সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: কালবৈশাখীর (Strom) জেরে তছনছ গোটা এলাকা। একাধিক জায়গায় খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা। বিদ্যুৎ না থাকার কারণে দেখা দিয়েছে পানীয় জলের চরম সমস্যা। চরম ভোগান্তি পশ্চিম মেদিনীপুর (West Midnapore)।
সোমবার বিকেলে হঠাৎ কালবৈশাখীর জেরে বড়সড় অসুবিধার মুখে পশ্চিম মেদিনীপুর। এই জেলার দাসপুরের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বৈকুন্ঠপুর, খাটবারুই শিমুলতলা-সহ ঘাটাল চন্দ্রকোনার বেশ কিছু গ্রাম। বেশ কয়েক জায়গায়, উড়েছে বাড়ির চাল, গাছ পড়েও ভেঙেছে মাটির বাড়ি। যদিও এ বিষয়ে বাসুদেব পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন বলেন, 'বিদ্যুৎ দপ্তর যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে, পঞ্চায়েতের তরফ থেকেও নজর রাখা হয়েছে পুরো বিষয়টির উপর।'
প্রসঙ্গত, প্রচণ্ড গরমের পর, গতকাল নামে বৃষ্টি। কিন্তু তার আগে প্রকৃতির রুদ্র রূপ, চলল তাণ্ডব। মাত্র কয়েক মিনিটের ঝড়। আর তাতেই তোলপাড় কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাংশ। প্রচণ্ড ঝড়ে বিভিন্ন জায়গায় উপড়ে গেল গাছ। একাধিক জায়গায় গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে জখম হলেন যাত্রী। সোমবার বিকেল হতেই আকাশ ক্রমশ কালো হয়ে আসে। এরপরই, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমানে শুরু হয় প্রচণ্ড ঝড়। সঙ্গে তুমুল বৃষ্টি।
ভিক্টোরিয়ার সামনে পরপর গাড়ির ওপর উল্টে পড়ে গাছ। দুমড়ে মুচড়ে যায় একটি গাড়ি। আহত হন এক আরোহী। ৪ টে গাড়ি ও ১ টা বাইকের ওপর উল্টে পড়েছে। ১ জন আহত। গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে। ঝড়ের মধ্য়ে গাড়ির মধ্য়ে ডাল পড়ে যায়। দমদমেও গাড়ির ওপর ভেঙে পড়ে গাছ। আহত হন যাত্রী। লেক গার্ডেন্স, সাদার্ন অ্য়াভিনিউতেও বিভিন্ন প্রান্তে গাছ পড়ে ব্য়াপক যানজট তৈরি হয়। লেক গার্ডেন্সে গাছ ভেঙে আহত ৪, ময়দানে আহত ১। বাঁকুড়ায় প্রবল ঝড়ে একটি বাড়ির পর ভেঙে পড়ে হোর্ডিং ও তার স্ট্রাকচার। ক্ষতিগ্রস্ত হয় বাড়ি।
আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
গতকাল এরইমধ্য়ে বারুইপুরে হয় শিলাবৃষ্টি। চন্দ্রকোণাতেও মারাত্মক ঝড় বৃষ্টি হয়। প্রচণ্ড দুর্যোগের জেরে, শিয়ালদা মেন ও দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। শ্যামনগর-কাঁকিনাড়ার মাঝে রেললাইনে ভেঙে পড়ে গাছ। দক্ষিণ বারাসাত-জয়নগরের মধ্যে বন্ধ ট্রেন চলাচল ব্য়াহত।হাওড়া- বর্ধমান মেন লাইনের ট্রেন চলাচল ব্য়াহত হয়। এদিকে, প্রবল ঝড়ে পূর্ব বর্ধমানের ভাতারে থমকে গেল অভিষেকের রোড শো। বর্ধমান-কাটোয়া রোডে অভিষেকের কনভয়ের সামনে ছিড়ে পড়ে তার। ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়ে এলাকা। প্রায় ১ ঘণ্টা রাস্তাতেই আটকে থাকে অভিষেকের কনভয়। দুর্যোগের জেরে, অভিষেকের মঙ্গলকোটে সভা ও আউশগ্রামের রোড শো বাতিল করতে হয়। মঙ্গলবার অন্ডালে সভা রয়েছে অভিষেকের। ঝড়ে লন্ডভন্ড সেই সভাস্থলও। আবহাওয়া দফতর সূত্রে খবর, গতাকাল আলিপুরে ঘণ্টায় ৮৪ কিমি বেগে ও দমদমে ঘণ্টায় ৬২ কিমি বেগে ঝড় হয়েছে।