কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: আসানসোলের (Asansol) বার্নপুরে (Barnpur) ইস্কো-র (ESCO) জমিতে বিজেপি কর্মীকে দোকান খুলতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার। তৃণমূল (tmc) সেটিং করতে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি (BJP) বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। জমির দখলি-স্বত্ত্ব দাবি করে ধর্নায় বসেছে দু’পক্ষই। সামান্য বিষয় নিয়ে বিধায়ক রাজনীতি করছেন, পাল্টা দাবি করেছে তৃণমূল (TMC)।
একটুকরো জমি নিয়ে বিবাদ: শনিবার এই জমি-বিবাদেই উত্তপ্ত হয়ে ওঠে আসানসোলের (Asansol Burnpur) বার্নপুর স্টেশন বাজার। ইস্কো-র জমিতে দোকান খুলতে আসেন বিজেপি (BJP) কর্মী পূর্ণিমা দে। তাঁকে বাধা দেন স্থানীয় ব্যবসায়ী দেবশ্রী ভদ্র। ইস্কোর (ESCO) তরফে তাঁকেই এই জমি দেওয়া হয়েছে বলে দাবি করেন ওই ব্যবসায়ী।
একজনের হাতে ইস্কো-র দেওয়া কাগজ। আরেকজনের কাছে আসানসোল পুরসভার (Asansol Municipality) লাইসেন্স। দু’পক্ষই জমির দখলি-স্বত্ত্ব দাবি করেন। স্থানীয় তৃণমূল (TMC) কাউন্সিলরের মদতে তাঁকে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি করেন বিজেপি কর্মী (bjp worker)।
বার্নপুর স্টেশন বাজারের ব্যবসায়ী দেবশ্রী ভদ্র বলছেন, ৩০ বছর হয়ে গেল এই জায়গাটা আমাদের...ইস্কো বলল পার্কিং করব...বললাম আমার জায়গা ছেড়ে করুন...এখন ওঁরা এসে বলছেন এই জায়গাটা ইস্কো লিখে দিয়েছে...আমি আছি...আমাকে না দিয়ে ওঁকে কী করে দিতে পারে।
শনিবার বিজেপি কর্মীকে (BJP Worker) নিয়ে ওই এলাকায় যান আসানসোল দক্ষিণের বিধায়ক। জমি-বিবাদের মীমাংসা না হওয়ায়, দু’পক্ষই ধর্নায় বসে। ইস্কো-র জমিতে দোকান নিয়ে বিবাদ। তুঙ্গে রাজনৈতিক তরজা
অগ্নিমিত্রা পালের দাবি, এটাই হচ্ছে তৃণমূল সরকার আর মমতার মামদোবাজি, জবরদখল, সংবিধান মানব না। গায়ের জোরে করব। তারা বলছে লোকাল কাউন্সিলরের সঙ্গে বসতে। বসব কেন? সেটিং করতে?
আসানসোল পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র বলছেন, একমাত্র বিধায়ককে দেখলাম যিনি এলাকার কোনও উন্নয়নে থাকেন না। নন ইস্যুকে ইস্যু করার জন্য উনি করেন, এখানে সবাই ব্যবসায়ী। উনি এটা রাজনীতিকরণ করছেন।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় হীরাপুর থানার পুলিশ । জমি-বিবাদ নিয়ে ইস্কোর জনসংযোগ আধিকারিক ভাস্কর কুমার জানান - যাঁর কাছে বৈধ কাগজ আছে তিনিই জমিটি ব্যবহার করতে পারবেন ।