সোমনাথ দাস, ঘাটাল: গঙ্গাসাগর বা জয়দেব কেঁদুলির মেলা সরকার বন্ধ না করলেও ঘাটাল পুরসভা (Ghatal Municipality) বাতিল করল গঙ্গা মেলা (Ganga Mela)। প্রতি বছরই পৌষ সংক্রান্তিতে ঘাটালে শিলাবতী নদীতে (Shilanati River) গঙ্গাপুজো হয়। সেইসঙ্গে মেলাও বসে। গতকাল ঘাটাল পুরসভা নোটিস দিয়ে জানায়, এবছর করোনা পরিস্থিতির কারণে গঙ্গাপুজো উপলক্ষে মেলা হবে না। বসতে দেওয়া হবে না দোকানপাটও। বিধি মেনে পুরসভার নজরদরিতে হবে গঙ্গাপুজো।


করোনা আবহে শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বীরভূমের (Birbhum) জয়দেব-কেঁদুলির মেলা না করার সিদ্ধান্ত নিয়েও ৪ দিনের মধ্যে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। কিন্তু করোনার জেরে বন্ধ করে দেওয়া হল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) ঘাটালের গঙ্গা মেলা। বাতিল মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রামের কিরীটেশ্বরী মেলাও। পৌষ সংক্রান্তি উপলক্ষে হওয়া পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এই মেলা প্রায় দেড়শো বছরের পুরনো। মেলা হয় ঘাটাল শহরের ভাসাপুলের কাছে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর মেলা হবে না, তবে কোভিড বিধি মেনে পুরসভার নজরদরিতে হবে গঙ্গাপুজো। গত বছর মেলা হয়েছিল। এবারও আগে থেকে এসে গিয়েছিলেন ব্যবসায়ীরা। ভেবেছিলেন কেনাবেচা ভালই হবে। কিন্তু সব আশায় জল ঢেলে দিল করোনার তৃতীয় ঢেউ।  মেলা শুরুর আগেই সব আশা শেষ।


অন্যদিকে, একই কারণে বাতিল করা হয়েছে কিরীটেশ্বরী মেলা। প্রায় ৫০ বছর ধরে পৌষ মাসের শনি ও মঙ্গলবার কিরীটেশ্বরী মেলা হয় মুর্শিদাবাদের নবগ্রামে। এবার মেলা শুরু হতে না হতে ভাঙা হাট। খুলে ফেলা হচ্ছে স্টল। খালি দাঁড়িয়ে আছে নাগর দোলা। করোনা আবহে গত বছর মেলা হয়নি। এবছর মেলা শুরু হলেও সংক্রমণের কথা মাথায় রেখে তা বন্ধ করে দিয়েছে প্রশাসন। কিরীটেশ্বরী মন্দিরের সেবায়েত দিলীপ ভট্টাচার্য জানান, সরকারি নির্দেশ পেয়ে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে।


আরও পড়ুন: North 24 Parganas News: করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে উদ্যোগ, ব্যারাকপুর পুর এলাকায় চালু হেল্পলাইন নম্বর