সৌরভ বন্দ্যোপাধ্যায়, ভদ্রশ্বের: সম্পর্কে টানাপোড়েন জের প্রমিককে ছুরি মেরে খুনে অভিযুক্ত মহিলা। শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বরের (Bhadsewar Murder) প্রকাশ্য রাস্তায়। বিষয়টির খবর ছড়িয়ে পড়তে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। মৃত নাম তাপস প্রামাণিকের বয়স ৪৬ বছর। তাঁকে খুনে অভিযুক্ত মহিলাকে আটক করেছ পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে, ভদ্রেশ্বরের চাঁপদানীর ডিভিসির খালধার অঞ্চলের খুঁড়িগাছি এলাকায়। প্রকাশ্য় রাাস্তায় তাপস প্রামাণিককে ছুরি মারে তা্ঁর প্রমিকা। সূত্রের খবর, অভিযুক্ত মহিলা শবনম খাতুন আগে রিষড়ায় তার স্বামীর সঙ্গে থাকতেন।বর্তমানে খুঁড়িগাছিতে জগদেও সাউয়ের বাড়িতে ভাড়ায় ছিলেন।সেখানেই তাপস প্রামানিকের যাতায়াতছিল। দুজনের সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনা বলে অনুমান করা হ্ছে।
ছুরিকাহত হয়ে রাস্তায় পড়ে আছে এক ব্যক্তি। এই খবর পেয়ে স্থানীয় অ্যাঙ্গাস ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । ততক্ষণে মৃত্যু হয়েছ তাপস প্রামাণিকের। তাঁর দেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠনো হয়।।মৃতদেহের ময়না তদন্ত হবে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসাপাতালে।
এই ঘটনার পর অভিযুক্ত মহিলাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।সঙ্গে থাকা আর একজন মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এপ্রসঙ্গে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান,নিজেদের মধ্যে অশান্তির জন্য এই ঘটনা,অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সময় আরও এক মহিলা ছিলেন তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজে দেখা যায়,তিনজন রাস্তা দিয়ে যাচ্ছে তাদের মধ্যে কথা কাটাকাটি চলছে। হঠাৎ করেই পুরুষ সঙ্গীর উপর ঝাঁপিয়ে পরে মহিলা।রাস্তা দিয়ে তখন এক সাইকেল আরোহি যাচ্ছিলেন তিনি দেখে দাঁড়িয়ে পড়েন।তারপর দুই মহিলা রাস্তা ধরে হেঁটে চলে যান।
স্থানীয় কাউন্সিলর ও চাঁপদানী পুরসভার চেয়ারম্যান সুরেশ সাউ বলেন,যে মারা গেছে তার আগের স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এখন এক মহিলার সঙ্গে সম্পর্কে ছিল।গ তকাল বিকাল থেকে নিজেদের মধ্যে গন্ডগোল চলছিল।তারপর আজ ভোর রাতে এই ঘটনা।পুলিশ অভিযুক্তকে ধরেছে। তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।