বিশ্বজিৎ দাস, খড়গপুর: পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ পড়ুয়াদের। ঘটনা খড়গপুর কলেজের। পড়ুয়াদের অভিযোগ, করোনাকালে একদিনও ক্লাস হয়নি। কিন্তু পরীক্ষায় বেশি ফি নেওয়া হচ্ছে। আর বেশি ফি নেওয়ার অভিযোগে এদিন খড়্গপুর কলেজের ছাত্রছাত্রীরা মেদিনীপুর-খড়গপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় আধঘণ্টার বেশি সময় ধরে পথ অবরোধ করেন পড়ুয়ারা। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেন ছাত্রছাত্রীরা।


বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ খড়গপুর কলেজ। কলেজ পড়ুয়াদের অভিযোগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষার ফি আড়াইশো টাকা। কিন্তু প্রত্যেক সেমিস্টারে তা বাড়ানো হচ্ছে। বর্তমানে যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দু হাজার টাকা। এক লাফে এত টাকা বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ুয়ারা। এদিন অভিযোগ জানাতে খড়গপুরে কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান পড়ুয়ারা। কিন্তু অধ্যক্ষের  দেখা না পেয়ে কার্যত রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। ফি না কমালে পরীক্ষাই দেবে না বলে দাবি পড়ুয়াদের।


আরও পড়ুন: Baruipur: বারুইপুরে অভিনব কায়দায় ছিনতাই, সাইকেলে দড়ি জড়িয়ে ১ লক্ষ ৩৫ হাজার সাফ!


এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অমান্য করে ফি আদায়ের অভিযোগ ওঠে। এই অভিযোগ তুলে ফি মকুবের দাবিতে বিক্ষোভ দেখালেন দেশবন্ধু কলেজের ছাত্রীরা। রাসবিহারী মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। চলতি সপ্তাহের সোমবার ফি মকুবের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন দেশবন্ধু কলেজের ছাত্রীরা। এই দাবিতে রাসবিহারী মোড়ে তাঁরা অবরোধ করেন। প্রায় আধ ঘণ্টা অবরোধ চলে সেখানে। এর জেরে যান চলাচল ব্যাহত হয়। এর পরই ঘটনায় হস্তক্ষেপ করে পুলিশ। তখন ছাত্রীদের অবস্থান চলে আসে কলেজের সামনে। ছাত্রীরা অভিযোগ জানান, কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেখানে অতিমারির সময়ে ফি মকুবের কথা বলা হয়েছে, সেখানে নিয়ম বহির্ভূতভাবে ফি বাড়ানো হয়েছে। তিন-চারদিন আগে ২০০ জন মেল করলেও কোনও উত্তর আসেনি বলে অভিযোগ জানান অপর এক ছাত্রী। কলেজ কর্তৃপক্ষের তরফে কোনও সদুত্তর মেলেনি বলে বিক্ষুব্ধ ছাত্রীদের দাবি। 


আরও পড়ুন: Howrah: ৪ মাস ধরে বন্ধ জুটমিল, প্রতিবাদে সিটু-র নেতৃত্বে পথ অবরোধ শ্রমিকদের


Education Loan Information:

Calculate Education Loan EMI