সোমনাথ দাস, ঘাটাল: ঘাটালে (Ghatal) বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল। ১০০ দিনের কাজ, আবাসে (Awas Yojona) দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গেলে বিক্ষোভ। ঘাটালের মনোহরপুরে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় দল (Central Team)।
বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল: আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ, কেন্দ্রের প্রকল্পগুলির অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর গত বেশ কয়েকদিনের মতো রবিবারও বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হল তাদের। রবিবার, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনোহরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। মনসুকা গ্রামে ১০০ দিনের কাজের টাকার দাবিতে, তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দাদের একাংশ। এরপরই স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। ওই এলাকার বাসিন্দা ঝর্না রুইদাস বলেন, “১০০ দিনের কাজের টাকা পাচ্ছি না। অনেকেই যোগ্য আবাস যোজনায় বাড়ি পাচ্ছে না।’’
বাগদায় বিক্ষোভ: কেউ ক্ষোভের সুরে প্রশ্ন করলেন, কেউ বললেন, ১০০দিনের কাজের টাকাটার বন্দোবস্ত করে দিন। কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরেই উঠল রাজনৈতিক স্লোগান। এদিকে, শুক্র, শনির পর রবিবারও উত্তর ২৪ পরগনায় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এদিন, বাগদার সিন্দ্রাণী গ্রাম পঞ্চায়েত এলাকায় চরমণ্ডলে রাস্তার দাবিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ির সামনে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। ১০০ দিনের কাজের টাকা না পাওয়া নিয়েও ক্ষোভ উগরে দেন তাঁরা। পরে সেখান থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ।
একাধিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল । দফায় দফায় বিভিন্ন এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন তাঁরা । গত ৩১ জানুয়ারি মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরে পৌঁছয় কেন্দ্রীয় দল । ডেবরার ধামতোড় বিল্বশ্বর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মিড ডে মিলের কর্মীদের সঙ্গে কথা বলছেন তাঁরা। শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গেও কথা বলছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা । সম্প্রতি বিকাশ ভবনে গিয়ে শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি, স্কুল এডুকেশন কমিশনার ও মিড ডে মিলের প্রজেক্ট ডিরেক্টরের সঙ্গে বৈঠক করে ১১ জনের প্রতিনিধি দল । তাঁরা জানান, পাবলিক ডোমেনে যেসব তথ্য রয়েছে সেগুলিই পেয়েছেন তাঁরা ।
আরও পড়ুন: Train Rescheduled: ট্রেনের সূচিতে বড় বদল, হাওড়া থেকে ছাড়বে কোন সময়ে?