কলকাতা: তৃণমূল নিয়ে কংগ্রেসের অবস্থান কী? এআইসিসি-কে চিঠি দিলেন কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। অভিষেককে তলব করা নিয়ে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছেন কে সি বেণুগোপাল। অন্যদিকে আবার অধীর চৌধুরী বলছেন, সব চোর ধরা পড়ুক'। কংগ্রেসের অবস্থান নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, দাবি করেছেন কৌস্তভ বাগচী। 'দয়া করে চোরদের পাশে দাঁড়াবেন না', এই মন্তব্য করে এআইসিসি-র সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালকে চিঠি দিলেন কৌস্তভ। 


কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে চিঠি: বিরোধী INDIA জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনই, প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৈঠকের পর অভিষেকের পাশেও দাঁড়িয়েছেন কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক ও সমন্বয় কমিটির সদস্য কে সি বেণুগোপাল!  বৈঠকে তৃণমূল সাংসদের নামে একটি চেয়ারও ফাঁকা রাখা হয় কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে না দাঁড়ানোর আবেদন জানিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিলেন বাংলার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী।


কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী জানিয়েছেন, আমি বেণুগোপাল সাহেবকে চিঠিতে লিখেছি, ওনার কাছে আমার অনুরোধ, দয়া করে চোরেদের পাশে দাঁড়াবেন না। লুঠেরাদের পাশে দাঁড়াবেন না। এমন মানুষদের পাশে দাঁড়াবেন না যাঁরা দিনের পর দিন এই রাজ্যটাকে শেষ করে দিয়েছে। 


কংগ্রেসের সাধারণ সম্পাদককে করা ই-মেলে কৌস্তভ লিখেছেন, 'যাঁরা বাংলায় আমাদের দলকে ধ্বংস করার চেষ্টা করছে, রাজ্যে লুঠ চালিয়েছে, নিষ্ঠুরভাবে যাঁরা গণতন্ত্রের টুটি চেপে ধরেছে, তাঁদের পাশে সংহতির বার্তা নিয়ে দাঁড়াবেন না। যে মামলার তদন্তে বাংলার মুকুটহীন সম্রাটকে ইডি তলব করেছিল, সেটা আদালতের নির্দেশে ও তত্ত্বাবধানে চলছে। হাজার হাজার কংগ্রেসকর্মী এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে ক্রমাগত লড়াই করে চলেছেন। শেষে কৌস্তভ লিখেছেন, এইসব অত্যাচারী ও দুর্নীতিবাজদের পাশে দাঁড়ানো মানে পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের অপমান'। 


বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ইডির তলব নিয়ে ভিন্ন সুর শোনা গেছিল কংগ্রেসের অন্দরেই! বিরোধী জোটের সমন্বয় কমিটির সদস্য ও কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল যখন অভিষেকের পাশে দাঁড়িয়েছেন, তখন CBI, ED-র তদন্তকে সমর্থন জানান অধীর চৌধুরী। 


এদিন সেই কথাই কার্যত কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে মেল করে জানিয়েছেন কৌস্তভ। যদিও এ নিয়ে আজ মুখে কুলুপ এটেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী চিঠি প্রসঙ্গে বলেছেন, কে কী দিয়েছেন জানি না। আমি সবার কথার জবাব দিতে পারব না। চিঠির ডকুমেন্ট আমার কাছে নেই, জানি না।


আরও পড়ুন: Narada Scam:স্বাস্থ্যের কারণ দেখিয়ে বাড়ির কাছাকাছি হাজিরার জন্য আবেদন, সিবিআই-কে পাল্টা চিঠি ম্যাথুর