সঞ্চয়ন মিত্র, কলকাতা: মকর সংক্রান্তির আগে বদলাচ্ছে আবহাওয়ার মতিগতি। ফের নামল পারদ (Temperature)। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২ . ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) জানিয়েছে, পারদ পতন হলেও, মকর সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে রাজ্যে ঢুকতে শুরু করবে অবাধ উত্তুরে হাওয়া। তার হাত ধরে রাজ্যে ফের ঝোড়ো ইনিংস খেলবে শীত। জেলায় জেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। 


মকর সংক্রান্তিতে এবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। তা বলে বাংলা থেকে এখনই পাততাড়ি গোটাচ্ছে না শীত। আগামী সপ্তাহে ফের পারা-পতনের পূূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আপাতত পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হবে। এর মধ্যেই জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 


ঝোড়ো ইনিংসে বিরতি: ঝোড়ো ইনিংসে একটু বিরতি নিল শীত (Winter)। হাওয়া বদল শুরু হল বাংলায়। উত্তর-পশ্চিম ভারতে পরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে এ রাজ্যেও কিছুটা ঊর্ধ্বমুখী হল পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ . ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। 


এর মধ্যেই এদিন শীতের কামড়ে একে অন্যকে টক্কর দিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গ। কালিম্পঙকে পিছনে ফেলেছে শ্রীনিকেতন, পানাগড়। আবহাওয়া দফতর জানিয়েছে,জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে প্রবল তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তার জেরে সোমবার থেকে ফের নামবে পারদ। অবাধ উত্তুরে হাওয়ায় ভর করে রাজ্যে ফের জাঁকিয়ে ফিরবে শীত। 


পরপর পশ্চিমী ঝঞ্ঝা: অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতে পরপর পশ্চিমী ঝঞ্ঝা। তার প্রভাবে আজ থেকেই তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতে। কাল থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। ফলে, এবার মকর সংক্রান্তিতে শীতের আমেজ থাকলেও, জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। কাল থেকেই হাওয়া বদল হবে রাজ্যে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতল দিনের পরিস্থিতি। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে।


আরও পড়ুন: Jakir Hossain : তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে 'কুবেরের ধন', ১৫ কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর