রঞ্জিত সাউ, কলকাতা: আজ বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day)। সোমবার সকালে রোজকার মতোই নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিশ্ব পরিবেশ দিবস নিয়ে তিনি বলেন, 'ভারতকে জিরো পলিউশনের (Zero Pollution) দিকে নিয়ে যেতে সারা দেশ চেষ্টা করছে।'


'জিরো পলিউশন'


 এদিন দিলীপ ঘোষ বলেন, 'বিশ্ব পরিবেশ দিবস আমরা সব থেকে বেশি ভুগছি যে হিট ওয়েব (Heat Wave) চলছে, পরিবেশের উপর যে অত্যাচার হচ্ছে পরিবেশের ক্ষতি হচ্ছে, এটাই তার কারণ। সারা বিশ্বেতে পরিবেশ রক্ষার চেষ্টা হচ্ছে। ভারতকে জিরো পলিউশনের দিকে নিয়ে যেতে সারা দেশ চেষ্টা করছে। সমস্ত মানুষকে এতে সহযোগিতা করতে হবে। আমরা কষ্ট থেকে বাঁচার জন্য বাড়িতে এসি লাগাচ্ছি। তার জন্য আরও তাপমাত্রা বাড়ছে। এখানে এত তাপ আগে কখনও আমরা দেখিনি। প্রচন্ড তাপপ্রবাহ চলছে।' মূলত, এসি-র ভিতরে ব্যবহৃত কুলিং এজেন্ট বাতাসে দূষণ ছড়ায়। 


'মানুষকে সতর্ক করার সময় এসেছে'


তিনি আরও বলেন,'আমার মনে হয় এই ব্যাপারে মানুষকে সতর্ক করার সময় এসেছে। যতই সব বিল্ডিং তৈরি হচ্ছে তার তাপে আরও গরম হয়ে যাচ্ছে পরিবেশ এবং প্রতিবছর বাড়বে। এদিকে গাছ কমে যাচ্ছে। কমপক্ষে এবার দেখতে পাচ্ছি লিচু নেই। অন্যান্য ফল নেই। কারণ বাগান সব শেষ হয়ে গেছে। পয়সার পিছনে ছুটতে গিয়ে কষ্ট বাড়ছে আমাদের।'


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


প্রসঙ্গত, প্রত্যেক বছর, ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। পরিবেশের (Environment) ক্ষয়ক্ষতি ও কী ভাবে তা সংরক্ষণ করা সম্ভব, তা নিয়ে আলোচনা করতেই এই উদযাপন। কিন্তু কোথা থেকে এল এই উদযাপনের ভাবনা? কেনই বা ৫ জুন দিনটিকে বেছে নেওয়া হল? মূলত ১৯৭২ সালে 'স্টকহোম কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট'-এ ৫ জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল। ১৯৭৩ সালে প্রথম বার উদযাপন হয়  'বিশ্ব পরিবেশ দিবস।' স্লোগান ছিল, 'ওনলি ওয়ান আর্থ।' স্টকহোম কনফারেন্স থেকে 'ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম' বা UNEP নামে একটি আন্তর্জাতিক মঞ্চও তৈরি করা হয়।'ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম' বা UNEP  এমন একটি আন্তর্জাতিক মঞ্চ যেখানে, পরিবেশ সংরক্ষণের কাজে ১৪৩টিরও বেশি দেশ অংশগ্রহণ করে। চলতি বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম, প্লাস্টিক-দূষণ মোকাবিলার পথ  সন্ধান করা।