বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিন ঘোষণা হতেই, দলবদলের হিড়িক ! পশ্চিম মেদিনীপুরের (West Medinipore) পিংলা ব্লকের গৌরাঙ্গচক এলাকায় গতকাল তৃণমূলে (TMC) যোগ দেয় প্রায় শ'খানেক বিজেপি (BJP) কর্মী-সমর্থক। তাঁদের হাতে  দলের পতাকা তুলে দেন পিংলা ব্লক তৃণমূলের সহ সভাপতি বীরেন্দ্রনাথ মাইতি। ওরা দলের কেউ না, পাল্টা দাবি বিজেপির।  


গত কয়েকমাস ধরে একাধিক জায়গায় ভাঙন ধরেছিল শাসক শিবিরে। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় জনসংযোগ যাত্রা শেষ করে যাওয়ার ৩ সপ্তাহের মাথায় মালদায় তৃণমূলে ভাঙন ধরে। এক বুথ সভাপতি সহ প্রায় দু'শো তৃণমূল কর্মী যোগ দেন কংগ্রেসে। অন্যদিকে মুর্শিদাবাদের নওদায় হাজারেরও বেশি কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন বলে ফেসবুকে ছবি পোস্ট করে দাবি করেছেন অধীর চৌধুরী। 


তার আগে পঞ্চায়েত ভোটের আগে উত্তর ২৪ পরগনায় ফের তৃণমূলে ভাঙন ধরেছিল। সিপিএমে যোগ দিলেন, বারাসাতের কীর্তিপুর ১ নম্বর অঞ্চলের তৃণমূলের প্রাক্তন সভাপতি, বুথ সম্পাদক সহ শতাধিক কর্মী। দুর্নীতি, তোলাবাজির বিরুদ্ধে সরব হতেই তৃণমূল ত্য়াগ, মন্তব্য় সিপিএমের। তৃণমূলে যারা পচে গেছে, তারাই যোগ দিচ্ছে, পাল্টা মন্তব্য়, শাসক দলের।                                                                                                  


আরও পড়ুন- বঙ্গে বর্ষা এল বলে, উত্তরবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি


যার কিছুদিন আগে রাজ্যের বেশ কিছু জায়গায় যে ঘটনা দেখা গিয়েছিল। প্রথমে বাঁকুড়া। তারপর মেদিনীপুর। যার পরে খড়গপুর তৃণমূল ছেড়ে কংগ্রেসে নাম লিখিয়েছিলেন ২০০ নেতা কর্মী। দুর্নীতির কারণেই শাসকদল ছাড়ছেন নেতা, কর্মীরা- দাবি কংগ্রেসের। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, কোচবিহারের সিতাইয়ে বিভিন্ন দল থেকে শো তিনেক কর্মী যোগদান করেছিলেন তৃণমূলে ।                                         


আরও পড়ুন:আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার