নয়াদিল্লি : লখিমপুরকাণ্ডে (Lakhimpur) উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট (Supreme Court) । ‘কারা অভিযুক্ত, দায়ের হয়েছে এফআইআর (FIR)?’ যোগী সরকারের কাছে শুনানিতে জানতে চাইল সর্বোচ্চ আদালত। উত্তরপ্রদেশ সরকারকে কাল শুনানির আগে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ
দিল সুপ্রিম কোর্ট।
লখিমপুরকাণ্ডে তদন্ত কমিশন গড়েছে উত্তরপ্রদেশ সরকার। দায়িত্বে এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রদীপকুমার শ্রীবাস্তব। যদিও বর্তমান কোনও বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর দাবিতে সরব হয়েছেন প্রিয়ঙ্কা গাঁধী। কংগ্রেসের সাধারণ সম্পাদকের মতে, অভিযুক্তর বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ইস্তফা না দিলে, তদন্ত নিরর্থক। একইসঙ্গে প্রিয়ঙ্কার প্রশ্ন, এফআইআর ছাড়াই তাঁদের গ্রেফতার করা হলে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে অভিযুক্ত আশিস মিশ্রকে কেন গ্রেফতার করা যাবে না?
আরও পড়ুন :
প্রধানমন্ত্রীর কৃষক দরদী ভাবমূর্তি তুলে ধরে খড়গপুরে চিঠি বিলি দিলীপ ঘোষের, কটাক্ষ তৃণমূলের
আশিসকে গ্রেফতার ও অজয় মিশ্র ইস্তফা না দেওয়া পর্যন্ত তিনি উত্তরপ্রদেশ ছাড়বেন না বলেও জানিয়েছেন প্রিয়ঙ্কা। গতকাল নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার পর, আজ রাহুল গান্ধী দিল্লি ফিরলেও, বাহরাইচ যাওয়ার কথা প্রিয়ঙ্কার। পাশাপাশি, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলতে আজ লখিমপুর খেরিতে গিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে চার কৃষক-সহ ৮ জনের মৃত্যুর পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি। এই পরিস্থিতিতে দ্বিতীয়বার ময়নাতদন্তের পর বুধবার নিহত কৃষক গুরবিন্দর সিংহের শেষকৃত্য সম্পন্ন হল। পুলিশের উচ্চপদস্থ কর্তাদের নজরদারিতে কৃষক সংগঠনের নেতা রাকেশ টিকায়েত ও নিহত কৃষকের পরিবারের সদস্যরা শেষকৃত্যে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিহত কৃষক গুরবিন্দর সিংয়ের পরিবারের দাবি মেনেই দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়েছে।
আরও পড়ুন :
পুজো মিটলেই রাজ্যে আরও উপনির্বাচন, মনোনয়নপত্র জমা দিলেন ৩ কেন্দ্রের তৃণমূল প্রার্থী
'ভারতে একনায়কতন্ত্র চলছে। আমজনতা, কৃষকদের থেকে চুরি হচ্ছে, সেটাকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।' লখিমপুরকাণ্ডে সাংবাদিক বৈঠকে মন্তব্য রাহুল গাঁধীর। রাহুলের লখিমপুর সফর ঘিরেও চাপানউতোর তৈরি হয় বুধবার। লখনউ বিমানবন্দর থেকে বেরোতেই, রাহুলকে বলা হয়, তাঁকে উত্তরপ্রদেশ প্রশাসনের গাড়িতে যেতে হবে। প্রস্তাব খারিজ করে, বিমানবন্দরেই ধর্নায় বসেন রাহুল। দীর্ঘ টানাপোড়েনের পর, রাহুলকে নিজের গাড়িতে যাওয়ার অনুমতি দেয় প্রশাসন।