীয়রা। মৃত এবং আহতরা সকলেই চারকল গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। ডোংরা গ্রামে বছর ৫০-এর এক ব্যক্তি মারা গিয়েছেন বজ্রপাতে। সুরথেশ্বর নামের ওই ব্যক্তি গরু চড়াতে গিয়েছিলেন, তখনই বাজ পড়ে।


আরও পড়ুন: Mamata Banerjee: 'পেনড্রাইভে আরও আছে, যা দেখছি, আর রাজ্যপালের পাশে বসব না', বললেন মমতা


তীব্র দাবদাহ পর্বের পর, গত কয়েক দিন ধরেই তাপমাত্রার পারদ স্বস্তিজনক জায়গায় রয়েছে। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। কলকাতা, দুই ২৪ পরগনা , মুর্শিদাবাদ, মেদিনীপুরেও বৃষ্টি চলছে। চলছে কালবৈশাখীও। আগামী কয়েক দিন ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


ইতিমধ্যেই কলকাতায় জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার পর্যন্ত চলবে ঝড় ও বৃষ্টি। এই পরিস্থিতিতে পারদ অনেকটাই নেমেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯, স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি নীচে। মঙ্গলবার থেকে হাওয়া বদল। ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ।