iPhone 16 Pro Models: চলতি বছর আইফোন ১৬ সিরিজ (iPhone 16 Series) লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেখানে আইফোন ১৬ প্রো (iPhone 16 Pro) ফোন লঞ্চ হতে পারে। এই মডেল আইফোন ১৫ প্রো (iPhone 15 Pro) ফোনের সাকসেসর ডিভাইস হিসেবে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। আইফোন ১৫ প্রো- এর এই সাকসেসর মডেলে অর্থাৎ আইফোন ১৬ প্রো ফোনে আগের তুলনায় কী কী উন্নত ফিচার থাকতে পারে সেগুলি দেখে নেওয়া যাক। 


ডিসপ্লে- শোনা যাচ্ছে, আইফোন ১৫ প্রো মডেলে যে স্ক্রিন রয়েছে তার তুলনায় ২০ শতাংশ বেশি উজ্জ্বল ডিসপ্লে থাকবে আইফোন ১৬ প্রো ফোনে। এর পাশাপাশি আইফোন ১৫ প্রো ফোনের তুলনায় সাইজেও কিছুটা বড় ডিসপ্লেও থাকতে চলেছে আইফোন ১৬ প্রো মডেলে। যেহেতু আইফোন ১৬ প্রো ফোনে, আইফোন ১৫ প্রো ফোনের তুলনায় বড় এবং উজ্জ্বল ডিসপ্লে থাকবে, একথা শোনা গিয়েছে, তাই এটা বোঝা যাচ্ছে যে ফোনে কিছু দেখতে আরও বেশি সুবিধা হবে ইউজারদের। 


আইফোন ১৫ প্রো মডেলের তুলনায় আপডেটেড এবং আপগ্রেডেড চিপসেট থাকতে চলেছে আইফোন ১৬ প্রো ফোনে। এছাড়াও থাকতে পারে একটি নতুন ক্যাপচার বাটন। এর সাহায্যে ছবি, ভিডিও তোলার সুবিধা পাবেন ইউজাররা। এছাড়াও থাকতে পারে উন্নত ব্যাটারি এবং চার্জিং ফিচারের সাপোর্ট। 


আইফোন ১৬ প্রো মডেলে আর কী কী ফিচার থাকতে পারে বলে শোনা গিয়েছে, দেখে নিন 



  • আইফোন ১৬ প্রো মডেলে থাকতে পারে ৬.৩ ইঞ্চির ডিসপ্লে। আইফোন ১৫ প্রো মডেলে ছিল ৬.১ ইঞ্চির ডিসপ্লে। অন্যদিকে আইফোন ১৬ প্রো ম্যাক্স ফোনে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে ছিল ৬.৭ ইঞ্চির ডিসপ্লে। 

  • আইফোন ১৬ প্রো মডেলগুলিতে অ্যাপেলের নতুন এ১৮ চিপ থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনগুলিতে এআই ফিচার থাকার কথাও শোনা গিয়েছে। 

  • আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স- এই দুই ফোনে আইফোন ১৫ প্রো মডেলগুলির তুলনায় উন্নত ক্যামেরা ফিচার থাকবে। মেন রেয়ার সেনসর আইফোন ১৬ প্রো মডেলেগুলির ক্ষেত্রে হবে ৪৮ মেগাপিক্সেলের, এমনটাই শোনা গিয়েছে। এর সঙ্গে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং টেলিফটো সেনসরের সঙ্গে আলট্রা ওয়াইড লেন্স থাকার কথা রয়েছে। 

  • আইফোন ১৬ প্রো মডেলগুলিতে অন্তত ৫এক্স অপটিকাল জুম এবং ২৫এক্স পর্যন্ত ডিজিটাল জুম থাকার কথা রয়েছে। iOS 18- এর সাপোর্ট থাকতে পারে। এর পাশাপাশি আইফোন ১৫ সিরিজের থেকে বেশি উন্নত, আধুনিক এবং শক্তিশালী ব্যাটারি, চার্জিং ফিচার থাকতে পারে। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ অ্যাপের ডিজাইনে আকর্ষণীয় পরিবর্তন, ইউজারদের সুবিধা কী কী চালু হয়েছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।