অমিত জানা,পশ্চিম মেদিনীপুর: বেলদা থানা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল একজনের (Road Accident)। জানা গিয়েছে,  তিনি রেলের এক ঠিকাদার সংস্থার কর্মী। মর্মান্তিক ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের। রেলের কাজ করতে যাওয়ার সময় পথ দুর্ঘটনা ঘটে বেলদা থানা (Belda Police Station) এলাকায়।


শনিবার সাত সকালে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে রেলের এক ঠিকাদার সংস্থার কর্মীর। মৃতের নাম অজিত হেমব্রম বয়স ৩৫ বছর। জাতীয় সড়কে মৃতদেহ ফেলে রেখে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে বেলদা থানা বিশাল পুলিশ বাহিনী জানা গেছে শনিবার সকাল আটটা নাগাদ ওই রাস্তা দিয়ে নেকুড় শেনী স্টেশনে রেলের কাজ করতে যাচ্ছিলেন ঠিকাদার সংস্থার ওই কর্মী অজিত। পিছন থেকে দ্রুত গতিতে থাকা একটি পিকআপ ভ্যান ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এরপর মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলে উপস্থিত বেলদা থানার পুলিশ দুর্ঘটনার পর ওই ঘাতক পিকআপ ভ্যানটিকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 


প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বরের শুরুতেই নিউটাউনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গাড়ি দুর্ঘটনায় চালকের মৃত্যু হয়। কদমপুকুর মোড়ে দুর্ঘটনাটি(Road Accident) ঘটে। আলু বোঝাই ম্যাটাডোরের ধাক্কায় মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই প্রাণ হারান চালক। আশঙ্কাজনক সঙ্গী। জানা গিয়েছে, বিশ্ব বাংলার গেটের দিকে যাওয়ার পথে, আলু বোঝাই ম্যাটাডোরের পিছন থেকে ধাক্কা মারে গাড়ি। পুলিশ সূত্রে খবর, গাড়িতে ২ জন আরোহী ছিলেন। গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।  ম্যাটাডোরের চালককে আটক করে  ইকো পার্ক থানার পুলিশ । অক্টোবারের মাঝামাঝি উটাউনে নভোটেলের কাছে একটি দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর,  রাত সাড়ে ১১টা নাগাদ ঝাড়খণ্ডের নম্বরপ্লেট লাগানো একটি দ্রুত গতির গাড়ি সিগন্যাল অগ্রাহ্য করে একটি মালবাহী গাড়িকে ধাক্কা মারে। তারপর পালিয়ে যায়।


আরও পড়ুন, অভিযোগ নির্বাচনী বিধিভঙ্গের, আদালতে আত্মসমর্পণ কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার


পাশাপাশি, লক্ষ্মীপুজোর আগের দিন পথ দুর্ঘটনা ঘটে সল্টলেকের সেক্টর ফাইভে । জখম হন তিন জন। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পারে, একটি প্রাইভেট গাড়ি উইপ্রো থেকে নিউ টাউনের দিকে যাচ্ছিল। আর একটি গাড়ি গোদরেজ ওয়াটার সাইডের দিক থেকে কলেজ মোড়ে ছুটে আসছিল। দুটির সংঘর্ষেই বিপত্তি। সিগনাল তখন সবুজ। সেই কারণে উইপ্রোর দিক থেকে আসা নিউটাউন-গামি প্রাইভেট গাড়িটি সিগন্যাল না মেনে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। সেই সময়ই গোদরেজ ওয়াটার সাইডের দিক থেকে আসা গাড়িটির ঠিক মাঝ বরাবর ধাক্কা মারে সেটি। গাড়ির মধ্যে এক জন বয়স্কা মহিলা ছিলেন। তাঁর মাথা ফেটে যায়। এ ছাড়া দুজন পথচলতি তথ্যপ্রযুক্তি কর্মীও আহত হন। যদিও পুলিশ প্রশাসন সবসময় কড়া নজরে রাখছে, বারবার সাবধানে গাড়ি চালানোর কথা মনে করিয়ে দিচ্ছে। তবুও শেষ রক্ষা হল না এবারও।