অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: দাঁতনে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার এক যুবতী। ধৃতের নাম অঙ্কিতা সাউ। গত কাল অর্থাৎ শনিবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।


যা জানা গেল...
পুলিশ সূত্রে খবর, লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। ঘটনায় জানা যায়, অঙ্কিতা পরিচয়পত্র দেখিয়ে চাকরি দেওয়ার নাম করে এলাকায় টাকা তুলত। কখনও বলত তার স্বামী পিডব্লিউডি ইঞ্জিনিয়র, আবার কখনও দাবি করত পুলিশ আধিকারিক। এই মর্মে ভুয়ো পরিচয় পত্র দেখিয়ে চাকরি দেওয়ার টোপে ফেলে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বেলদা, কেশিয়ারি, সবং-সহ বেশ কয়েকটি খানা এলাকায় বহু মানুষ তার হাতে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ। দাঁতন থানায় লিখিত অভিযোগের পর গ্রেফতার করা হয় অঙ্কিতা সাউকে। পরে দাঁতন আদালতে তোলা হলে অভিযুক্তকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


বিশদ...
এমনই এক অভিযোগকারিণী গৃহবধূ সুচিত্রা বিশি বললেন, 'অঙ্কিতা সাউ আমাদের চাকরির দেওয়ার নাম করে পয়সা নিয়ে বলেছে চাকরি করে দেব। তার পর তারা দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিল। চাকরিও হয়ে যাবে বলে তারা। গত কাল দাঁতন থানার সোনাকুনিয়াতে এক ব্যক্তির ঘরে খোঁজ পাওয়ার পর আমরা ধরে থানায় খবর দিলে পুলিশ ধরে নিয়ে আসে। সব সময় বলত, সব অফিসারের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। তার স্বামী পুলিশ অফিসার এই পরিচয় দিয়েও অনেকের কাছ থেকে টাকা তুলেছে।' অপর এক অভিযোগকারী মধুমিতা জানা বলেন, 'অঙ্কিতা সাউ চাকরি দেওয়ার নাম করে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে।' তিনিও জানান,  কখনও স্বামী পিডব্লিউডি আধিকারিক, কখনও আবার হবু পুলিশ বরের গুলি লেগেছে বলেও ধার হিসেবে বহু মানুষের থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মধুমিতার বক্তব্য, ' খড়গপুর অফিসে চাকরি করে দেবে বলে ১ লাখ ৮৫ হাজার টাকা নিয়েছিল।' অভিযুক্ত সব কিছু অস্বীকার করেছে। তাঁর বক্তব্য, 'আমি কোনও মার্কেট থেকে টাকা তুলিনি। যারা অভিযোগ করেছে, ওরাই মার্কেট থেকে টাকা তুলেছে। ফিল্ডে আমি একেবারে নামিনি। যাইনি কোনও দিনই।' তাঁর আরও দাবি, পুলিশ আধিকারিকের নাম করে টাকা তোলার কথাও অস্বীকার করেন অঙ্কিরতা। বলেন, 'ওটা মিথ্যে অভিযোগ।'


আরও পড়ুন:গহীন অরণ্যে লুকিয়ে বহু রহস্য! আমাজনের চমকে দেওয়া এই তথ্য আপনি জানেন?